শহীদ আবদুল মালেক কে নিবেদন করে কবি ফররুখ , কবি আল-মাহমুদ এবং কবি মল্লিকের কবিতা
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৮ আগস্ট, ২০১৪, ০৩:০২:৫১ দুপুর
এক.
ইসলামী রেনেসোর কবি ফররুখ আহমদ লিখেছেনঃ
যে ছিল জীবন তার
কুটচক্রে বাতেল পন্থীর
সত্যের সৈনিক সেই
মৃত্যুহীন সেই বীর দিলের।
.
মুখে যার ছিল হাসি
বুকে যার প্রজ্বল ঈমান
তরুণ শহীদ সেই
ছিল তবু কামিল ইনসান।
.
দুঃখে বেদনায় দীপ্ত
সুমধুর তার জিন্দেগানি
আখেরি নবীর পথে
হয়েছিল প্রদীপ্ত নূরানী।
.
ইবলিসের ষড়যন্ত্রে
নিভে গেল অকালে যে প্রাণ
জান্নাতের ফুল হয়ে
ফুটেছে সে এখন অম্লান।
.
[শহীদ অাব্দুল মালেকঃ ফররুখ আহমদ]
দুই. জীবনানন্দ পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি আল-মাহমুদের নিবেদনঃ
কোনদিন আমি দেখবো কি কোনোকালে
সেই মুখ সেই আলোকোজ্জ্বল রূপ?
এই দুনিয়ায় কিম্বা পেরিয়ে গিয়ে
মোহের পর্দা হায়াতের পর্দাকে
.
দেখবো নবীকে, আল্লাহর শেষ নবী
আছেন সেখানে, হ্রদটির কাছে তাঁর
স্ফটিকের মত স্বচ্ছ অমৃত জলে
ছায়া পড়ে যেনো ধরে নাম, কাওসার।
.
মোহাম্মদ-এ নামেই বাতাস বয়,
মোহাম্মদ এ শব্দে জুড়ায় দেহ,
মোহাম্মদ-এ প্রেমেই আল্লা খুশী
দোজখ বুজিবা নিভে যায় এই নামে।
.
ঐ নামে কত নিপীড়িত তোলে মাথা
কত মাথা দেয় শহীদেরা নির্ভয়ে
রক্তের সীমা, বর্ণের সীমা ভেঙে
মানুষেরা হয় সীমাহীন ইয়াসীন।
.
এই নামে ফোটে হৃদয়ে গোলাপ কলি
যেন অদৃশ্য গন্ধে মাতাল মন,
যেন ঘনঘোর আঁধার আলোর কলি
অকুল পাথারে আল্লার আয়োজন।
.
[ আলোকজ্জল মুখঃ আল- মাহমুদ]
তিনঃ তেজদীপ্ত প্রেরণার এই অসাধারন কবিতাটি লিখেছিলেন ইসলামী সাংস্কৃতিক আণ্দোলনের অগ্রদূত কবি মতিউর রহমান মল্লিকঃ
মালেক মালেক শহীদ মালেক
চেতনা সন্দীপন
মনে মনান্তে কলকল রোল
সহসা উজ্জীবন।
অতল সুপ্তি ভাঙো যেন তুমি
ডাহুকের দৃঢ় ডাক
রাতের কুহেলী ভেদ করো যেন
চেনা নকীবের হাঁক।
.
মালেক মালেক শহীদ মালেক
জীবনের মৌসুম
উপলব্ধির সিঁড়ি বেয়ে ওঠা
প্রহরী দিলীর
সৈনিক নির্ঘুম।
.
মালেক মালেক শহীদ মালেক
উচ্ছল প্রান্তর
জিন্দেগানীর উতরোল ঢেউ
মরু সাইমুম ঝড়
ঘূর্ণিবানের প্রবল সাহস
বজ্র মুঠির ক্ষোভ
মিছিলের তীরে সূর্যোদয়
ফেটে পড়া বিক্ষোভ।
.
মালেক মালেক শহীদ মালেক
আগুনের লাল চোখ
অত্যাচারীর বক্ষ ভাণ্ডার
দুর্লভ এক দু’ধারী
মহান লোক।
.
মালেক মালেক শহীদ মালেক
উদ্দাম গতিবেগ
পৃথিবী কাঁপানো দুপ্ত আবেগ
শোষকের উদ্বেগ
বিপ্লবী বীর তেজ শমশীর
প্রদ্যোত প্রোজ্জ্বল
উঁচু ইতিহাস অনুপ্রেরণার
অম্লান অবিচল।
.
মালেক মালেক শহীদ মালেক
আমাদের সেনাপতি
ঘন দুর্যোগে শত দুর্ভোগে
নির্ভীক এক
চির অবিকল
ভাস্বর সভাপতি।
.
[শহীদ মালেকঃ মতিউর রহমান মল্লিক]
কবি মল্লিক নিবেদিত আরেকটি কবিতাঃ
.
তোমাকে গিয়েছি ভুলে তাই
কপাল পুড়েছে দেখো কতটা
মেঘে মেঘে ঢাকে পরাভব
ফাঁকা ফাঁকা যাও ছিল যতটা।
.
স্বার্থকে বড় করে দেখে
তোমাকেও বাদ রাখি যতনে
ইতিহাস চলি পায়ে পিষে
বড় বড় বুলি শুধু কথনে।
.
শহীদের খুন ঝরা পথ
স্বীকার করি না আজ বুঝেও
লালসার লকলকে জিব
সত্য দেখে না কভু খুঁজেও।
বিষয়: বিবিধ
২৬৭১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন