আমাকে আমি --------------- (কঠিনভাবে শাসালাম)

লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ২০ আগস্ট, ২০১৪, ০২:৩৭:২৩ দুপুর



প্রিয় ব্লগার "হতভাগা" ভাই এর এই স্পট ডিফেরেন্স - পোস্ট এ মন্তব্য দেখতে/পড়তে গেলাম। মন্তব্যে আরেক প্রিয় ব্লগার ‍"ইমরান ভাই" ভাইয়ার দেয়া লিংক এ যেয়ে দেখি....... দারুন এক ফটো-গেইম। ছবিটাও বেশ সুন্দর, আকর্ষনীয়, মনোরম পরিবেশে কিছু আই-ক্যাচিং সীন।

দেখলাম ছবিটা। Give me a clue বাটনটা দেখে ট্রাই করলাম। ভাবলাম ঠিক মতো যদি ধরতে না পারি ক্লু এর সাহয্য নেয়া যাবে...... মন্দ কি! তো শুরু করলাম অপারেশ্যন স্পট ডিটেক্ট! ৮ টা হুট করে ধরলাম, বাকি ২ টা কোন মতেই আমার এই খালি চোখে ধরা পড়ে না। মনে মনে বল্লাম...... যদি ইমরান ভাই ভাইয়ার মতো মোটা গ্লাসের চশমা থাকতো একটা ধরে ফেলতে পারতাম আমিও ওর মতো করে। Winking



যাইহোক...... আমি খোঁজতে থাকলাম বাকি ২টা অমিল স্পট। কারন আমার পরিপূর্ণ বিশ্বাস ছিলো যে এই ছবিটাতে ১০ টা অমিল স্পট আছেই আছে। না হলে সে এভাবে Spot the 10 differences বলে “দশটা স্পট” চিহ্নিত করতে বলতো না। আমি নিজেকে আরও বল্লাম....... “তোমার মনোযোগ এর ঘাটতি আছে বিধায় বাকি ২টা ধররতে পারতেছো না। আরও ভালো করে দেখ”।

কিন্তু মূল ঘটনাটা এখানে এসেই উপলব্ধি করলাম আমি..... নিজেকে বল্লাম। ............ “হায়, আফসোস!! ....... সাধারন একটা লেখার প্রতি তোমার এতই বিশ্বাস! যার লেখককে তুমি জানোইনা। যাকে বিশ্বাস করার মতো যথাযথ কোন প্রমানও নাই তোমার কাছে। আর সেওতো কখনও কোথাও এভাবে ঘোষণা দেয় নি যে সে কখনও মিথ্যা কথা বলে না, কিংবা ক্লেইম করে নাই যে তার ওয়েবসাইটে কোন রকম মিথ্যা ইনফরমেশ্যন নেই। অথবা সে দাবি করেনাই যে তার দেয়া তথ্যের সত্যতার ব্যাপারে সন্দেহ করা যাবে না। তবুও তার কথার প্রতি তোমার এতই অন্ধ(!) বিশ্বাস তৈরি হলো যে ১০টা পার্তক্ষ্য আছেই আছে? ..... রিয়্যেলি এ্যম্যেজিং ........... অথচ এমন একজন সত্তা আছেন যার মহত্ত্ব ও জ্ঞানের কোন সীমা নেই। যার নাজিলকৃত কিতাবের কোন অংশকেই সন্দেহ করার কোন চান্স নাই এবং তিনি সেটা স্পষ্ট করে বলেও দিয়েছেন, তাঁর রচিত সেই মহা গ্রন্থে’র শুরুতে। পৃথিবির শ্রেষ্ঠ জ্ঞানী/বিজ্ঞানীরাও সেই গ্রন্থের দোষ ক্রুটি কিংবা মডার্ন যোগের সাথে অসামঞ্জস্যতা বের করতে যেয়ে হাজার বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে/হচ্ছে এবং ভবিষ্যতেও ব্যর্থই হতে থাকবে। এমন একটি গ্রন্থের লেখার/দাবীর প্রতি কি তোমার এরকম প্রগাঢ় বিশ্বাস আছে?”

- আমার মন (মানে নাফ্স) বলে উঠলোঃ- অবশ্যই, আমিতো মুসলিম। সেই গ্রন্থ আল-কুর’আনের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে।

- আমি বল্লামঃ- তাহলে কুরআনে আল্লাহ’ সুবহানাহু ওয়াতা’আলা কত উপদেশ/পরামর্শ দিয়েছেন, আদেশ/নিষেধ করেছেন, তা তুমি কতটুকু মেনে চলো? এই যেমনঃ-

(وَالْعَصْرِ ﴿١﴾ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ ﴿٢﴾ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ) সময়ের কসম (করে আল্লাহ্ বলেছেন)। মানুষ আসলে বড়ই ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের। [১০৩:১-৩] ---------- তুমি কি এই আয়াত অনুযায়ী আমল করো? নাকি শুধু মুখে বিশ্বাসের কথা বলেই বসে থাকো?

(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ) হে ঈমান গ্রহণকারীগণ, যদি কোন ফাসেক তোমাদের কাছে কোন খবর নিয়ে আসে তাহলে তা অনুসন্ধান করে দেখ। এমন যেন না হয় যে, না জেনে শুনেই তোমরা কোন গোষ্ঠীর ক্ষতি করে বসবে এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে। [৪৯:৬] ----------- আর এ আয়াত কতটুকু প্র্যাক্টিস করো দৈনন্দিন জীবনে? নাকি কোন খবর পাইলে সত্য মিথ্যা যাচাই না করে টানাটানি/গালাগালি/ভিন্নমত পোষণকারীদেরকে অশালীন ভাষায় আক্রমণ করে বসো?

(وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ) সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। [৫:২] ---------- এটার ব্যাপারে কি আচরন তোমার? আল্লাহ’র শাস্তির ভয়াবহতাকে বিশ্বাস করলে কি “প্রভুর দিকনির্দেশনা বাদ দিয়ে নিজের ইচ্ছে মতো চলতা?”


- আমি আরও বল্লামঃ- “যাইহোক...... এখন থেকে চেষ্টা করো আগের “আমি-সব-জানি ও আমিই-সঠিক-পথে-আছি” মনোভাব ছেড়ে আল্লাহ’র প্রদত্ত সঠিক পদ্ধতি পরিপূর্ণভাবে জেনে/বুঝে/মেনে চলার চেষ্টা করো। অন্তত নিজেকে বাচানো যাবে প্লাস অন্যজনও নিরাপদ থাকবে তোমার অসতর্ক আচরণ থেকে।”

- আমার নাফ্স বল্লোঃ- “এই কথা কখন বল্লাম আমি? তুমি unnecessarily আমাকেই দোষারোপ করো কোন কিছু লাইনচ্যুত হলে।”

-- তো করবো না? তোমাকে একটু লাই দিলেইতো ‘নফসে আম্মারা’র রুপ ধারণ করে বসো। তাই তোমাকে সবসময় কঠিন শাসনে রাখতে হয়।

- ঠিক আছে.... এখন থেকে নিজের সাথে মুহাসাবা করবো, নিজের ভুল শুধরে নেয়ার চেষ্টা করবো।

-- আলহামদুলিল্লাহ, আল্লাহ্ যেন সঠিক পথেই রাখেন।

আমি আবার বল্লামঃ- মনে থাকে যেন প্রভুর এই বানী.........

(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ) হে ঈমানদার গন! তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাংক অনুসরণ কর না। নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু। [২:২০৮] --------- চিন্তা ভাবনা/মতাদর্শ/আচার ব্যবহার/লেনদেন সব-সবকিছুকেই ইসলামইজ্ড্ করতে হবে। মানে কিছু কিছু ব্যাপারে ইসলাম ফলো করা হবে, অন্য কিছুর ব্যাপারে নিজের ইচ্ছা কিংবা মনগড়া পদ্ধতি দিয়ে চালাবা? তা যেন না হয়.... (এমনটি চিন্তায় আসলে আল্লাহ’র এই আয়াতটা মনে করবা......)

(أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ ۚ فَمَا جَزَاءُ مَن يَفْعَلُ ذَٰلِكَ مِنكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ ۗ وَمَا اللَّـهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ) তবে কি তোমরা গ্রন্থের কিয়দংশ বিশ্বাস কর এবং কিয়দংশ অবিশ্বাস কর? যারা এরূপ করে পার্থিব জীবনে দূগর্তি ছাড়া তাদের আর কোনই পথ নেই। কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেয়া হবে। আল্লাহ তোমাদের কাজ-কর্ম সম্পর্কে বে-খবর নন। [২:৮৫]


আমাকে আমি কঠিনভাবে শাসালাম, অবশেষে ক্লু এর সাহায্যে বাকি দুটো আবিষ্কার করলাম। তবে বড়ো একটা ধাক্কা খাইলাম। Good Luck Rose Rose Good Luck

[বিশেষ কৃতজ্ঞতা : ব্লগার হতভাগা ও ইমরান ভাই ভাইয়াকে]

বিষয়: বিবিধ

৩৬৪৫ বার পঠিত, ৭৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256334
২০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০০
আফরা লিখেছেন : আল্লাহ কখন কিভাবে কোন মানুষকে সত্যকে জানার বুঝার উপলদ্ধি দান করবেন সেটা আল্লাহই ভাল জানেন ।

আপনার চিন্তার গভীরতায় দেখে অনেক ভাল লাগল ।


২০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২০
199950
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : প্রথম মন্তব্যটা আপনার দেখে ভীষণ খুশি লাগলো। অ-নে--ক অ-ন্নে--ক ধন্যবাদ আপুমণি সুন্দর কথাটির জন্য। Bee Loser Loser
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৩
199974
ইমরান ভাই লিখেছেন : At Wits' End At Wits' End পোস্ট যে কখন দিছো... আমারে আগে কইবানা আমি ফাস্টু হইতাম Time Out Time Out Time Out Day Dreaming
Punch Punch Punch Punch Punch Punch
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৭
199977
আফরা লিখেছেন : আপনি ফাষ্ট হলে তাহলে নকল করবেন কিভাবে নকলবাজ ভাইয়া ।ইমরান ভাই@
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৪
199983
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @ইমরান ভাই ভাইয়া, নকলবাজদের জন্য প্রথম কমেন্ট মাননসই নয় Worried Winking উপ্রে কোন মন্তব্য না থাকলে কি নকল সম্ভব হতো? Yahoo! Fighter MOney Eyes

@মনা পাখি.... একদম আমার মনের মতো হয়েছে কথাটা, স্প্যেশ্যাল থ্যাংক্স আপ্নাকে Applause Applause
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩১
199994
ইমরান ভাই লিখেছেন : @আফরা, নো কপি ঠিক আছে... Unlucky Unlucky Unlucky

@আমার ভাইয়া হারিকেন,
তোমারে নকল কইরা আমার আজ এই দশা হুহুহু Punch Punch Punch
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩২
200027
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor আমি কি তুমাকে বলছিলাম নকল ক্রার জন্য? Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor @ইমরান ভাই ভাইয়া
২০ আগস্ট ২০১৪ রাত ০৯:৪০
200065
আওণ রাহ'বার লিখেছেন : আল্লাহ কখন
কিভাবে কোন
মানুষকে সত্যকে জানার বুঝার
উপলদ্ধি দান করবেন সেটা আল্লাহই
ভাল জানেন ।
আপনার চিন্তার গভীরতায়
দেখে অনেক ভাল লাগল ।

ঐকমত্য হারিকেনের চিন্তার গভীরতা অনেক।
২০ আগস্ট ২০১৪ রাত ১০:৩৮
200091
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এক নকলবাজ তাওবা করে কান ধরে বিদায় নিছে Tongue Tongue সাথে সাথে দেখি আরেক নকলবাজের উদয় হলো Worried Worried Surprised
256337
২০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১১
পবিত্র লিখেছেন :
অসাধারণ! মনকে ছুঁয়ে দিলো পোস্টটি! অসম্ভব ভালো লাগলো!! Happy
অল্লাহ আপনার জ্ঞান আরো বাড়িয়ে দিক!! আমীন!! Praying Praying
২০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৫
199964
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনার ভালোলাগা আমারও ভালো লাগে, ভীতুর ডিমের বোন Tongue Tongue
২০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৮
199966
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : মন ভরে যাওয়ার মতো সুন্দর দোআটি যেন আল্লাহ্ আপনার জন্যও কবুল করেন...... আমীন ইয়া রাব্বাল আলামীন Praying Praying Good Luck Good Luck
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০১
199972
ইমরান ভাই লিখেছেন : ভীতুর ডিমের বোন ... এর মানে কি? Surprised Surprised Tongue
২০ আগস্ট ২০১৪ রাত ০৯:৪১
200066
আওণ রাহ'বার লিখেছেন : আল্লাহ আপনার জ্ঞানো বাড়িয়ে দিন। আমিন Good Luck Good Luck Good Luck
২১ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৩
200342
পবিত্র লিখেছেন :
আমীন! জাযাকাল্লাহু খাইরান!!

২৮ আগস্ট ২০১৪ সকাল ১১:০০
202844
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়া আনতুম ফাযাজাকাল্লাহু খাইর Rose Rose Good Luck Good Luck Rose Rose
256344
২০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪২
ইমরান ভাই লিখেছেন : আফরা লিখেছেন : আল্লাহ কখন কিভাবে কোন মানুষকে সত্যকে জানার বুঝার উপলদ্ধি দান করবেন সেটা আল্লাহই ভাল জানেন ।

আপনার চিন্তার গভীরতায় দেখে অনেক ভাল লাগল ।
পবিত্র লিখেছেন :
অসাধারণ! মনকে ছুঁয়ে দিলো পোস্টটি! অসম্ভব ভালো লাগলো!! Happy
অল্লাহ আপনার জ্ঞান আরো বাড়িয়ে দিক!! আমীন!! Praying Praying
===============
এবার আমার পালা
===============

যাক ধন্য মনে হইছে আমার নিজের একজন হলেও আমার লিংক কাজে লাগাইছে। আলহামদুলিল্লাহ! Day Dreaming

এভাবে একজন মুসলিম আল্লাহর দেয়া সরল পথে থাকতে পারে আর উদাহরন হিসেবে তোমর নিজের+নফসের কথাগুলো স্বরন রাখলেই যথেষ্ট হবে বলে আমি মনে করি।

আল্লহা তোমার জ্ঞানকে আরো বৃদ্ধি করুন।
জাজাকাল্লাহু খায়রান।

এই নাও তোমার প্রিয় Time Out Rose Time Out Time Out Rose Time Out Time Out Rose Time Out Time Out Rose Time Out
Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Punch Day Dreaming
২০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৩
199967
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আচ্ছা ... উপ্রের দুইজনের কমেন্ট নকল ক্রার সঠিক উদ্দেশ্যটা বুঝলাম না....... Surprised Frustrated phbbbbt মনেহয়... নকলবাজের নাম রাখার জন্যই এমনটি করেছো? At Wits' End Time Out Time Out

তোমার কথাগুলো বেশ ভালো লেগেছে দাদা..... যাজাকাল্লাহু খাইর Big Hug Big Hug Good Luck সুন্দর দোআটি যেন আল্লাহ্ তোমার জন্যও কবুল করেন Praying Praying
২০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৭
199970
ইমরান ভাই লিখেছেন : সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আচ্ছা ... উপ্রের দুইজনের কমেন্ট নকল ক্রার সঠিক উদ্দেশ্যটা বুঝলাম না....... Surprised Frustrated phbbbbt মনেহয়... নকলবাজের নাম রাখার জন্যই এমনটি করেছো?
At Wits' End Time Out Time Out
=====================
নাও তোমারটাও নকল করে দিলুম.. Punch Punch Punch Day Dreaming Day Dreaming Punch Punch
=====================
এখন খুশিতো........... Big Grin Big Grin
Time Out Rose Rose Time Out Time Out Rose Rose Time Out Time Out Rose Rose Time Out Time Out Rose Rose Time Out Time Out Rose Rose Time Out
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০২
199973
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হাতুড়ি ফুল বুঝি তোমা খুব প্রিয়......তাই না? Day Dreaming Day Dreaming Chatterbox Chatterbox
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৫
199975
ইমরান ভাই লিখেছেন :
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৬
199976
ইমরান ভাই লিখেছেন : তোমার জন্য একটা পাত্রি দেখছি দেখতো পছন্দ হয়নি... Punch Punch Punch Punch Punch
পালতে হইবে ১২ বছর তার পরে বিয়া Punch Punch Punch Punch Punch
হাতে কলমে শিখাইবা যেমন তোমার দরকার...কি রাজি... Day Dreaming Day Dreaming Punch Punch


২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৬
199985
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওটাতো তোমার মেয়ে (বিনতে নকল) এর বান্ধবি Crying Crying অত বছর অপেক্ষা করতে পারবো নাহ্ Crying Crying
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৮
199989
ইমরান ভাই লিখেছেন : তাহলে আগামী ১২ বছর একদিন পরপর রোজা তোমার জ্ন্য বরাদ্ধ ক্রা হলো... Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Tongue Tongue Punch Punch Hypnotised Hypnotised Day Dreaming Day Dreaming
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৭
200004
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Surprised Worried Worried Crying
256368
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৮
আহ জীবন লিখেছেন : আমার এই উপলব্ধিটা তোমার আগে হওয়া উচিৎ ছিল।

হতভাগা ভাইয়ের ছবি পার্থক্য হাতে গোনা কয়েকটা বাদ দিয়েছি।
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৪
200019
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কিন্তু হয়নি কেনু তোমার? Rolling Eyes মনকে সবসময় সামনে যা দেখা যায় তার উপর ফিক্সড্ করে না রেখে.... আড়ালে কি আছে, ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে ওটার প্রতি মনের রিএ্যাকশন কি..... এসব ব্যাপারেও তীক্ষ্ণ দৃষ্টি রাখার দরকার। Good Luck Good Luck এক্কেবারে বিরাট একটা লেকচার দিয়েদিলুম আহ্ মণিকে phbbbbt Big Hug Tongue
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৫
200023
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি কিন্তু আগে ওইসব ছবি-গেইমের পোস্টগুলো তেমন একটা ওপেনও করে দেখতাম না। ইদানিং কেন জানি ওসব পোস্টের মন্তব্যগুলো দেখতে যাই সময় পাইলেই Chatterbox Punch Whew! Music
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
200049
আহ জীবন লিখেছেন : পড়িলাম লেক্সার পড়িলাম।
২০ আগস্ট ২০১৪ রাত ০৯:৪২
200067
আওণ রাহ'বার লিখেছেন : হা আমারো আরো অনেক আগে উপলব্দি হওয়া উচিৎ ছিলো।
আসলেই তো!!!!!
256379
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৯
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৪
200029
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনার কমেন্টটা পড়ে খুব ভালো লেগেছে।
২০ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৫
200072
আওণ রাহ'বার লিখেছেন : রেডি কমেন্ট রেডি কমেন্টস Good Luck Good Luck পিলাচ
২১ আগস্ট ২০১৪ দুপুর ০২:১৪
200328
প্যারিস থেকে আমি লিখেছেন : আওণ আপনার চেহারাটি ছবির মত খুব জানতে ইচ্ছে করে।
256414
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মানুষের মনে কখন কি আসে তা বলা মসকিল। সবকিছুতে চিন্তা করলে কিছু না কিছু বের হবেই।
অনেক শুকরিয়া পোস্ট শুধু পড়ার লক্ষে নয় চিন্তার লক্ষে পড়লে অনেক কিছু শিখা যায়। আল্লাহ আপনার জ্ঞানকে আরো বারিক দিক ,,আমিন
২০ আগস্ট ২০১৪ রাত ১০:০৬
200081
আওণ রাহ'বার লিখেছেন : চিন্তার জগৎকে নাড়া দেয়া একটি কমেন্টস।
শুভেচ্ছা সতত। Good Luck Good Luck
২০ আগস্ট ২০১৪ রাত ১০:৩৪
200090
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনি ঠিক বলেছেন ভাইয়া Good Luck Good Luck সুন্দর মন্তব্যের জন্য অন্নেক শোকরিয়া। Rose Rose Good Luck Good Luck Rose Rose আল্লাহ আপনার জ্ঞানকেও আরো বাড়িয়ে দিক ......... আমিনPraying
২১ আগস্ট ২০১৪ সকাল ০৮:১৩
200212
বাজলবী লিখেছেন : অামিন
256481
২০ আগস্ট ২০১৪ রাত ১০:০৯
আওণ রাহ'বার লিখেছেন : চিন্তার জগৎকে নাড়া দিলো পোষ্টটি। Good Luck Good Luck
হা দৃস্টিভঙ্গি অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
খুব ভালো লাগলো পিলাচ। +++++++++++++++++++++
Good Luck Good Luck Happy Happy এমন চিন্তা পজিটিভ থিংকিং সত্যিই ভালো।
থাংকু।
২০ আগস্ট ২০১৪ রাত ১০:৫৬
200093
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আলহামদুলিল্লাহ্ ..... আমার লেখা স্বার্থক। তোমার মতো একজন ভাবুক ও মনোযোগী পাঠকের চিন্তার জগৎকে নাড়া দিতে পেরেছি বলে Rose Rose Good Luck Good Luck Rose Rose আসলে অনেক তুচ্ছ জিনিসেও অনেক বড় কিছু লুকিয়ে থাকে যা দৃষ্টিভঙ্গির কারনে কখনও ধরা পড়ে, কখনও অধরাই থেকে যায়। D'oh D'oh
২৪ আগস্ট ২০১৪ রাত ০১:০৮
201239
সন্ধাতারা লিখেছেন : Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Good Luck Good Luck Good Luck
256511
২০ আগস্ট ২০১৪ রাত ১১:১২
বুড়া মিয়া লিখেছেন : হারিকেন দেখা যাচ্ছে হ্যাজাক-বাত্তির মতো জইলা উঠছে, কঠিন পাম হইছে নফসে, এখন কি মুতমাইন্নাহ?
২০ আগস্ট ২০১৪ রাত ১১:২২
200098
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হুম... দাদু... আলহামদুলিল্লাহ্ এখন মুতমাইন্নাহ্ অবস্থায় আছে। মাঝে মাঝে এভাবে না শাসালে কঠিন হয়ে পড়ে নিয়ন্ত্রণ করা।

আপনাকে আমার ব্লগে দেখে ভীষণ খুশি লাগলো Rose Rose Good Luck Good Luck Rose Rose আসেন দাদুজান Cook একটা ডিম খান Cook
২০ আগস্ট ২০১৪ রাত ১১:২৮
200103
বুড়া মিয়া লিখেছেন : ডিম যেহেতু খাইলাম, তাইলে একটু মিলাদও পইড়া যাই!

যে কয়েকটা আয়াত মুখস্ত করেছিলাম তার মধ্যে এ আয়াত কয়েকটা একটু ব্যতিক্রমভাবে ভালো লাগে –

ইয়া আইয়্যাতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরযিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ
ফাদখুলি ফি ইবাদী
ওয়াদখুলি জান্নাতী
২১ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৯
200343
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এই আয়াতটা অনেক ভালো লাগে, কারন এটা সুরা এখলাছ ও সুরা কাওসার এর সাথে (নামাজে) পড়ে মজা পাওয়া যায় Happy Happy
২৪ আগস্ট ২০১৪ রাত ০১:১০
201241
সন্ধাতারা লিখেছেন : Praying Praying PrayingClown Clown Clown
256599
২১ আগস্ট ২০১৪ সকাল ০৮:১৭
বাজলবী লিখেছেন : লেখা পড়ে হূদয়ে প্রশান্তির ছৌঁয়া অনুভব করলাম। জাযাকাল্লাহ খাইর।
২১ আগস্ট ২০১৪ দুপুর ০২:১৮
200330
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনার হৃদয় ছোঁয়া মন্তব্যটা দেখে অন্নেক ভালো লাগলো Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর। Rose Rose Good Luck Good Luck Rose Rose

আচ্ছা ভাইয়া...... আপনার নামটার অর্থ কি? Tongue
২৪ আগস্ট ২০১৪ রাত ০১:১১
201242
সন্ধাতারা লিখেছেন : Happy Happy Happy Good Luck Good Luck Good Luck
১০
256613
২১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৫
নাবিলা লিখেছেন : ভালো লাগলো
২১ আগস্ট ২০১৪ দুপুর ০২:২০
200332
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : রেডি মন্তব্য অনেক দিন দেখি না..... Tongue Tongue আমার ব্লগেটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ Good Luck
১১
256614
২১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৮
বৃত্তের বাইরে লিখেছেন : গেম খেলা থেকে এত কিছু চিন্তা করলেন কি করে!ভালো লাগলো Good Luck Good Luck Good Luck
২১ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৫
200335
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : দুইটা অমিল-স্পট না পেয়ে -- কেন জানি হঠাৎ কারও কথার প্রতি এত্ত আস্তা বিশ্বাস কি করে আসলো -- বিষয়ে মাথায় চিন্তা আসার সাথে সাথে এই আয়াতগুলো মনে পড়তে থাকলো একের পর এক।

আপনার মন্তব্যটা দেখে চিন্তার মধ্যেও ভিন্নরকম আনন্দ ফীল করলাম... ধন্যবাদ প্রিয় আপুনিটি আমার Good Luck Happy Good Luck
২৪ আগস্ট ২০১৪ রাত ০১:১২
201243
সন্ধাতারা লিখেছেন : Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Good Luck Good Luck Good Luck
১২
256856
২১ আগস্ট ২০১৪ রাত ০৯:১০
সন্ধাতারা লিখেছেন : I am really really proud of you my lovely son reading your extraordinary thought what has touched my inner heart. Being a Muslim everybody needs to think in the same way. Jajakallahu khair.
২১ আগস্ট ২০১৪ রাত ১০:৫১
200538
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : বিকেল থেকে মনটা খুব খারাপ। কিছুই ভালো লাগছে না। আামার জন্য একটু দোয়া করেন না খালামণি.... প্লীজ।
১৩
256908
২১ আগস্ট ২০১৪ রাত ১১:৩৮
সন্ধাতারা লিখেছেন : I always make dua for you my lovely son. What's wrong with you?!! Take care of you. Almighty will help you all time.
২১ আগস্ট ২০১৪ রাত ১১:৫৫
200564
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : উৎসাহ প্লাস শান্তনা পেলাম আপনার মন্তব্য থেকে Good Luck যাজাকিল্লাহু খাইর খালামনি Rose Rose Good Luck Good Luck Rose Rose
১৪
256919
২২ আগস্ট ২০১৪ রাত ১২:১৯
সন্ধাতারা লিখেছেন : Jikir is the best way to feel better what I try to practise in my daily life. I do believe you do so!
২২ আগস্ট ২০১৪ সকাল ১০:০৭
200677
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rose Rose Good Luck Good Luck Rose Rose
২৪ আগস্ট ২০১৪ রাত ০১:১৩
201244
সন্ধাতারা লিখেছেন : Are you alright my lovely son??Worried
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২২
201410
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Yapp, m OK Good Luck
১৫
257214
২২ আগস্ট ২০১৪ রাত ১০:৪৬
পাহারা লিখেছেন : জাযাকুমুল্লাহ খায়র.....
২৩ আগস্ট ২০১৪ সকাল ০৬:১২
200980
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়া আনতুম ফাযাজাকাল্লাহু খাইর Rose Rose Good Luck Good Luck Rose Rose অনেক দিন পর আপনাকে দেখলাম ব্লগে। আপনি কেমন ছিলেন এত্তদিন?
১৬
258590
২৭ আগস্ট ২০১৪ রাত ১২:১৩
কথার_খই লিখেছেন : ১৫এর পোস্ট ২০ হল কেমন করে?
২৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:০৭
202367
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ঠিক বুঝতে পারলাম না ভাইয়া আপনার কথা...... Crying Worried Crying তবুও পড়ার জন্য ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৩
202910
পবিত্র লিখেছেন : ড্রাফট করে রেখে ছিলো মনে হয়! :Thinking
২৮ আগস্ট ২০১৪ রাত ১১:১৯
203102
কথার_খই লিখেছেন : Straight Face Yahoo! Fighter এখানে গুরে
আসলে বিস্তারিত
বুঝতে পারবেন....

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/4081/kala/52132#.U_9kiMuoVAg
২৮ আগস্ট ২০১৪ রাত ১১:২৬
203104
পবিত্র লিখেছেন : আমি যতদূর জানি ড্রাফটকৃত পোস্ট ব্লগে প্রকাশ করলে এমনটা হয়।
১৭
258620
২৭ আগস্ট ২০১৪ রাত ০৩:৪৫
নিশা৩ লিখেছেন : ভাল লাগলো আপনার আত্মসমালোচনা এবং আমাদের সাথে শেয়ার করা। আপনার কি মনে হয় না নফসে আম্মারা শয়তানের চেয়েও শক্তিশালী? একটু ছাড় দিলেই বাঁকা পথ ধরে। মাঝে মাঝে হতাশ হই এই ভেবে যে কি করলে একে নিয়ন্ত্রনে রাখা যাবে? সর্বক্ষণের জন্য এটি কিভাবে নাফসুল মুতমাইন্না থাকবে?
২৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫৪
202392
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমারও তাই মনে হয় নফসে আম্মারা শয়তানের চেয়েও শক্তিশালী। একটু আস্কারা দিলেই মাথার উপরে উঠে বসে। একে নাফসে মুতমাইন্না করে রাখার জন্য আল্লাহ’র কথা ও রাসুলের হাদীসের কঠিন শাসন ছাড়া বিকল্প আছে বলে মনে হয়না।
১৮
259038
২৮ আগস্ট ২০১৪ রাত ০৩:২৪
সাদিয়া মুকিম লিখেছেন : মাশাআল্লাহ! ভাইটি তো অনেক গভীর তাৎপর্যতার একটি বিষয় নিয়ে সুন্দর লিখা উপহার দিলো! এগিয়ে চলুন সূর্য ভাই, আপনার লিখা নিয়মিত চাই! Good Luck
২৮ আগস্ট ২০১৪ সকাল ১১:০৩
202845
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপু.... অনেক সুন্দর করে উৎসাহ দিয়ে করেছেন কমেন্টটি। খুশি হলাম আপনার কমেন্ট দেখে। আল্লাহ্ যেন আপনাকে ভালো রাখেন সবসময়। Rose Rose Good Luck Good Luck Rose Rose আমার জন্যও দোআ করবেন প্লীজ।
২৯ আগস্ট ২০১৪ রাত ০১:৫৪
203138
সাদিয়া মুকিম লিখেছেন : Praying Praying Praying Good Luck
১৯
283606
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৮
এস এম আবু নাছের লিখেছেন : আমি কি লাস্টু হইতে পারুম? কোনদিন কারও পোষ্টে ফাস্টু হইতে পারিনাই তো তাই...
১২ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১১
226762
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হাহাহা Big Grin Big Grin Rolling on the Floor Rolling on the Floor
আমার ভয় হচ্ছে, আবার অন্য কেউ এসে আপনাকে লাস্টু হওয়া থেকে বঞ্চিত করে দিবে কি না Day Dreaming Chatterbox At Wits' End At Wits' End
১২ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২০
226766
এস এম আবু নাছের লিখেছেন : কী আর করা? অভাগা যেদিকে ধায় কমেন্টের বন্যা বয়ে যায়। তাই ফাস্টু বা লাস্টু কোনটাই হইতে পারিনাই।
১২ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৭
226768
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor চিন্তা কইরেন না আবু নাছের ভাইয়া..... আপনি অন্তত এই পোস্টে লাস্টু থাকতে পারবেন মনে হচ্ছে Day Dreaming Day Dreaming Chatterbox Chatterbox
১২ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৯
226774
এস এম আবু নাছের লিখেছেন : দেখি কি আছে কপালে? Worried Worried Worried

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File