দেয়ালে পিঠ গেছে ঠেকে..
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ জানুয়ারি, ২০১৪, ০৩:০৮:৫৩ দুপুর
বাড়ছে দিনে ভয়
কি যানি কি হয়
হামলা হোক মামলা হোক
গুম যেন নয়।
চলতে ফিরতে শংকা
যাচ্ছি নাতো লংকা
সীতার ঘরে রাবন হানা
দেবার খুব আসংকা।
হচ্ছে এসব কি!
কিসের রাজনীতি
কার জন্য করছ এমন
ধ্বংসলীলা প্রীতি।
ছাড়লে এবার ছাড়
নইলে ধরব ঘাড়
খুব হয়েছে প্রেম পিরিতি
অধীকার রক্ষার।
বিষয়: বিবিধ
১১১০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সে তো থাকে লংকায় !
সীতা আছে রামের হাতে
রইবেন না আশংকায়
রাষ্ট্রযন্ত্রে বাকশালী ডংকা
মন্তব্য করতে লগইন করুন