অস্তিত্বের সংকটে

লিখেছেন লিখেছেন মাহমুদুল হক মিদুল ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৫০:৪৫ বিকাল



জীবনের এ পর্যায়ে এসে আজ ভীষণ মিস করছি সেই

শৈশবের স্মৃতি জড়ানো মুহুর্তগুলো ।চাঁদ মামা আজ

বড্ড একা ।আমি নাকি বড় হয়েছি ? রোজ

রাতে আর হয় না কথা ,রোজ আর চাঁদের

বুড়ি কাটে চরকা ।ও বুড়ি তুই আছিস কেমন ?মায়ের

কোলে মাথা রেখে চাঁদ মামার গল্প শোনার মুহুর্ত

ভীষণ মিস করছি ।বিষন্ন একলা চাঁদের বুকের

বুড়ি কি ক্লান্ত হয়নি আজো ?চাঁদের

বুড়ি কি আজো আপন মনে চরকা কেটে যাচ্ছে ?

অনেক প্রশ্ন উকি দিত মনে শৈশবে !

বুড়ি খাবে কখন ,ঘুমাবে কখন ,এখনো ঘুমায়

না কেন ,ক্লান্ত হয় না কেন ?রুপকথার সেই

রাতগুলো কেন জানি অনেক দূরে চলে গেছে ।রাজার

কুমার ,শোষিত প্রজা ,পঙ্খীরাজ ঘোড়া ,রাজ

প্রসাদ আজো পেলাম দেখতে ।কোন আজব সময়

আমার কাজলা দিদি কে কেড়ে নিল ?আলী বাবা র

কি হলো ,আজ কেনো জানি শুনতে ইচ্ছে করছে !সেই

চল্লিশ চোর আদৌ কি সব কিছু নিতে পেরছে ?

রুপকথার সেই দৈত্য-দানবরা সব কোথায় ?

আলাদীনের যাদু চেরাগ আজো কি আমায়

ডাকেছে কল্পনায় ?সিন্দাবাদটা আজো একলা সাগর

তীরে কি বসে আছে ?

সময়টা কেমন যেন আজ বড় হয়ে গেছি আমি !

রুপকথার দৈত্য-দানব ,কাজলা দিদি কে খেল

যান্ত্রিক সভ্যতা ।এই যান্ত্রিকতার

কারণে আমার শৈশব আজ বিষাক্ত ।যান্ত্রিকতার

কারণে আমরা যান্ত্রিক হয়ে গেছি ।আজ কিন্তু

চাঁদের বুড়ির খোঁজ নেয়া হয় না ।এ আজব সময়

আজ আমার থেকে সব কেড়ে নিল যান্ত্রিকতার

মোড়কে !বিষাক্ত প্রলোভনে আমায় আজ

ঠেলে দিয়েছে নীল স্রোতে !যান্ত্রিকতার

গর্জনে আজ আমার সহজ শৈশব পক্ষাঘাত গ্রস্থ !

শৈশব যেন আমায় আজ হাত বাড়িয়ে ডাকছে ।কিন্তু

যান্ত্রিকতার আবরণ

ভেঙ্গে পারছি শুনতে যেতে সেই চাঁদের

বুড়ি এবং কাজলা দিদি বাকী অংশটা ।"হে যান্ত্রিক

সভ্যতা তুমি আমার সহজ শৈশব ফিরিয়ে দাও "।

অস্তিত্বের সংকটে

মিদুল

বিষয়: বিবিধ

১৫০৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179449
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : "হে যান্ত্রিক সভ্যতা তুমি আমার সহজ শৈশব ফিরিয়ে দাও "
179547
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৩
শিকারিমন লিখেছেন : ফিরিয়ে দাও ...............

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File