হায় হ্যালো লাশ ফেলো
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ অক্টোবর, ২০১৩, ০৭:০৫:০৩ সন্ধ্যা
লাল ফোন ডেড ছিল কল করে হয়রান
সকাল দুপুর তোমার জন্য উথালা পয়রান
শেষমেশ কি করি মোবাইলে ভরসা
হাই হ্যালো বলার আগেই নেমে এলো বরষা
কে চোর কে ডাকাত কে আছে খুনি রাজ
টক শো জমে গেল আছে যারা দলবাজ
তুমি আমি অনড় আছি দেখি কত লাশ যায়
কেউ মারছে কেউ মরছে আমরা কেন নেব দায়
রাজধানী ভাগ হলো বাকী রইল দেশটা
চলো এবার করা যাক দেশ ভাগের চেষ্টা
একভাগে তুমি আর অন্য ভাগে আমি
ছাগল ভরা দেশটা আমার সোনার জন্মভুমি
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন