প্রিয় মণি মোমবাতি তোমায় অনেক ভালোবাসি
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৪৬:৪৪ দুপুর
ভোরের হাওয়ায় হেঁটে হেঁটে - নিয়ে পুষ্পের ঘ্রাণ
মেঘের ভেলায় তোমায় নিয়ে - চড়ে জুড়ায় প্রাণ।
ফুল বাগিচায় যখন শুনি - টুনটুনিদের কিচি মিছি
বেলীর পাপড়ি হাতে নিয়ে - তুমার কথাই শুধু ভাবি।
কষ্টভরা এই দিনে - পড়ছে তোমায় খুব মনে
কোন বাগানে কাটাচ্ছো দিন - আছো আমি বিনে?
কল্পনায় ও ব্লগে ঘুরি - তোমায় নিয়ে ছড়া লিখি।
কমিয়ে যেন আনতে পারি - নিঃসঙ্গতার পীড়াপীড়ি।
নির্মল শান্ত বিকেলে - হয়নি এমন কোন কালে
লনের পাশে বসিলে - অশ্রু ঝড়ে দুই গালে।
আশায় আছি পথ চেয়ে - জীবনের এই পর্বে এসে
আসবে একদিন সময় হলে - জড়িয়ে ধরব মুচকি হেঁসে।
সন্ধ্যা পেরিয়ে রাত আসে - পাখিরা সব নীড়ে আসে
চিন্তায় আমি একা বসে - দোল খায় মৃধু বাতাসে।
ভাবছি শুধু তোমায় - এক্লা ছাদের কোণায়
চাঁদের দিকে চেয়ে চেয়ে - জ্যোৎস্নায় গা ভাসায়।
প্রিয় মণি পুষ্প কলি - আছো কোথায় এখন তুমি?
হতাশা আর কষ্টে আমি - কাটাচ্ছি এই দিবা নিশি।
উৎসর্গঃ হবু-সঙ্গীনি প্রিয়মণি মোমবাতি। গতকাল খনার বচনের আড্ডার পোস্টে আড্ডা দিতে দিতে, জ্যাস্ট মজা করার জন্য লিখেছিলাম এই কবিতা (বিশেষ কারনে কালকে পোস্ট করিনি)। আবার মনে করিয়েন্না যে হারিকেন বউ এর জন্য পাগল হয়ে এরকম পোস্ট দিছে।
বিষয়: বিবিধ
৪৭১৪ বার পঠিত, ১২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কালকে কমেন্টস করবো ইনশাআল্লাহ
এই লাইন দুইটা জাস্ট অসম হইছে কালকে হাসির ইমো দিবো
হুর বা অন্য কিছুর জন্য আমি কখনও দোআ করি নি আল্লাহ'র কাছে, দোআ করেছি (এখনও করি) শুধু এমন একজন সঙ্গীনি যেন পাই যে আমাকে নিয়ে সন্তুষ্ট ও যাকে নিয়ে আমি সন্তুষ্ঠ + দুইজন মিলে আল্লাহ'র উপর সন্তুষ্ঠ ।
তাহলে আমার বিশ্বাস, আল্লাহও আমাদের উপর সন্তুষ্ঠ হবেন। তখন আল্লাহ্ যা দেবেন আমাদেরকে দুনিয়া ও আখিরাতে, তা নিয়েই খুশি হবো। এত অগ্রীম অগ্রীম হুর দিবে না কি দেবে, কয়টা দিবে না দিবে, এসব নিয়ে কোন মাথা ব্যাথা নেই আমার।
এখন যে সময় বর্তমান - আমার জীবনে - সেটাতে কিভাবে আল্লাহ্ কে সন্তুষ্ঠ করতে পারি সেই চিন্তায় এবং প্রচেষ্ঠায় আছি। আমাদের জন্য দোআ করার অনুরোধ রইলো, প্রিয় ভাইয়া।
আজকে আমার মনে আমার জতো কষ্টের কথাগুরো বারবার উকি দিচ্ছে আমার চোখ ভিজে যাচ্ছে আমি ..........
হে আল্লাহ্ - আমাদের সবাইকে হিদায়াত দান করুন। তোমার নির্ধারিত সীমা রেখা অতিক্রম না করে তোমার সন্তুষ্টি অর্জন করে দুনিয়াতে বসবাস করতে পারার তৌফিক দান করুন।
আপনি হারিকেনের ছবি দেখে চিন্তা করবেন না। ওগুলা ও দেখাচ্ছে। আসল সংবাদতো আমার কাছে গোপন সংবাদের ভিত্তিতে কিছু ছবি পাওয়া গেছে দেখেন
১. মুমবাত্তি যখন বিছানায়
২. মুমবাত্তি যখন খেলার মাঝে
৩. মুমবাত্তি যখন হারিকেন ডাকে
]
৪. মুমবাত্তি যখন স্টাইল করে
৫. মুমবাত্তি যখন গরমের দেশে
৬. মুমবাত্তি যখন ব্লগিং করে
৭. মুমবাত্তি যখন গাছে চড়ে
৮. মুমবাত্তি যখন ঘুম ধরে
আরো গোপন ছবি নিয়ে আসতেছি দারান
তবে দুইটা দেখাই... কেননা মুমবাত্তি নাকি ইদানিং বড় হইছে
১. মুমবাত্তি যখন শীতের দেশে
২. মুমবাত্তি যখন রাগ করে
আসেতেছি বাকিগুলা নিয়ে
=====
আপা, এখন আমারে হাতুড়ি থেকে বাচানোর দায়িত্ব আপনার
২.মুমবাত্তি যখন মুচকি হাসে
৩.মুমবাত্তি যখন হারিকেন বিহনে
৪.মুমবাত্তি যখন স্বপ্ন দেখে
৫.মুমবাত্তি যখন জান্নাতে
৬.মমবাত্তির সকল কার্যক্রম যখন হারি দেখে
জান্নাতে যাবার সময় হাত ধরে যইও কিন্তু
খুব ভালো লাগলো।
প্রতি দুই লাইনের শেষের মিলগুলোও মুগ্ধতার পরশ বুলিয়ে যাবার জন্য যথেষ্ট!
অনেক শুভেচ্ছা আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
প্রিয় মণি পুষ্প কলি -আছো কোথায় এখন তুমি?
মনা আনমনায় আমি -কাটাচ্ছি এই দিবা নিশি।
মোমবাতির হৃদয়ে যদি হারিকেনের সুতা আর ভালবাসার তেজ থাকে তা হলে এই পোস্ট পড়ার পর সাত সাগর তের নদী পাড়ি দিয়ে এসে হাজির হরে হারিকেনের কাছে। তখন কিন্তু আবার পাবার আনন্দের পোস্ট দিতে হবে ।
প্রায় ছেলেদের/স্বামীদের মেয়েদের প্রতি ভালবাসা উতরায়ে উঠলে তখন মেয়ের বাবা মা আকিকা দেওয়া নাম ভুলে কি প্রিয়মনি ,সোনামনি,লক্ষীমনি ,পারুমনি ইত্যাদি নাম আর সাথে মনি ডাকা শুরু হয় ।এটা কি সংক্রামন ভাইরাস কিনা বুঝতে পারছি না?
প্লেনে আসবে মনেহচ্ছে জাহাজে আসলেতো কয়েক বছর লেগে যাবে
সত্যি
আল্লাহ কবুল করুন আমীন
তোমারে পৃথিবীতে আর খুজে পাওয়া যাবে কি হ্যারি@
ইনশাআল্লাহ জান্নাতে তোমাকে আল্লহা বিয়ে পড়িয়ে দিবেন এটাই দুআ করি। <) <)
এই কথার মানে কি একটু বুঝিয়ে বলবেন আমি শিখে রাখতে চাই ।সত্যলিখন আপু @
মধু এক সাথে বেশি খেলে “বুক জ্বলে” শুনেছিলাম, “তিতা লাগে” এ কথা আজকেই প্রথম শুনলাম। @সত্যলিখন আপা
দুই টা কথার সারসংক্ষেপ হলো কোন ব্যাপারে অতিরঞ্জিত বা ইসলামের সীমা রেখা অতিক্রম না করা । কারন আল্লাহ ভাল জানেন কোথায় আমার কল্যান আর কোথায় আমার অকল্যান রয়েছে। অতি আগ্রহের জিনিসে য়াল্লাহ অমঙ্গল রাখলে তা কিছু দিনের মধ্যেই তোমার মনের অজান্তেই তোমার থেকে আস্তে আস্তে সরে যাওয়া শুরু করবে। আল্লাহ তোমাকে অনেক বড় ক্ষতি থেকে বাচানোর জন্য অল্প কষ্ট পেলেও তা সরায়ে ফেলবেন। সামুয়িক কষ্ট হলেও কিছু দিন পরে তুমিই বুঝবা আল্লাহ যা করেছেন তা তোমার ভালর জন্যই করেছেন। মধু অনেক উপকারী কিন্তু এটা বেশি খাওয়া যাবে না । এতে হিতে তোমার আরো বড় ক্ষতি করে ফেলবে।
@সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হে আল্লাহ্ - আমাদের সবাইকে হিদায়াত দান করুন। তোমার নির্ধারিত সীমা রেখা অতিক্রম না করে তোমার সন্তুষ্টি অর্জন করে দুনিয়াতে বসবাস করতে পারার তৌফিক দান করুন।
শখের পিঠার বুক কাচা থাকে আর মধু বেশিক্ষন খাওয়া যায় না ।তিতা লাগে ।
কথাগুলো কিন্তু ঠিক আমি সাপোর্ট করি
আমাদের জন্য এর ছিটেফোটা রাখবেন।
@মামনু ভাইয়া, আপনাদের জন্যও আছে
@আফরামণি - পবিত্র আপুর কথাই সঠিক মনে হচ্ছে, না হলে এত জোর দিয়ে কেমনে বলতে পারলো ওবেলা ভাই।
কোন বাগানে কাটাচ্ছো দিন - আছো আমি বিনে?
মোমবাতি বাগানে থাকে নাহ্!
আমি লজ্জা পাইছিলুম সেটা দেখে!
ছেলেটা দেখতে কি আপ্নার মতন?
কোন বাগানে কাটাচ্ছো দিন - আছো আমি বিনে?
সূর্যের পাশে হ্যরিকেন ভাইয়া মনে খারাপ করিয়েন না ।মোমবাতি মনে হয় বাবা মায়ের কাছে ভালই আছে ।
বাবা মায়ের কাছে সব সন্তানেরা ভালই থাকে
দোআ করছি - প্রিয় মোমবাতিটা যেন আল্লাহ'র কোর'আন ও রাসুলের হাদীসসমুহ কে জেনে, বুঝে, মেনে চলে ..... পোশাকে, চাল-চলনে, লেন-দেনে ও দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করে নিজেদের পার্থিব জীবনটাকে শান্তিময় করে তুলে আখিরাতে নিজের প্রাণপ্রিয় সঙ্গীকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে - সেই তৌফিক যেন আল্লাহ্ দান করেন।
লোডশেডিংয়ে কাজে লাগবে
পরে আবার আসবো
হারিকেন, মোমবাতি,আরেকটা হারিবাতি
তুমি জেনে রেখো কোথাও না কোথাও কেউ আছে তোমার অপেক্ষায়।
আকাশ পানে তাকিয়ে থাকি
তারার দিকে চেয়ে
যে তারা চাদঁ আমি দেখি
দেখছে আমার ইয়ে
তোমার জন্যই রোমান্টিক হয়েছি
সাদামাটা আমি পান্তাভাত মানুষটি
গুছিয়ে শুদ্ধ বাংলায় কথা বলার সেকি চেষ্টা
ফিটফাট বাবু সেজে তোমাদের বাড়ীর পাশে মহড়া
কারনে অকারনে স্মার্টনেস প্রদর্শনের চেষ্টা
যদিও হাড়কিপ্টে তবু তোমার জন্য দুহাত উদার
তোমার জন্যই প্রথম পারফিউমের দোকানে ঢুকা
সেলুনের দোকানে বার বার গিয়ে হেয়ার স্টাইল বদলানো
সাইকেল চালানোতে ভীতু মানুষটির মটর সাইকেল শেখা
শুধু তোমার জন্য ঘুমহীন রজনী পার করা
সারাক্ষন তোমার স্বপ্নে বিভোর থেকে বকা খাওয়া
তুমি প্লাস আমি-কত যায়গায় সাংকেতিক লেখা
শুধু তোমার জন্যে উদাস দুপুরে হেরে গলায় গাওয়া
আজো সেই উদাস আমি-কাটে নির্ঘুম রজনী
সেই দিনগুলির কথা মনে পরে-কেন এমন ছিলাম ?
আজো অবসরে ভাবি অবশেষে আমি-
তোমার জন্যই স্মার্ট হতে পেরেছিলাম ,
এখনো আমি সুটকোট পড়া এক স্মার্ট পাগল
শুধু তোমার জন্য..... । আমি কিন্তু হারিকেনকে খুজঁছি...এত্তো অসাধরন কবিতা লিখেন...!!! পিলাচ পিলাচ পিলাচ অনেক ধন্যবাদ
দোযা রইলো-আলো যেন না ফুরায়
আমার খাদক ভাইয়া কে পেয়ে অনেক ভালো লাগলো আপনার খাওয়াতো ভাই আওণ কে ইদানিং দেখা যায় না কেনু? পেটে কী সমস্যা হয়েছে?
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
“ হে আমাদের রব ! আমাদের নিজেদের স্ত্রীদের ও নিজেদের সন্তানদেরকে নয়ন শীতলকারী বানাও এবং আমাদের করে দাও মুত্তাকীদের ইমাম৷” ফুরকান-৭৪
অনেক অনেক দোআ আর শুভকামনা রইলো
কয়দিন পর পর ভাইটি কোথায় হারিয়ে যায়????
চেষ্টা করি নিয়মিত থাকতে ব্লগে, তবুও কেন জানি পারি না দোআ করবেন আপু আমার জন্য বেশি বেশি
ভাইয়া, আপনার এই উৎসাহব্যঞ্জক কমেন্ট পড়ে অনেক্ষণ চিন্তা করে জবাব দেয়ার মতো কোন কিছু না পেয়েই এরকম জবাব দিলুম। আমার ব্লগে আপনার কমেন্ট দেখলে আমি যারপরনাই খুশি হই। যাজাকাল্লাহু খাইর
যাজাকুমুল্লাহ্
আপনার লেখাগুলো অনেননেনেক নরম ও সুন্দর ফিলিং
ছবি ক্রেডিট: ইমরান দাদা (হারিয়ে যাওয়া প্রিয় ব্লগার)
আপনি যেখানেই বিয়ে করেন একটা শ্যালিকা রাখবেন আমার জন্য আমি ও নরাম সুন্দর ছেলে
মন্তব্য করতে লগইন করুন