কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হল। কিন্তু 'যুদ্ধাপরাধী"র বিচার কি হল?

লিখেছেন লিখেছেন শিশিরবাবু ১৩ ডিসেম্বর, ২০১৩, ০৩:৩২:০৬ দুপুর

কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হল। কিন্তু 'যুদ্ধাপরাধী"র বিচার কি হল? আমার বুঝে আসে না, ২৬ মার্চ, যখন আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে ঠিক বলা যাবে না, সে সময়ের অবাংগালীদের মাধ্যমে একটি পারিবারিক হত্যাকান্ডে কাদের মোল্লার সংযোগের কি মোটিভ থাকতে পারে? আমরা আসলে কি যুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার করলাম, না কি একটি বর্বর রাজনৈতিক প্রতিহিংসার জন্ম দিলাম?

আওয়ামী-বাম বলয়ের কথাবার্তা, মিডিয়া প্রপোগান্ডা প্রচন্ড রকম বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বিদ্বেষী। এরা জামায়াত- শিবিরের ব্যাপারে ১০০% অনিরেপক্ষ। এটা তারা প্রকাশ্যেই ঘোষণা দেয়। সুতরাং জামায়াত- শিবিরের ব্যাপারে আওয়ামী-বাম বলয় থেকে কোন সত্যনিষ্ট, পক্ষপাতমুক্ত রিপোর্ট বা আচরণ আশা করা যায় না। মিথ্যা মামলা, সাক্ষ্য, তথ্য! দিয়ে জামায়াত- শিবিরকে পর্যদূস্ত ও নির্মূল করার প্রচেষ্টা তাদের পক্ষে স্বাভাবিক। ১৯৭১ সালের যুদ্ধাপরাধ কিংবা মানবতা বিরোধী অপরাধে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিচার আওয়ামী-বাম বলয়ের তত্ত্বাবধানে সুষ্ঠ ও ন্যায়নিষ্ঠ হওয়ার সম্ভবনা একেবারই নাই। তাই প্রথম থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়কে সরাসরি যুক্ত করা উচিত ছিল। যুদ্ধাপরাধ কিংবা মানবতা বিরোধী অপরাধ বিষয়ক আন্তর্জাতিক আদালতের সাহায্য নেওয়া যেত। কিন্তু বর্তমান সরকার সে উচিত কাজটি করে নাই। ফলে এই বিষয়ে আওয়ামী সরকারের গঠিত আদালত যতটি রায় দিবে কোনটিই বিশ্বাসযোগ্যতা পাবে না।

বিষয়: বিবিধ

১৩২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File