১৫ আগষ্ট, ইসলামী শিক্ষা দিবস, শহীদ আবদুল মালেক এবং কিছু ছবি ( এক্সক্লুসিভ ফটো কালেকশান/ ছবি ব্লগ)
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৫ আগস্ট, ২০১৪, ০৭:৫৪:৫৭ সন্ধ্যা
শহীদ আবদুল মালেক ক্ষনজন্মা এক প্রতিভার নাম। একাধারে তিনি ছিলেন প্রখর মেধাবী, নিরহংকার, বিনয়ী, ত্যাগী,মিষ্টভাষী, সঠিক নেতৃত্ব দানের দূর্লভ যোগ্যতার অধিকারী ও প্রেরনাদায়ী আবদুল মালেক। তিনি আমাদের প্রেরণার মধ্যমণি। যুগ থেকে যুগান্তরে হৃদয়ের ভালোবাসায় সিক্ত এক জীবন্ত কিংবদন্তী হয়ে বেঁচে আছেন, বেঁচে থাকবেন তিনি। নিচের ছবি এবং পোষ্টারগুলোতে ফুটে উঠেছে তাঁর সংগ্রামী জীবন ও জীবন দর্শনের চিত্রঃ
শিক্ষা দিবস উপলক্ষে তৈরী করা কিছু প্রোফাইল ও কভার ফটোঃ
১২ আগষ্ট ১৯৬৯ তাঁকে আঘাত করার চিত্রঃ
চিকীৎসা রত অবস্শাহায় এবং শাহাদাতের পর তোলা ছবিঃ
শেখ মুজিবুর রহমানের শোক প্রকাশঃ
শাহাদাতের কিছু দিন পূর্বে লেখা চিঠিঃ
শহীদ আবদুল মালেক যে আদর্শিক শিক্ষা ব্যবস্হার কথা বলতে গিয়ে জীবন দিয়েছেন- সে শিক্ষা ব্যবস্হা নিয়ে তৈরী করা কিছু পোষ্টারঃ
তাঁর ঐতিহাসিক বানী লিখিত কিছু পোষ্টারঃ
আরো কিছু পোষ্টারঃ
আরো কিছু পোষ্টার (ইংরেজী)
ইসলামী শিক্ষা ব্যবস্থা আজ এদেশের লক্ষ-কটি মানুষের স্বপ্ন। ১৯৬৯ সালের ১৫ই আগষ্ট দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আব্দুল মালেক ভাইযের মধ্য দিয়ে যে স্বপ্নের বীজ অঙ্কুরিত হয়েছিল তা আজ পরিণত হয়েছে বিশাল মহিরূহে। মালেক ভায়ের শাহাদতের চুয়াল্লিশ বছর পেরিয়ে আজকের বাংলাদেশে সম্ভাবনাময় প্রজন্মকে নিয়ে একটি পরিপূর্ণ ইসলামী শিক্ষা ব্যবস্থার স্বপ্ন আমরা দেখতেই পারি।
প্রিয় পাঠক! সাথে থাকার জন্যে অপনাকে অসংখ্য ধন্যবাদ।
আরো দুটি গুরুত্বপূর্ণ লিংকঃ
শহীদ আবদুল মালেক সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসুন
http://weeklysonarbangla.net/news_details.php?newsid=14623
”ইসলামী শিক্ষার অগ্রযাত্রায় কি কি সময়োপযোগী পদক্ষেপ নেওয়া যেতে পারে ?” দেখুন-
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/4947/fuad/51345#.U-4AOPmSwhk
বিষয়: বিবিধ
৮০৩৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো।জাযাকাল্লাহ খাইর।
আপনাকে সম্ভবত লাইটহাউসে ........
মন্তব্য করতে লগইন করুন