একজন সাধারণ অপরাধীর থেকে জাতির জন্য অনেক বেশী ক্ষতির কারণ দলবাজ পুলিশ-RAB বা প্রশাসন।

লিখেছেন লিখেছেন শিশিরবাবু ১৬ ডিসেম্বর, ২০১৩, ০৭:৫৯:২২ সন্ধ্যা

একজন সাধারণ আউট ল নাগরিক থেকে জাতির জন্য অনেক বেশী ক্ষতিকর ও আশংকার কারণ হল আইন-শৃংখলা বাহিনী এবং জনপ্রশাসনের দলবাজ কর্মকর্তা, কর্মচারী। আমাদের দেশে পুলিশ বা প্রশাসনের দলীয়করণ ধারাবাহিক ভাবে বহু বছর ধরেই হচ্ছে। কিন্তু বর্তমান আওয়ামী সরকারের আমলে এই দলীয়করণ সীমাহীন চরিত্র পেয়েছে। আজ যখন সমগ্র জাতি একটি সুষ্ঠ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দাবী করছে তখন আমরা এই দলবাজ প্রশাসন ও বাহিনীগুলোকে দেখছি গণমানুষের উপর হিংস্রতা নিয়ে ঝাপিয়ে পড়তে। এরা পেশাগত দায়িত্বশীলতা, আইন, নীতি-নৈতিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিকতা ইত্যাদি কোন কিছুরই তোয়াক্কা করছে না। অন্ধ দলীয় আনুগত্য নিয়ে আখের গোছাতে ব্যস্ত। দুর্ণীতি এদের অণু পরমাণুতে মিশে আছে। এরা চোর- ডাকাতের বন্ধু আর ভাল মানুষের প্রতি মারমুখী। যেখানে উচিত ছিল এই গণ বিরোধী, নৈতিক দৃষ্টিকোণ থেকে অবৈধ স্বৈরাচার সরকারকে অসহযোগিতা প্রদর্শনের, সেখানে এরা তোষামদ এবং সরকার দলীয় লোকদের বেআইনী সুবিধা প্রদান করছে। দেশকে এগিয়ে নিতে হলে আমাদের একটি দলীয় প্রভাব মুক্ত, পেশাদার, সৎ আইন- শৃংখলা বাহিনী ও জনপ্রশাসন অত্যাবশ্যক।

বিষয়: বিবিধ

১৩৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File