স্বেচ্ছাচারিতা

লিখেছেন লিখেছেন মাহমুদুল হক মিদুল ০২ ডিসেম্বর, ২০১৩, ০১:৩০:৩১ দুপুর

আজ কেন একটি গনতন্ত্রকামী রাজনৈতিক

দলকে ভিডিও বার্তা দিয়ে রাজনৈতিক

কর্মসূচি ঘোষনা করতে হয় ?কেন

জঙ্গী স্টাইলে পাঁচ সাত মিনিটের

ভিডিও ক্লিপস বের করতে হয় ?কেন আজ

দেশের মানুষ চরম অনিশ্চিয়তার

মধ্যে দিননিপাত করছে ?কেন আজ

পেট্রোল বোমার আতঙ্কে সমগ্র জাতি ?

কেন আজ শিক্ষার্থীরা মার

খাবে সেশনজটে ?মাননীয় অবৈধ

প্রধানমন্ত্রী আপনি পারবেন এসবের

দায় মেটাতে ?এসব কি আপনার

স্বেচ্ছাচারিতা নয় !নিজের প্রগতিশীল

ধর্মনিরপেক্ষ বলে প্রচার

করতে তো খুবই স্বাছন্দ্য বোধ করেন ।

কেন তাদের উপর জুলুম নির্যাতন

অব্যাহত রাখছেন ! যদিও তাদেরও ভুল

আছেন ।নিজেদের স্বাধীনতার চেতনার

দল বলে প্রচার করেন কিন্তু আজ এই

ক্রান্তিলগ্নে এসে স্বাধীনতা কতটু

রক্ষা হচ্ছে ?স্বাধীনতা কি শুধু মার্চ

কিংবা ডিসেম্বর মাসে ?আমাদের

রক্তের দামে কেনা সব

স্বাধীনতা কি ভুলন্ঠিত হচ্ছে না বুটের

তালায় ,জেল খানায় এবং গুমে ?আপনার

স্বেচ্ছাচারিত দাম হয়তো আপনার

আজ্ঞাবাহী কিছু

পাতি নেতা দিতে পারে কিন্তু সাধারন

জনগণকে কেন এর দায় মেটাতে হবে ।

আপনি হয়তো দাদাভাইদের

জোরে টিকে ভালই আছেন ওই গণভবনের

এসির বাতাসে ।কিন্তু ভাল নেই সেই সব

খেটে খাওয়া মানুষেরা ।

আপনি হাসপাতালে গিয়ে দুএক

জনকে দেখে এটাকে গনহত্যা বললেন

কখনো গিয়েছেন দেশের প্রত্যন্ত

অঞ্চলে যে তারা আছে কেমন ?

একটা হাতিরঝিলে আলোকসজ্জ্বা করলেন

প্রচার করে কখনো কি আলোর

ব্যাবস্থা করেছেন সেই

অঞ্চলে যেখানে হারিকেনের ল্যাম্পই

একমাত্র ভরসা ।এসব দেখার টাইম কই

আপনার আপনি আছেন কিভাবে আলেম

এবং সাধারণ

মানুষকে হত্যা করে গদিটা কিভাবে বাচানো যায় !

দেশের বর্তমান পরিস্থিতিকে বললেন

গনহত্যা অথচ শাপলা চত্ত্বরের

তৌহিদী জনতাকে ১০ মিনিটেই

খেদিয়ে দিলেন যাতে ঝামেলা না হয় !

এই স্বেচ্ছাচারিতা বাদ দেন

কেননা আব্বাই

স্বেচ্ছাচারিতা করে টিকতে পারে নাই

বাংলার মসনদে ।আপনি তো মেয়ে ।

রক্তের নেশা উঠলে বন জঙ্গলে যান

অনেক পশুপাখি আছে ।মানুষের রক্তের

অনেক দাম !আজ হয়তো দাদাদের জোরেই

ক্ষমতায় থাকবেন কিন্তু সাধারন

মানুষের

কাছে একটা রক্তচোষা বাঘিনী ।দেশের

মানুষের ভাষা বোঝার চেষ্টা করুন

স্বেচ্ছাচারিতা বাদ দিয়ে ।

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File