___________ছড়া রুখবে স্বৈরাচার-১১_____________ ___________@কেন এত ভয় পাস?@_____________
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৩ ডিসেম্বর, ২০১৩, ০৩:২৪:৪২ দুপুর
মৃত কাদের মোল্লাকে কেন এত ভয় পাস?
স্বজন হারা
সুজন যারা
মানব ওরা
দানব তোরা
এক পলক দিলিনা তাদের দেখতে লাশ।
দেখলে ওরা বাবার লাশ হত কি সর্বনাশ?
কাঁদল কারা
হাসল তারা
যাদের সাড়া
আরশ পাড়া
মৃত কাদের মোল্লাকে কেন এত ভয় পাস?
বিষয়: সাহিত্য
১৩৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন