ছাত্রদলের নেতৃ্ত্ব নিয়মিত ছাত্রদের হাতে তুলে দেওয়া হোক....
লিখেছেন লিখেছেন জিয়া সৈনিক ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:০৯:৪৭ বিকাল
নিয়মিত ছাত্রদের ছাত্রদলের নেতৃত্বে আনতে হবে বুড়া,অছাত্র,ব্যাবসায়ী,চাকরিজীবীদের দিয়ে ছাত্রনেতৃ্ত্ব চললে ছাত্রদল কখনই তার অভীষ্ট লক্ষ্যে পৌছাইতে পারবেনা......বয়স নির্দিষ্ট করে দিতে হবে যে ২৮-৩০ এর উপরে কেউ ছাত্রদলে থাকতে পারবেনা...... আমরা কি ভুলে গেছি ছাত্রনেতাদের অতীত আন্দোলন সংগ্রামের ইতিহাস?আমরা কি ভুলে গেছি দেশ গঠনে তাদের ভুমিকার কথা??আমরা কি ভুলে গেছি দেশের ক্রান্তি লগ্নে তাদের অবদানের কথা???......তবে আজ কেন এই চুপ করে বসে থাকা???......কারন আমরা পারিনি নিয়মিত ছাত্রদের হাতে ছাত্র নেতৃ্ত্ব চুলে দিতে......আমরা পারিনি ছাত্রদলকে বুড়া,অছাত্র,ব্যাবসায়ী,চাকরিজীবী মুক্ত করতে......ইনসাআল্লাহ আজকে থেকে ছাত্রদলের নেতৃ্ত্ব নিয়মিত ছাত্রদের হাতে তুলে দেওয়ার জন্য আন্দোলন শুরু করলাম,সবার সহযাগিতা আশা করছি......আমাদের মনে রাখতে হবে ছাত্রসমাজকে উপেক্ষা করে কোন আন্দোলনে সফল হওয়া সম্ভব না.........দেশের এই দুঃসমইয়ে অবশ্যই ছাত্রসমাজকে আবার জেগে উঠতে হবে দেশগঠনের প্রেরণায়......যার জন্য সবার আগে দরকার নিয়মিত ছাত্রদের হাতে ছাত্র নেতৃ্ত্ব তুলে দেওয়া........
বিষয়: বিবিধ
৮৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন