আমার প্রিয় ব্লগার বন্ধুটি খুবই অসুস্থ ও আহত সবার কাছে দোআ চাই
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ১২ নভেম্বর, ২০১৪, ০১:০২:৩৭ দুপুর
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্
ব্লগার ভাই ও বোনেরা ........ রাব্বুল আলামীন এর অশেষ রহমতে ...... আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। অসুস্থতা হানা না দিলে সুস্থতা যে কত বড় নেয়ামত কখনও উপলব্ধি করা সম্ভব নয়। নিত্য দিনের কাজ যখন হঠাত থেমে যায়, একা একা করতে সক্ষম এমন কাজের জন্য যখন অন্য কোন ব্যক্তি বা বস্তুর সাহায্য দরকার পড়ে তখন বুঝা যায় সুস্থতার মূল্য! আল্লাহ্ আমাদের সবাইকে কত সুস্থ রেখেছেন, তবুও আমরা নিয়মিত তাঁর না-ফরমানী করেই চলছি। আল্লাহ্ আমাদের কে হিদায়াত দিন।
আচ্ছা..... আপনি কি নিজের দুই পায়ে ভর করে হাঁটতে পারেন? যদি পারেন, তাহলে যার পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে আহত অবস্থায় পড়ে আছে শয্যায়, যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য আল্লাহ’র কাছে অনুনয়বিনয় করে ফরিয়াদ জানাচ্ছে এমন একজনের কষ্ট, আঘাতের ব্যাথা আপনি কখনও অনুভব করতে পারবেন না। ... কী? ....... ঠিক বলছি না?
এমনই একজন প্রিয় ব্লগার বন্ধুর অসুস্থতার খবর নিয়েই আসলাম আপনাদের সামনে ---- যে একটি দুর্ঘটনায় পায়ে আঘাত প্রাপ্ত হয়ে আহত হয়েছে। তার নিত্য দিনের কাজকর্ম থেমে গেলেও কষ্ট ও যন্ত্রণায় ঘড়ির কাটা অবিরাম ঘোরেই চলছে। তার দিন রাত্রী পার হচ্ছে ব্যাথাভরা অসুস্থতার এক অন্যরকম কষ্ট নিয়ে। সেই প্রিয় বন্ধটিকে আপনারা সবাই জানেন -- যার টুডে ব্লগের নিক হচ্ছে -- আওণ রাহ’বার।
আপনাদের সবার কাছে দোআ চাই সবার প্রিয় সেই বন্ধুটির জন্য যেন আল্লাহ্ তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন।
হে প্রিয় বন্ধু "আওণ রাহ’বার" -- চিন্তা করো না তুমি ...... আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা হয়তো তোমাকে অনেক বড় দুর্ঘটনা থেকে হিফাজত করে এই ছোট দুর্ঘটনা দিয়ে পরিক্ষা করে দেখেছেন। তুমি অধৈর্য্য হয়ো না, আল্লাহ্’র অকৃতজ্ঞ হয়ো না কোন অবস্থায়। তবেই আল্লাহ্ তোমার উপর রহম করবেন।
রাব্বুল আলামীন আল্লাহ’ তা’আলার কাছে সবিনয় আরজ করছি - “হে আল্লাহ’ আপনিইতো সকল ঘটনা/দুর্ঘটনার মহা-নিয়ন্ত্রক, সুস্থতা/অসুস্থতা সব কিছুইতো আপনার পক্ষ থেকেই আসে। আপনি ছাড়াতো বিপদ থেকে উদ্ধাকারার মতো আর কেউ নেই। আপনিইতো সমস্ত অসুস্থতার এক মাত্র শিফা দানকারী। আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধুকে পরিপূর্ণ সুস্থ করে দিন। তার সমস্ত গুনাহ্ ক্ষমা করে দিয়ে নেক আ’মলগুলো কবুল করে নিন। তাকে আপনার দ্বীনে-হক্ব এর উপর অটল থাকতে পারার তৌফিক দান করুন।” -- আমীন ইয়া রাব্বাল আলামীন।
বিষয়: বিবিধ
৯৮৮১ বার পঠিত, ১৮১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দোয়ার জন্য জাজাকাল্লাহ।
পরাক্রমশালী মহান আল্লাহ তাকে শিফায়ে কামেলা দান করুন এই দোয়া করছি আমরা!!
দোয়ার জন্য শুকরিয়া।
আপনাদের দোয়ার বরকতে খুব দ্রুত সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ! অনেক ভাল লাগল আপনার সুস্হ্যতার সংবাদে শ্রদ্ধেয় আওণ রাহ'বার!>- >-
আল্লাহ্ তুমাকেও সুস্থ রাখুন সবসময়। আমার জন্যও দোআ করার অনুরোধ রইলো প্রিয় আফরামণি আপুনি।
আমি এখন অনেকটা সুস্থ।
শুকরিয়া শুকরিয়া।
ভাইয়া আপনাকে দেখে অনেক অনেক খুশী লাগছে তাই আবার ও আলহামদুল্লিলাহ !
@ আগুণ রাহবার ভাইয়া ।
দোয়ার জন্য অনেক অনেক শুকরিয়া ভাইয়া।
দোয়ার জন্য শুকরিয়া।
আপনাদের দোয়ার বরকতে খুব দ্রুত সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ।
আপনার কাছে শুকরিয়া দোয়ার জন্য।
আল্লাহ্ আপনাকেও সুস্থ রাখুন, আমার জন্যও দোআ করার অনুরোধ রইলো খালামণি।
আওণ এর দুর্ঘটনার পরথেকে আমি হাঁটার সময় শুধু পায়ের মূল্য হিসেব করছি। অথচ আল্লাহ্ আমাকে বিনা টেক্সে, বিনা চার্জে সেটা ব্যবহার করার জন্য দিয়েছেন। তবুও আমি আল্লাহ'র না ফরমানির করার জন্যও সেই পারেয় ব্যবহার করি। কী অকৃতজ্ঞ আমি! আল্লাহ্ তবুও আমাকে রহম করেই যাচ্ছেন।
তুমি অনেক জ্ঞানী ও চিন্তাশীল ছেলে মাশাল্লাহ। তোমার প্রতিমন্তব্য পড়ে আমি স্তম্ভিত হয়েছি। আমাকে অনেক ভাবিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ কথা দিলে স্মরণ করে দিয়েছ মাই লাভ্লি সান হ্যারি।
কিন্তু আমি একটা দুষ্টু ও বোকা ছেলে যারা আমাকে আদর করে তাদের সবাইকে জ্বালাতন করাই আমার কাজ হুহু
দোয়ার জন্য জাজাকাল্লাহ।
আপনার জন্যও অনেক অনেক দোয়া রইলো।
আল্লাহ্ আপনাকেও সুস্থ রাখুন সবসময়। আমার জন্যও দোআ করার অনুরোধ রইলো
দোয়ার জন্য জাজাকাল্লাহ।
দোয়ার জন্য জাজাকাল্লাহ।
আপনিও আমার একজন প্রিয় ব্লগার শুভেচ্ছা রইলো খুব দ্রুত দেখা হবে ইনশাআল্লাহ।
পরাক্রমশালী মহান আল্লাহ তাকে শিফায়ে কামেলা দান করুন এই দোয়া করছি আমরা!!
দোয়ার জন্য জাজাকাল্লাহ।
দোয়ার জন্য জাজাকাল্লাহ।
আল্লাহ শাফি = আল্লাহ শেফা দানকারী
আল্লাহ মাফি অর্থ আল্লাহ কিছুতে নাই (নাউজুবিল্লাহ)
সঠিক দোয়াটা হবে আল্লাহ শাফি - আল্লাহ কাফি = (আল্লাহই যথেষ্ঠ)
আমি রুগী হয়ে জেনেছি সুখের বিপরীত নাম অসুখ ।তার সে সময় সুখের কোন দেখা নাই ।আর দুঃখের সাগরের কোন কূল কিনারা নাই।
তবে যখন মনে হয় এটাও আল্লাহকে ভালবাসার আরেক পরীক্ষা আর মান উন্নয়নের নিয়ামত ।তখন সব অসুখের মাঝেও সুখ খুজে পাই ।
আল্লাহর রহমত থেকে আমাদের খুব নিকটে
সবরের উপদেশ দেন তা হলে অনেক কঠিন বিপদেও উনি মনোবল হারাবেন না ।
আল্লাহ আপনার বন্ধু আমার বন্ধুদের ও আমাকে আপনাকে এবং সকল মুমিন মুমেনাকে উনার রহমতের চাদর দিয়ে ডেকে রাখুন ।আমিন
আর আমার জন্য দোয়া বন্ধ করলে আমি আবার শুয়ে যাবো ।তাই দোয়া ননস্টোপ চলতে থাকবে। আল্লাহ এই জনদরদী সন্তান সমতুল্য ভাইটাকে আরো জনগনের হৃদয়ের মাজারে জেগে থাকার জন্য নেক হায়াত দান করুন ।
আপনার জন্য দোআ বন্ধ হবে না কখনও ইনশা-আল্লাহ। বড়আপা, আপনার হাত/পা এখন কী সম্পূর্ণ ঠিক হয়েছে?
আ্মার জন্যও দোআ করবেন বেশি বেশি।
আর আমিও আপনাদের মতো প্রিয় মানুষদের হৃদ মাঝারে থাকতে চাই। একটু জায়গা হবে আমার জন্য?
তোমাদের ভালবাসার ঋন শোধ করার জন্য তোমাদের সবাইকে আমার হৃদয় মাজারে স্থান দিয়ে উপরে ভালবাসার সবুজ চাদর দিয়ে ডেকে রেখেছি ।কিন্তু অনেকে আমার এই ভালবাসাকে আমার দূর্বলতা ভেবে আমার ভালবাসাকে ভোল্ডেজার দিয়ে পিস্ট করে দিয়ে চলে যান । তাও ভালবাসার শক্ত বন্ধন ভাঙ্গতে পারে না ।আমি সবাইকে ক্ষমা করে তাদের জন্যও আল্লাহর সাহায্য চাই । ইনশাল্লাহ আমি পাপী তোমার জন্য আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতেরসমস্ত রহমত বরকত ওমাগফিরাত দান করুন ।
আমার মতো দুষ্টুটাকেও যে আপনার হৃদ মাঝারে রেখেছেন জেনে যারপরনাই খুশি আমি
আপনি নিশ্চিত থাকুন, আমার কাছে ভুলডুজারও নেই, আর সেটা আমি চালাতেও পারি না আমি কখনও ছাড়বো না এই ভালোবাসার বন্ধন যতদিন পর্যন্ত না আপনারা ধাক্কা দিয়ে দুরে সরিয়ে দেবেন (আশা করি আপনারাও অমনটি করবেন না)
অসাধারণ প্রেরনামূলক কমেন্টস আপু। জাজাকাল্লাহু খাইরান।
হারিকেন এইটা খাও
খবরদার কমলার দিকে নজর দিবানা।
আর আ’ওনের ঠিকানা আপু...। সে দায়িত্ব হ্যারির উপর থাকলো।
দোয়ার জন্য জাজাকাল্লাহ।
অনেক শুকরিয়া।
দোয়ার জন্য জাজাকাল্লাহ।
অনেক শুকরিয়া।
আল্লাহ্ আপনাকেও সুস্থ রাখুন সবসময়। আমীন।
দোয়ার জন্য জাজাকাল্লাহ।
অনেক শুকরিয়া।
আপনার দোআর জন্য আন্তরিক ধন্যবাদ ইবনে হাসেম ভাইয়া। আল্লাহ্ আপনাকেও সুস্থ রাখুন সবসময়। আমীন।
দোয়ার জন্য জাজাকাল্লাহ।
অনেক শুকরিয়া।
তারাতারি ভালো হয়ে উঠুন প্রিয় ভাইয়ামনি ! হাতুড়ি বাটাল হাতে নিয়ে ব্লগের অঙ্গন মুখর রাখুন , এই আন্তরিক দোয়া ও শুভম্কামনা রইলো ........ আপনার জন্যও দোয়া , হারিকেন মনি !
দোয়ার জন্য জাজাকাল্লাহ।
অনেক শুকরিয়া।
আল্লাহ তাঁকে এই সুযোগে কিছু এক্সট্রা ডাকাডাকি (ইবাদাত) করার সুযোগ দিন এবং সুস্থ হবার পরেও এই নৈকট্য বজায় রাখার তাওফিক দিন। আমীন
ফ্রুট নিয়ে বাসায় যেতে পারছিনা, টিকেটের অনেক দাম। তাই দেশী বিদেশী সব ফল ব্লগেই পাঠালাম। রোগীর খাবারের দিকে অন্যরা নজর দেবেন না যেন!
ঠিক আছে --- রোগীর খাবারের দিকে --- অন্যায় নজর দেবো না। তবে অপেক্ষায় থাকবো আপনার দেশে ফেরার - আমার জন্য বিদেশী ফ্রুটের...... আলাদা প্যাকেট করে "হারিকেন" নাম লিখে রাখবেন নইলে চলবে
উৎসাহ জনক কমেন্টস এর জন্য জাজাকাল্লাহ।
হারিকেন বিলাইটারে কিচ্চু দেয়া হবেনা ও সব খেয়ে ফেলবে ওকে দিলে ।
হারিকেনকে শুধু এইটা দেয়া হবে ওর খাবার এইটা একদম চকো চকো হাতুড়ি
সব খাবার আমার।
সুন্দর দোআর জন্য যাজাকিল্লাহু খাইর।
আওন ভাইয়ার এখন কি খবর?
আমার খাম্মুনি সন্ধাতারা লিখেছেন : ব্লগে লিখা চাই আপুম্নি গন্ধসুধা।
জাজাকাল্লাহ
জাজাকাল্লাহ ভাইয়া
জাজাকাল্লাহ ভাইয়া
জাজাকাল্লাহ ভাইয়া
হ্যারিকে ধন্যবাদ এই খবরটি শেয়ার করার জন্য।
যাজাকিল্লাহু খাইর।
শুকরান শুকরিয়া আপু
খেয়াল রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হতভাগা ভাইয়া। যাজাকাল্লাহু খাইর ।
জাজাকাল্লাহ ভাইয়া।
আওন আমার প্রিয় একজন ব্লগার। তার এই খবরে আমি দুঃখিত এবং আল্লাহর কাছে তার ব্যাপারে দোয়া চাচ্ছি। আসলে যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে যে কোনো লোকের জন্যে পরিক্ষা আসতে পারে। তাকে বলুন সে যেন আল্লাহর এই সিদ্ধান্তের উপর অটল খাকে। সে যেন যে কোনো অবস্থাতে আল্লাহর সিদ্ধান্তে খুশী থাকে। আল্লাহই তাকে উত্তম রাস্তা দেখাবেন। তাকে আমার সালাম পৌছে দিলে খুশী হব।
আলহামদুলিল্লাহ ভাইয়া এখন সুস্থ অনেকটা আসেন কিছু খাইদাই করে নেই।
শুকরিয়া ভাইয়া।
উনাকে পোষ্ট করতে হবে ৮০০
হে আল্লাহ, তুমি উনাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও । পোষ্ট দাতাকে আন্তরিক ধন্যবাদ ।
শুকরিয়া ভাইয়া।
৮ টার মধ্যে আমার ৬টা বাকি ২ টা আমার প্রিয় লিখকের।
আমি তো তেমন লিখতে পারিনা।
সারা জীবনে কিভাবে ৮০০ টা লিখবো
হা তবে ৮০টা পোষ্ট লিখার একটা টার্গেট নিলাম।
মিশন ৮০.......।
শুকরিয়া রবিনসন ক্রুসো ভাইয়া।
আপনি ক্রিকেট ম্যাচের কথা বলতেছেন বেচারা ঠিক মতো পা টা বসাতে পারছে না মাঠিতে
পোস্টদাতা আবার কে? অপরিচিত কেউ নাকি? নাম নেই ওর? আসলে আপনি আমাকে দেখতে পারেন নাহ্ শুধু আওণই প্রিয় আপনার হু হু
Bangladesh 503 & 319/5d
Zimbabwe 374 & 147/3 (41.4 ov)
আলহামদুলিল্লাহ আপু অনেকটা সুস্থ হয়ে গেছি আপনাদের দোয়ায়।
শুকরান শুকরিয়া আপু
শুকরিয়া ভাইয়া।
আল্লাহ উনাকে দ্রুত সুস্থজীবনে ফিরে আসার তাওফীক দান করুন। --- আমীন। আল্লাহ আপনাকেও সুস্থ রাখুন সবসমময়।
শুকরিয়া ভাইয়া।
তুমি কেমন আছো?
তোমার ইয়ে মানে আমাদের ভাইয়া কেমন আছেন?
এই নাও তোমার প্রিয়
আমার যেসব খাবার এ ভাগ বসিয়েছো সব গুলো ফেরত দিবা না হলে হাতুড়ির সাথে বাটাল খাবা।
তো..... আমুসি.. নীলপরির কী খবর?
মন্তব্য করতে লগইন করুন