"মে দিবস" কলমবেশ্যা এবং সু-শীলদের
লিখেছেন লিখেছেন মাহমুদুল হক মিদুল ০১ মে, ২০১৪, ০৪:৫১:১০ বিকাল
ভাগ্যিস আমাদের গ্রহের ক্যালেন্ডারটা সরলরৈখিক নয় ,চক্রাকার ।
যার কারণে আমরা অন্তত "মে দিবস "কে মনে রাখি বছরের এই দিনে ।
প্রতি বছরেই তো "মে দিবস" আসছে আবার চলেও যাচ্ছে ।এতে করে কি বাই লাভ হচ্ছে ঐ সব খেটে খাওয়া মানুষদের ।কোন লাভই আসলে তাদের হচ্ছে না ,যা লাভ হচ্ছে তার সবটাই ভোগ করছে ঐ পুজিবাদী শোষক শ্রেণি ।
দিনকে দিন শ্রমিকরা তাদের রক্ত পানি করে নির্মাণ করছে এ সভ্যতা ।অথচ তারা পাচ্ছে সমস্ত গ্লাণি ।
মে দিবস আস লেই কিছু নামধারী কলমবেশ্যা তাদের কলম ভাঙ্গেন শ্রমিকদের অধিকার আদায়ে ।আর সু-শীল সমাজ তাদের থু-থু ঝরানো বতৃক্তার মাধ্যমে ভিজে ফেলান মাইকের মাঊথপিছ এবং সামনে দাঁড়ানো অথবা বসা লোকদের মুখ ।যা কোনদিনেই শ্রমিকদের কল্যাণ বয়ে আনে নি ।
আসলে নিজ নিজ অবস্থান থেকে সচেতন না হলে ,এর থেকেও খারাপ অবস্থানে পৌঁছাবে শ্রমিকদের অবস্থা ।
সেই সাথে তো এক শ্রেণি আছে যারা শ্রমিকের মজুরীতে সব সময় ভাগ বসায় ।
"মহান মে দিবস " কে আসলে রক্ত গরম করা কিছু কথা এবং কলমবাজীতে সীমাবদ্ধ না রেখে , তা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আরো সু-মজবুত এবং সু-দৃঢ় সিড়ি হোক ।
বিষয়: বিবিধ
১২৬২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো বলেছেন।
হ্যাঁ ,ধন্যবাদ
আমাদের এই দুই শ্রেণির বিরুদ্ধে প্রবল প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তোলা উচিত যদিও তারা রাঘব-বোয়াল !
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন