রহস্যজট খোলেনি ? বার বার জজ মিয়া নাটক ।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:০৫:৫১ বিকাল
শেয়ারবাজার, রেলওয়ে, কুইক রেন্টাল বিদ্যুত্, ডেসটিনি, হলমার্ক কেলেঙ্কারির মতো সংঘবদ্ধ লুটপাটের কথা আলোচনা থেকে উধাও [/b
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2601/muhon/32822#.UwR67YVbDRY
[b]নাশকতার গোয়েবলসীয় অভিযোগের খোঁজ-খবর নিতে গিয়ে দেখা যায়, সরকারি দলের অংগ-সংগঠনের নেতা কর্মীরাই এসবের সাথে জড়িত।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2601/muhon/34347#.UwR7PIVbDRY
আগ্রাসনই আসল উদ্দেশ্য। হুজি জঙ্গিরা ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা ভুয়া কাহিনী
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2601/muhon/32751#.UwR7doVbDRY
পিলখানার আর্তনাদকে হত্যা করছি বার বার .....
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2601/muhon/30333#.UwR8JIVbDRY
সাগর-রুনি হত্যার দুই বছর পূর্ণ। বিচার হয়নি। তদন্তের ফল শূন্য।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2601/muhon/38327#.UwR8zIVbDRY
ভোটার নাই , লাইনে রাজহাস দাড়িয়ে আছে। বিপুল ভোটে জনগণ বিজয়ী।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2601/muhon/35404#.UwR8pIVbDRY
সাঁথিয়ায় সরকারদলীয়দের তাণ্ডব : ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের নারীদের প্রশ্ন ।মন্ত্রীরা কোনো জবাব দিতে পারেননি।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2601/muhon/30463#.UwR9AYVbDRY
সাতক্ষীরায় যৌথবাহিনীর খবর প্রচারিত হচ্ছে না। ভয়াবহ ঘটনা থামছে না ।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2601/muhon/34453#.UwR9JoVbDRY
লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের যে ঘটনা ঘটেছে, তা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও সাজানো নাটক।
চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটের রিপোর্ট - আহত ছাত্রদের একজনের শরীরেও গ্রেনেড বা বোমায় ব্যবহার করা কোন উপাদান মেলেনি।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2601/muhon/28526#.UwR9oIVbDRY
হত্যাযজ্ঞ শুরু না কি শেষ ? ৫০০ এর অধিক কোরানে হাফিজ কে হত্যা করা কি মানবতা ? বিশ্বের কাছে আমাদের কি পরিচয় হবে ?
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2601/muhon/14630#.UwR_e4VbDRY
বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বাজার চলে যাচ্ছে ভারতের হাতে। সেই সাথে বাংলাদেশ ভারতীয় পণ্যের কলোনীতে পরিণত হচ্ছে।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2601/muhon/20564#.UwR__4VbDRY
সাভারে এরা কি সবাই এক সাথে মিছিল করে তাদের জিনিসপত্র আনতে গিয়েছিল ?
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2601/muhon/12983#.UwR-TYVbDRY
বিশাল মার্কেট ধসে পরলেও ওই মার্কেট থেকে কাপড় বদলানো যায় -- প্রমান আমাদের রেশমা !!!
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2601/muhon/15702#.UwR-1IVbDRY
জনগণকে ধোকা দিয়ে আন্দোলনে অন্য দিকে নিয়ে যাবার পায়তারা।আল কায়দা এই সব বক্তব্য দিলে তারা তাদের ওয়েব সাইডে ও প্রকাশ করে।কিন্তু কোথাও নাই। পরিকল্পিত ভাবে জাতির সাথে প্রতারণা।
বাংলাদেশের ভিতরে এবং বাহিরের অপশক্তির হীন মানসিকতার কাজ।
আল-জাওয়াহিরির নাম ও ছবিসহ ভিডিও বার্তাটি ইন্টারনেটে প্রচারিত হচ্ছে। সেটা ভুয়া , মিথ্যা। ডাবিং করা নাটক।
প্রায় ১৫ মিনিটের এই ভিডিও বার্তাটির শুরুতে বাংলাদেশে হেফাজত ইসলামের মতিঝিলে কর্মসূচি পালন, পুলিশের অ্যাকশন এবং কিছু লাশের ভিডিও ক্লিপ জুড়ে দেওয়া হযেছে। এছাড়া আল জাওয়াহিরির ছবি সম্বলিত অডিও জুড়ে দিয়ে এই কথিত ভিডিও বার্তাটি তৈরি করা হয়েছে।
মিথ্যা এই বার্তাটি যারা ইউটিউবে প্রকাশ করেছে তারা বাংলাদেশ কে বিশ্বের কাছে জঙ্গি রাষ্ট্র প্রচার করতে চায়।
মনগড়া তথ্য দিয়ে গণমাধ্যমগুলো বাংলাদেশের মানুষকে আল কায়দা ‘ভয়’ দেখায়।প্রশ্ন উঠেছে, বাংলাদেশের গণমাধ্য মগুলোর এই মতলবি প্রতিবেদন বার বার প্রকাশের কারণ কী?
কথিত অডিও বার্তাটি আল কায়দা বা জাওয়াহিরির কিনা তা নিয়ে জোরালো প্রশ্ন উঠলেও বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমেই এ নিয়ে রীতিমত ‘তোলপাড়’ চলছে।
বিষয়টিকে এমনভাবে উপস্থাপনা করা হচ্ছে যেন ভিডিওটি গতকালই পোস্ট করা হয়েছে এবং এটি নিয়ে কোনো সন্দেহই নেই।
তবে প্রকৃত ঘটনা কি ?
প্রথমত, এটা আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরির ভিডিও হলে পশ্চিমা দুনিয়ায় ঝড় সৃষ্টি হতো। আমেরিকাসহ পাশ্চাত্যের অনেক গোয়েন্দা ও বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠান আছে যারা এই আন্তর্জাতিক উগ্র সংগঠনটির গতিবিধির ওপর কড়া নজর রাখে, প্রতিদিন, প্রতি মুহূর্তে।সত্যাসত্য নিয়ে নিশ্চিত হতে না পারায় সেই সব সংবাদটি আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ করা হয়নি।
হাজার হাজার ঘটনা এখনো বাকি ?
আল কায়দা প্রধান কোনো বিবৃতি দিলে নানা পন্থায় সেটার সত্যাসত্য যাচাই করা হয় ত্বরিতগতিতে এবং পাশ্চাত্যের গণমাধ্যমে তা ফলাও করে প্রচার করা হয়। হোক তা যুক্তরাষ্ট্রের কোনো ব্যাপারে কিংবা আরব জাহানের কোনো ইস্যুতে। এক্ষেত্রে এতো দীর্ঘ একটি বিবৃতি নিয়ে পশ্চিমা দুনিয়া কোনো খবরই পেল না, আর সব জেনে ফেলল বাংলাদেশের মিডিয়া।
সমপ্রতি আল-কায়েদার অডিও বার্তা প্রচার নিয়ে ড. হাছান মাহমুদ বলেছেন, আমি মনে করি এটা আল-কায়েদার পক্ষ থেকে জাওয়াহিরি দিয়েছেন।
তিনি বলেন, যত দূর জানি অডিও বার্তাটি যুক্তরাষ্ট্রের এরিজোনা অঙ্গরাজ্য থেকে বেরিয়েছে। তবে আমি মনে করি, এটা জাওয়াহিরি-ই দিয়েছেন।
মঙ্গলবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তাহলে আমেরিকা কি বসে আছে ?
কয়েকমাস পূর্বে এই কথিত অডিও বার্তা আপলোড হয়েছিল আমেরিকার আরিজোনা থেকে। সরকারী প্রতিষ্ঠান বিটিআরসি বিষয়টি কনফার্ম করেছিল। কয়েকমাস আগে আপলোড হওয়া সেই বার্তা নিয়ে তত কালীন সরকার ও মিডিয়াকে তেমন কোন কথা বলতে দেখা যায়নি কেন ? তাহলে কি পরিকল্পিত নাটক নয় কি ?
এটা আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরির ভিডিও হলে পশ্চিমা দুনিয়ায় ঝড় সৃষ্টি হতো।
ভিডিও বার্তা ছড়ানোর অভিযোগ : টাঙ্গাইল থেকে রাসেল গ্রেফতার : আল কায়দার ভিডিও বার্তা ৩০ নভেম্বর প্রথম প্রচার হয় : র্যাব
জাওয়াহিরির কথিত বার্তাটি যুক্তরাষ্ট্র থেকে ইন্টারনেটে ছাড়া হয় বলে সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জানায়। বিটিআরসি জানায়, জিহাদোলজি নামের ওই সাইটটিতে জাওয়াহিরির আরো অনেক ধরনের বার্তা থাকায় তা সম্পূর্ণভাবে বন্ধ করা হয়। ফলে দেশ থেকে এখন আর কেউ ওই ওয়েবসাইটটিতে ঢুকতে পারবে না।
তবে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে দাবি করেন, জাওয়াহিরির ভিডিও ইন্টারনেটে প্রচারের মূলে রয়েছেন রাসেল।অডিওতে প্রচারিত বার্তা জাওয়াহিরির কণ্ঠের কিনা জানতে চাইলে এই র্যাব কর্মকর্তা বলেন, ‘র্যাব এ ব্যাপারে নিশ্চিত নয়। র্যাব বিষয়টি তদন্ত করে দেখছে।
সাগর রুনি সহ শত শত গুম স্পর্শ কাতর বিষয় গুলোর মামলার কুল কিনারা করতে পারে না , কিন্তু ওই সাইটটিতে বের করে ফেলল মাত্র কয়েক ঘন্টায় ?
রানা প্লাজা থেকে রেশমা কারিশমা তো এখন তালেবান নাটকে রুপান্তরিত হচ্ছে ।
জাওয়াহিরির বক্তব্য প্রচারিত সাইট আল কায়দার নয়’
যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যামিরেটাস ড. জিল্লুর রহমান খান বলেছেন, আয়মান আল জাওয়াহিরি বক্তব্য যে ওয়েব সাইটে দেয়া হয়েছে তা আল কায়দার কোনো সাইট নয়। এমনকি এটি আল কায়দার কোন কাছাকাছি সাইটও না। তিনি বেসরকারি টেলিভিশন একাত্তোরের টকশোতে অংশ নিয়ে একথা বলেন।
আল কায়েদা প্রধান জাওয়াহিরি নামে বাংলাদেশ নিয়ে প্রচারিত কথিত ভিডিও বার্তাটি আরো আড়াই মাস আগেই দেশের কিছু অখ্যাত অনলাইন পত্রিকা প্রকাশ করেছিল।
আল কায়েদা প্রধান জাওয়াহিরি নামে বাংলাদেশ নিয়ে প্রচারিত কথিত ভিডিও বার্তাটি আরো আড়াই মাস আগেই দেশের কিছু অখ্যাত অনলাইন পত্রিকা প্রকাশ করেছিল। আল কায়েদার কোন বার্তা হলে তা মুহুর্তেই মধ্যে বিশ্ব মিডিয়ায় স্থান পায়। কিন্তু কথিত ভিডিও বার্তাটি নিয়ে বিশ্ব মিডিয়ায় তখন কোন রিপোর্ট প্রচারিত হয়নি। তাছাড়া দীর্ঘ আড়াই মাস আগের কথিত ভিডিও বার্তাটির কোন তথ্যসূত্র কিংবা প্রকাশের স্থান ও সময় উল্লেখ না করে বাংলাদেশের কিছু মিডিয়ায় বড় করে প্রচার করে ।
এই ব্লগের লিখায় কয়েকটা লিঙ্কের বিষয় গুলো যেন অন্ধকার। একটা একটা বিষয় কে আড়াল করতে অনেক জজ মিয়াকে আসামী করা হবে।
বিষয়: বিবিধ
১৯৬১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তারা সবাই সরকারের অপপ্রচারকে খণ্ডন করেছেন। তারপর থেকে আল কায়দা তো স্বয়ং বলেছে যে এই ভিডিওর সঙ্গে তার সংস্থার কোনো সম্পর্ক নেই। অবশ্য সাধারণ মানুষও সরকারের অপপ্রচারে কান দেয়নি। তারা সন্দেহ করছে র’কে। এটা একটা স্বাভাবিক ব্যাপার।
মন্তব্য করতে লগইন করুন