স্বাধীনতার স্বাদটা কেমন??
লিখেছেন লিখেছেন বিশ্বাসী হৃদয় ১৬ ডিসেম্বর, ২০১৩, ০৭:৪৪:১৩ সন্ধ্যা
কিছু একটা লেখা দরকার মনে করে কম্পিউটার এর সামনে বসেছি।মনটা খুব বেশী ভালোনাই। কি লিখব বুঝতে পারছিনা।
আজ ১৬ই ডিসেম্বর,বিজয় দিবস। এটা ভেবে গতকাল রাতে ভাবলাম কাল কয়েকজন মিলে একসাথে দুপুরে খাওয়া-দাওয়া করি।তার প্রস্তুতিও নিয়ে ফেললাম।সবাইকে জানানো হলো।মোটামোটি সবাই উপস্থিতও হলো।কিন্তু এতো আয়োজনের ভিড়ে আমি ভুলেই গিয়েছিলাম যে এ স্বাধীনতাতো আমাদের জন্য না।আমরাতো এখনো স্বাধীন হতে পারিনি।তাই দুপুরের খাবারটা যে যার নিজ নিজ বাসাতেই খেয়েছি।
স্বাধীনতার মানে কি এই যে একটি নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী মানুষরাই শুধু বেচে থাকবে?স্বাধীনতার মানে কি অন্য কোন মতের মানুষ তাদের মত থাকতে পারবেনা? স্বাধীনতার মানে কি প্রত্যেকটা মুহুর্তে এক অজানা ভয়ে ভীত হয়ে থাকা? স্বাধীনতার মানে কি বিনা অপরাধে ফাঁসির শাস্তি পাওয়া?
ওরা যদি লাফালাফি করে,নেচে গেয়ে,মঙ্গল শোভাযাত্রা করে বিজয়দিবস পালন করতে পারে,আমরা কবে পারবো আমার আদর্শ দিয়ে সাজানো কোন আয়োজন যা দিয়ে আমি আমার বিজয় উদযাপন করবো?
জানিনা কবে পাবো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা।আর কত রক্ত দিতে হবে,আর কত জীবন দিতে হবে,আর কত বোনকে হতে হবে ভাইহারা,আর কত সন্তানকে হতে হবে বাবাহারা? কে দেবে এসব প্রশ্নের উত্তর??
স্বাধীনতার স্বাদ কেমন আপনারা বলতে পারেন!!??
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন