টুডে ব্লগে যেভাবে ইউটিউব ভিডিও ও টেক্সট লিংক এ্যড্ করবেন
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ২৮ নভেম্বর, ২০১৪, ০৯:৪৫:৩৪ সকাল
ইউটিউব ভিডিও এ্যড্ করার জন্য নিচের স্টেপগুলো ফলৌ করুন(STEP -1) - প্রথমে আপনার কাঙ্ক্ষিত ইউটিউব ভিডিওটি ওপেন করুন। ভিডিওটির আইডি অর্থাৎ Youtube লিংক এর 'v=' এর পরের অংশটুকু কপি করুন। (১নং ছবি দেখুন) আমার ওপেন করা লিংক এর ভিডিও আইডি হচ্ছে yvBd_F-Fn3w
(STEP -2) - কমেন্টের ঘরে অথবা পোস্ট কম্পোজ করার পেইজে যেখানে Add Youtube Video (২নং ছবিতে গোল চিহ্নিত) এই আইকনটিতে ক্লিক করুন......
ইমেজটি বড় করে দেখার জন্য এখানে ক্লিক করুন।
(STEP -3) - কপি করা ইউটিউবের ভিডিও আইডিটি নতুন আসা খালি ঘরে পেস্ট করুন। -- OK বাটনে ক্লিক করুন। এখন নিচের ৩নং চিত্রের মতো কোড দেখাবে। (এই কোডগুলো কপি করে টুডেব্লগের পোস্টে / কমেন্টে কিংবা জবাবে যেখানেই পাবলিশ করবেন, সেখানেই ইউটিউব ভিডিওটি দেখাবে।)
(STEP -4) - এখন পোস্টটি (কিংবা মন্তব্যটি) পাবলিশ করুন। F5 অথবা Ctrl+Shift+R প্রেস করে পেইজ রিফ্রেশ/রিলোড করে দেখুন.......... আপনার ভিডিও দেখা যাচ্ছে!
------ আপলোড করা স্যাম্পল ভিডিওটি দেখুন এখানে ------
হাইপার লিংক এ্যড্ করার জন্য নিচের স্টেপগুলো ফলৌ করুন(STEP-1) - আপনি যে লিংকটি ব্লগে বা কমেন্টে দিতে চান সেটা আগে “কপি” করে রাখুন।
(STEP-2) - উপরের ১নং চিত্র দেখে Add Link আইকন এর উপর ক্লিক করুন। নতুন আসা বক্সে ‘কপি করা লিংকটি’ পেস্ট করুন। খেয়াল করুন - http:// লেখাটা যেন দুই বার না হয়! ----- এরপর OK বাটনে ক্লিক করুন।
(STEP-3) - নতুন আসা “২য় বক্সে” কিছু না লিখে OK বাটনে ক্লিক করুন। এই ২য় বক্সটিতে কিছু না লিখলে Click this link এর উপর হাইপার লিংক দেখাবে। ---- অন্য কিছু লিখলে সেই লিখার উপর “হাইপার লিংক” দেখাবে।
(STEP-4) - OK বাটনে ক্লিক করুন। এখন আপনার পোস্টে বা কমেন্টের বডিতে নিচের (4 নং চিত্রের) মতো দেখাবে।
(STEP-5) - এখন আপনার পোস্ট বা কমেন্টেটি পাবলিশ করুন। দেখুন আপনার দেয়া লিংকটি ক্লিক করে কাঙ্কিত ডেস্টিনেশ্যন ওয়েব পেইজে চলে যাচ্ছে সবাই!
NOTE-1: (পাবলিশ করার আগে Click this link এর জায়গায় যা ইচ্ছা তা লিখে দিতে পারেন। Click this link এর জায়গায় যাই টাইপ করবেন, সেটাই ক্লিক-এব্যল লিংক এ পরিণত হবে -- অর্থাৎ ঠিক ওই লেখাটার উপর ক্লিক করলেই ডেস্টিনেশ্যন পেইজটি ওপেন হবে।)
NOTE-2: পাবলিশ করার আগে STEP -4 এ আপনি যদি (সিলেক্ট অল করে) পুরো কোডটা কপি করে পোস্টে, মন্তব্যতে অথবা প্রতিমন্তব্যেতে যেখানেই পাবলিশ করবেন, সেখানেই ক্লিক-এব্যল লিংকটি দেখাবে।
ডেডিকেটেড্ টু - আমার অনেক অন্নেক প্রিয় খালামুণি - মাই লাভলি খাম্মুণি - (সবার শ্রদ্ধেয়া ব্লগার সন্ধাতারা)।
বিষয়: বিবিধ
২৮৬৬ বার পঠিত, ১৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওয়াও থ্যাংক্স @ঝিঙেপু.....
বানান চেক করোনা??????/
গুড ভালো গুড ভালো।
ছালছাবিল হারিকেনাপুর জন্য লটকন নিয়ে এসো।
নরাচড়া কোরবেন না, তা নাহোলে বাঘমামা টের পাবে, ঝুলেই থাকুন আপনার বিয়ের পাত্রি যে পর্যন্ত না পাচ্ছেন
জাযাকাল্লাহ
মডুমামা কই গেলোরে
আসুন হাতুড়ি নিয়ে ঝাপিয়ে পড়ি।
বি.দ্রঃ এরকম যেনো না হয়।
"চেয়েছি সাগরেদ পেয়েছি ওস্তাদ "
"চেয়েছি সাগরেদ পেয়েছি ওস্তাদ "
অনেক অনেক ধন্যবাদ উভয় কে!
কোনই মন্তব্য নাইক্কা আমার!
সবাই দখল করে রাইখ্যা দিছে জায়গা!
অহন কী করুম!
নাতনী জামাই ভালা হইয়া গ্যাছে......!!!
প্রস্তাব তো মেনেই নিয়েছি আমি!
অপেক্ষা করতে থাকেন!!
http://www.youtube.com/watch?v=O3hl3u6n-n0
হা আপনাকে ছাড়া কাকে বলব প্লীজ ।
http://www.youtube.com/watch?v=WvDh5uwpRqk#t=63 থ্যান্স ব্র
জাজাকাল্লাহু খাইর।
তবু্ও খালামণির কারনেই এই পোস্ট দিয়েছিলাম। পড়ার জন্য আবারো ধন্যবাদ জানাচ্ছি।
খালামণি মনেহয় বেশি ব্যস্ত হয়েপড়েছেন। আমাদের খবর নেয়ার মতোও সময় হয়তো উনি পাচ্ছেন না।
আর কমেন্টসগুলো হেব্বি বিনোদন। দুষ্টুগুলো এমন হাসিখুশী থাক সারা জীবন।
আপনার দোআয় আমীন দুষ্টুগুলো এমন হাসিখুশী থাক সারা জীবন।
একটা ব্যক্তিগত তথ্য। পেশাগত কারনে কয়মাস অনিয়মিত থাকব। ভাল থাক সবাই। অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ ভাইয়া
মন্তব্য করতে লগইন করুন