নাম পরিবর্তন করলাম (ব্লগে)

লিখেছেন লিখেছেন খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ০১ মে, ২০১৪, ০৪:৩৮:০১ বিকাল



আমি হাবিবুল্লাহ। এই নামেই এস বি থেকে টুডে পর্যন্ত ছিলাম। পরে নাম পরিবর্তন করে পুরো নামেই চলে আসলাম। এখন আমি খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ। নাম, নামের বড়াই, নামের বাহাদুরি, এইসব ভাল না। কথাই বলে নাম দিয়ে কাম কি? আবার গায়ক বা কবির ভাষায়=

নামের বড়াই করো নাকো নামক দিয়ে কী হয়?

নামের মাঝে পাবে নাকো নাকো সবার পরিচয়।

তারপরেও নাম কেন পরিবর্তন করলাম? প্রথমেই বলে রাখি এর পেছনে তেমন বড় কারণ নাই। আর ছোটকাট যে কারণের কথা এখন বলব এর জন্যও আসলে এস বি আর এই টুডে ব্লগই দায়ী। হা হা হা । কিভাবে?

তাহলে বলি শুনুন। লেখালেখি জিনিসটা হচ্ছে বাচ্ছাদেরকে খেলনার মত। কাওকে দেখাতে ইচ্ছে করে। বাচ্চাকে যদি আপনি খেলনা হাতে দিয়ে বলেন যে সাবধান কাওকে দেখাবে না। তখন সে খুশি হবে না। কারণ সে চায় খেলনাটি নিয়ে এক দৌড়ে তার সহপাঠীদের কাছে চলে যেতে, দেখো দেখো আমার খেলনা কত সুন্দর। ঠিক একই ভাবে লেখার পরে ইচ্ছা হয় কেও এর প্রশংসা করুক। লেখাতে মন্তব্য বেশি হোক। বেশি মানুষ লেখাটি পড়ুক। তাতে প্রশংসা পাওয়ার একটি বৈধ আকাঙ্ক্ষা থাকে। মনিষীগণ অবশ্য এই বৈধ আকাংখাও ত্যাগ করেন। যা আমরা আস্তে আস্তে অর্জন করার চেষ্টা করতে পারি।

তো এস বি আর টুডে কিভাবে দায়ী তা কিন্তু এখনো বুঝা যায় নি। হ্যাঁ তাই বলছি। লেখালেখি একপ্রকার ভুলেই গিয়েছিলাম। পরে একসময় যখন এস বির সন্ধান পেলাম তখন আবার লেখার ইচ্ছেটা নিজের ভিতর প্রবলভাবে অনুভব করি। সেই থেকে একটু একটু লিখতে লিখতে এস এস বি আর টুডের অবদানে মা শা আল্লাহ একটি বই বের হয়েছে, আরও দুটির কাজ চলছে। মাঝে মাঝে পত্রিকাতেও লেখা চলে আসে। আমি মনে করি এটা অবশ্যই এস বি আর টুডে এর অবদান। তাই বলছিলাম ব্লগই দায়ী। আর ওখানে পুরো নামেই লেখা হয়। তাই ভাবলাম এখানেও পুরো নামটাই ব্যবহার করা উচিত।

আর এই নাম পরিবর্তন নিয়ে পোষ্ট দেয়ার কারণ হল, এস বি আর টুডে এর অবদানে অনেক অনেক ব্লগারের সাথে বন্ধুত্ব হয়েছে, তাদের সাথে চেনা জানা থাকা, আবারও যোগাযোগ ঠিক রাখা। তাদের সাথে আগের মত আড্ডা গল্প আর মন্তব্য প্রতিমন্তব্য ইত্যাদির মাধ্যমে মেতে থাকা।

আশা করি সবাই ভাল ভাবেই নিবেন বিষয়টি। আর সময় সুযোগ হলে এ নিয়ে একটি আড্ডার আয়োজনও হয়ত করে ফেলতে পারি। সবাইকে ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১৩৪৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216070
০১ মে ২০১৪ বিকাল ০৫:২৯
প্রবাসী আশরাফ লিখেছেন : ধন্যবাদ পূনপরিচিত করনে। আসলে আপনার ক্ষুরধার লেখা পড়েই অনেকে আপনাকে চিনে নেবে।তার পরেও এই পোষ্টটির প্রয়োজন ছিল। আমরা যারা হাবিবুল্লাহ ভাইকে চিনতাম তারা হয়তো বিভ্রান্ত হতার খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ নাম দেখে। এখন আশা করি পরিচিত অনেকেই চিনে নিবে সহজেই।
Rose
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
164274
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : প্রবাসী আশরাফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
216081
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
ফেরারী মন লিখেছেন : ধন্যবাদ। সুন্দর নাম আপনার মাশাল্লাহ। সুন্দরভাবে ব্লগিং করুন ।
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২২
164313
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ ফেরারী মন।
216120
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : পূর্ণ নামে স্বাগতম।
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
164314
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ লোকমান ভাই।
216121
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আল্-হাম্-দুলিল্লাহ ! আপনার মত গুনি লোকের সাথে ব্লগিং করে আমি নিজেকে ধন্য মনে করি । জাজাকাল্লাহু খায়রান।
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
164315
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : অনেক শুকরিয়া। যাজাকাল্লাহু খায়রান।
216128
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২১
ইমরান ভাই লিখেছেন : আশাকরি নামের মত বেদআত কেও পরিত‍্যাগ করবেন। কোরআন ও সহিহ হাদীস কে আকড়ে ধরবেন ইনশাআল্লাহ
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
164316
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : দোয়া করবেন যেন সেই মতে চলতে পারি। ধন্যবাদ।
216145
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পুর্ন নামে পুর্ন স্বাগতম।
০১ মে ২০১৪ রাত ০৯:৪০
164369
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
216152
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
প্যারিস থেকে আমি লিখেছেন : শুভেচ্ছা স্বাগতম
হাবিবুল্লাহ ভাইয়ের খন্দকার হয়ে আগমন।
০১ মে ২০১৪ রাত ০৯:৪০
164370
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File