হে ঘুমন্ত মানুষ!!!
লিখেছেন লিখেছেন বিশ্বাসী হৃদয় ৩০ অক্টোবর, ২০১৩, ০৭:০৩:২০ সন্ধ্যা
আমাদের জেগে ওঠার সময় এখনি।এখন যদি আমরা না জাগি,তবে সামনে যে পরিস্থিতি আসবে তার মোকাবেলা করার ক্ষমতা আমাদের থাকবেনা।এর ফল শুধু তথাকথিত রাজনৈতিক ব্যাক্তিত্বই করবে তা নয়,বরং সকল সাধারন মানুষকেউ এর ফল ভোগ করতে হবে।তাই একটু চোখ কান খোলা রাখা দরকার,কে কি করছে তা ভালোভাবে পর্যবেক্ষন করে সিদ্ধান্ত নেয়া দরকার। কারো অভিনয় দেখে আমরা যেন তার প্রকৃত চেহারা না ভুলে যায়। দেশের ভবিষ্যত হিসেবে আমাদের হতে হবে অনেক বেশী বিচক্ষন।আর একটি কথা না বললেই না।অনেকে মনে করেন,"যা হচ্ছে হোক, আমার কি?" আমাদের এই মনোভাবের কারনেই জালিমরা এত বেশী অন্যায়ের সুযোগ পাচ্ছে।আজ অন্যায়ের প্রতিবাদ যদি না করি কিংবা এতে যদি আমাদের কোন স্ট্যান্ড না থাকে এ ওজরে যে "আমাদের কথাই কি কোন কাজ হবে?" তবে কিন্তু আমাদেরও একদিন জবাবদিহি করতে হবে। জাতির,আমাদের মত তরুনরাই সবসময় পরিবর্তন এনেছে।আমরাও পারি জাতিকে এ চরম অবস্থা থেকে পরিত্রান দিতে।না দিতে পারলেও অন্তত নিজের দায়িত্বপালনে চেষ্টা করেছি এই শান্তনাটুকু থাকবে।তাই জাতির এই ক্রান্তি লগ্নে সকলকেই অনেক বেশী সচেতন হয়ে অন্যায়ের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে জনমত গঠন করতে হবে।
আমাদের মত শিক্ষিত মানুষরা যেনো কোন অপপ্রচারের দ্বারা প্রভাবিত না হই,প্রতিটি ঘটনার পেছনের ঘটনা কি তা যেনে যুক্তি দিয়ে পরিস্থিতির বিচার করতে হবে।অন্ধভাবে কারো পাতানো ফাদে পা দেয়া যাবেনা। জেগে উঠতে হবে সকলকে।
তাই জাগো,ঘুমন্ত শার্দুল,জাগো!!!
এই মুহুর্তে এই গানের চেয়ে উপযোগী কথা পেলাম না।
হে ঘুমন্ত মানুষ! জাগো!
ওঠো!!দাড়াও!
তারপর সম্মুখে তাকাও,
বিপ্লব তোমাকে ডাকে।
এ সমাজ যত হয় ধর্মবিহীন,
অন্যায় জুলুমের হয় যে অধীন,
অনাহার হাহাকার ক্রমশ বাড়ে,
স্বাধীনতা কাঁদে আজ জীর্ণহারে।
তাই মুক্তি চাও,তাই শান্তি চাও,
তাই জোট বাঁধো,যাও সামনে যাও,
অন্যায় রুখে দাও, সময় হাকে!
বিপ্লব তোমাকে ডাকে!!!!!
বিষয়: বিবিধ
১২৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন