(ছবি ব্লগ) কিউট কিউট সব বাচ্চা? নাকি বিচ্চু?
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ১৬ নভেম্বর, ২০১৪, ০২:১০:৩৯ দুপুর
ডেডিকেটেড্ টু প্রিয় দুইজন ব্লগার:- (১) আমার অন্নেক প্রিয় আপ্পিমণি (২) কুড়মুড়ে শেফ বাবু ব্লগার আমার নিজের পিঠের চামড়া রক্ষার্থে নাম বলা থেকে বিরত রইলুম। কেউ নাম বলে দিলে কিন্তু আমি দায়ী নয়।
বিষয়: বিবিধ
৮৩২১ বার পঠিত, ১৭১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাট আমি মনে করেছি এটা টাইপিং মিস্টেক ।
কিন্তু বারবার হওয়াতে আজকে বললাম।
বাট আওণ = সাহায্যকারী। রাহ'বার = পথপ্রদর্শক।
বাট আগুণ রাহ'বার হলে
তোমাকে ধন্যবাদ ছোটমনি।
.... ভাইছা....
আমার নিজেরে খুইজ্জা পাইলাম না কেইল্লেইগ্যা!!! আরেকটু বেশী অইলে খ্যতি কি অইতো।
@আগুণ রাহ'বার ভাইয়া...... তোমার জন্য কী দিবো বলোতো দেখি বাটাল দেবো একটা?
আফরা
অন্যকে ডেডিকেটেড্ করা পোস্টে আমরা কি করবো? তাই চিন্তা করছি পোস্টটি থেকে চলে যায়।
হারিকেন ভাইয়া, আপনি লিখেছেন: আমার নিজের পিঠের চামড়া রক্ষার্থে নাম বলা থেকে বিরত রইলুম এখনতো বলে দিলেন, এখন পিঠের চামড়া কিভাবে রক্ষা করবেন?
@আফরাপু, নিজেকে নিজে চিনি না তা নয়, "কুড়মুড়ে শেফ বাবু ব্লগার" আমাকে বলেছে সেটা বুঝতে পারলেও উনার মুখ থেকে শুনার জন্য এমন বলেছিলাম।
আচ্ছা, ডেডিকেটেড্ - ১ম টা কে? কেউ কি জানে? না কি উনিও নিজেকে চিন্তে পারে নাই কে জানে?
পিচ্চিগুলারে আদর করতে ইচ্ছা করছে।
অনেক ভালো লাগলো
কিন্তু আপনার সাথে আমি একমত। খুবি সুউইট বিচ্চুগুলো। আদর করতে ইচ্ছা করছে।
তবে এই রকম রেকর্ড আর হয়নাই যে প্রথম ৪টা কমেন্ট ই একজনের!!!!
বাংলাদেশের কি্রেকটের রেকর্ড এর সাথে এটাও স্মরনিয়......
আপনাকে ধন্যবাদ ভাইয়া, সুন্দর কমেন্টটির জন্য
আমি কারও নাম বলে বিপদে পড়তে চাইনা
ঘুম ঘুম এত কেনো ঘুম?
উঠ উঠ উঠ
দেরী হয়ে গেলো।
বাবুগুলো এত সুউইট কেনু? অনেক আদর লাগে। ইচ্ছে করতেছে ওদেরকে কাঁধে তুলে, মাথায় তুলে লাফালাফি করি, দুষ্টুমি করি, কাতুকুতু দিই ওদেরকে
আপনি ভালো তো?
আরোও প্রশ্ন কোরবোকি!! আঙ্কেলভাই
সবাইতো বিয়ে করে তাইনা?
আমি কত নাম্বার?
ভাবীর হাত দেখা যাচ্ছে কিন্তু আমি অবশ্যই ওদিকে তাকাইনি শুধু উড়নাটা চোখে পড়েছে আমার
এবার ঠিক আছে হ্যারী?
অবশ্যই পোষ্টদাতার।
অবশ্যই পোষ্টদাতার। একি শুনলাম হাছানি হ্যারি : :
এত্তগুলো বিচ্চু যদি আমার? একটা বউ ও এলো না জীবনে! বাচ্চা আসবে কোত্থেকে?
যাজাকিল্লাহ্ আপু, মন্তব্য করার জন্য।
ওহহ হ্যা ভাইয়া, ওকে গুগুলিং করে পেলাম। আপনি গুগলিং করে দেখুন।
ধন্যবাদ আফরা আপু।
(83:27)
عَيْنًا فِيهَا تُسَمَّىٰ سَلْسَبِيلًا
(76:18)
খুবি সুন্দর নাম দুটি। আমি এতদিন আপু মনে করছিলাম আপনাকে এখন থেকে তাহলে আপনাকে ভাইয়া ই ডাকবো @ছালসাবিল ভাইয়া
তবে সেই যাইহোক, অনিচ্ছা সত্ত্বেও কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যাপাতা দিলুম আপনাকে
নিচের দিক থেকে ২য় টা আপনার ছবি! তাইনা? আচ্ছা... জ্বিহ্বা বের করে আছেন কেনু? @বৃত্তপুণি
@বৃত্তপুণি
ততটুকুর জন্য অন্নেক ট্যাংক্যু
বাস্তবতার কষাঘাতে এখনকার পিচ্চিপাচ্চারা অনেক বেশী সতর্ক
েএরকম পিচ্চি ঘরে ঘরে থাকলে বাবাদের ধুমপান করতে বেগ পেতে হতো
আপনার কমেন্ট দেখে খুবি ভালো লাগলো হতভাগা ভাইয়া
তবে আগেই হিসেব কষে নিন, এত্তোগুলো সামলাতে পারবেন কিনা!
আপনি কি ঘুমু ডাক্তারও? তাহলে আপনাকে বলি.... আমার প্রচুর ঘুম হয়, তবুও চোখের কোণে কালি পড়েছে কেনু?
সবকিছু জানার জন্যও বুঝার জন্যো ডাক্তারের কাছে যেতে হয়না, তাই ডাক্তার না হয়েও বলে দিলাম আপনি কম ঘুমান বুধুয়ার চিন্তায়। আর হা, আপনার 'বক্র মন লিখা থেকেই কিন্তু বুঝা যায় বেচারার ঘুম আসেনা, সো কালি কেন পড়বেনা!
আমি বিয়ে বিশেষজ্ঞ নই, লিখায় যা বলেছি, তা জানা অথবা এমন চিন্তা লালন করা এসেন্সিয়াল নীডস!
তাহলে আসি এখন! তবে কমেন্ট বক্স ছাড়ছি কিন্তু ব্লগ নয়।
মন্তব্য করতে লগইন করুন