ঘুরে দাঁড়াও
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০৯ অক্টোবর, ২০১৮, ০৯:৩৬:০৫ রাত
ঘুরে দাঁড়াও
**
ঘুরে দাঁড়াও, হে বন্ধু
চলন্ত জীবনটা থেমে যাবার আগেই...
জানো তো, ফিরে যাবার মেয়াদ গতকাল যা ছিল
তার থেকে আরো একদিন কমে গেছে....
.
মনে আছে?
এসেছিলে কিন্তু জান্নাত থেকে, সেটাই তোমার জন্মস্থান।
হিসেব করে দেখো
যে পথে চলছো তা কি জান্নাতের পথ? যাচ্ছো ঠিক পথে?
গেলে তো ভালোই,
না হলে ঘুরে দাঁড়াও, এখনি! এ মূহুর্তে!
.
এটা ভেবোনা ঘরে ফিরে গিয়ে
নতুন করে যাত্রা শুরু করবে।
.
চলমান সময়ের ঘটমান যাত্রার
ইতি ঘটতে পারে যে কোনো সময়! যে কোন মূহুর্তে!
বিশ্বাস না হলে তোমার বাবা দাদা পরদাদাদের
জিজ্ঞেস করে দেখো! আমি সিরিয়াস!
.
টাইম বোমার মত সেট করে দেয়া জীবনের সময়
ইতিমধ্যে সিংহভাগ হয়ে গেছে শেষ!
বুকের বাম পাশে ঘড়িটা এখনো বাজছে বটে
টিক টিক শব্দটা হুসটাতে রেখে যাচ্ছে রেশ্ ।
ক্বলবটা কেবলই গোঙাচ্ছে; ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও...
.
অনেকগুলো পথের একটিই কেবল জান্নাতমুখি
ঘুরে সে পথ ধরতে পারবে না যে, সেই জনমদুঃখী।
.
এমনভাবে ঘুরো যেভাবে কেবলা পরিবর্তন করেছিলেন
প্রিয় রাসূল হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঘুরে দাঁড়াও হে বন্ধু। ঘুরে দাঁড়াও....
.
এস্তেগফার হোক নিঃশ্বাসের তসবিহ
ঘুরে দাঁড়াবার কালে,
শান্তি সুখের জীবন যেন হয় ইহকাল পরকালে।
.
মিনতি করি আমি চোখের শ্রাবণে ক্রন্দনে আবেদনে
আমার নামটিও স্মরণে রাখিও তোমার নামের সনে।
.
ওহে ভাই ওহে বন্ধু শত্রু আত্বীয়, ছাড়ো জিন্দা ঘুমের ভান,
সতর্ক হয়ে তওবার সাথে ঘুরে দাঁড়াও যাবার আগে জান।
বিষয়: বিবিধ
১০৬৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালবাসা রেখে গেলাম
ওহে ভাই ওহে বন্ধু শত্রু আত্বীয়,
ছাড়ো জিন্দা ঘুমের ভান,
সতর্ক হয়ে তওবার সাথে ঘুরে দাঁড়াও
যাবার আগে জান।
ভালো থাকবনে এবং দোয়া করবেন।
বাংলার দামাল সন্তান!!>-
আপনারা এখনো ব্লগিং করেন!!!!
ভাল থাকবেন এবং দোয়া করবেন।
মন্তব্য করতে লগইন করুন