আমার ঈদও কেন এমন হয়?
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ০৫ অক্টোবর, ২০১৪, ১১:৩৬:১৫ রাত
ঈদের দিনে সবাই খুশি আনন্দে কাটে দিনটা
ধনী গরীব মিলে মিশে
ঈদের সালাত আদায় করে
বন্ধুরা সব ঘুরে ঘুরে
ঈদের খুশি বন্টন করে
উপভোগ করে ঈদটা।
-------------------------
কিন্তু কেন এমন করছে আমার মনের ভিতরটা?
কিসের অভাব, কিসের প্রভাব
হাসি খুশির পরিবর্তে
কালো মেঘের আঁধার ভরে
উড়াল দিতে চাচ্ছে কেন
নিয়ন্ত্রণহীন এই মনটা?
-------------------------
অজানা এক কষ্ট নিয়ে কাঁপছে শুধু বুকটা
শান্তি স্বস্তি নেই কোথাও
জ্বলছে আগুন দাউ দাউ
ঈদের খুশি ধুলোয় মিশে
অশ্রু বেশে বেরিয়ে এসে
কান্দছে আমার প্রাণটা।
বিষয়: বিবিধ
১৯৬৫ বার পঠিত, ৫৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনের গহীনের অনুভূতিগুলো শেয়ার করবার জন্য অনেক ধন্যবাদ হ্যারি ভাই [ আমার মনে হয়, আপনাকে ভাই বলাটা ঠিক হবে না, যেহেতু সন্ধ্যাতারা আপু'র ছেলের মত আপনি, তাহলে আমি 'মামা' হলাম, তাই না?]
ঈদের শুভেচ্ছা রইলো হযারি ভাগিনা।
জাজাকাল্লাহু খাইর।
'তুমি' করেই বলতে হবে তাহলে আমাকে। @মামুন মামা
আজ থেকে তোমাকে তুমি-ই বললাম।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
আল্লাহপাক আমাদেরকে সব সময়েই দেখছেন, আমি কতটুকু সহ্য করতে পারব, তাও তিনি জানেন। তাই আমার জন্য কোনটা ভালো হবে এটাও তিনি অবশ্যই করবেন। এই ক্ষেত্রে আলাম নাশরাহ সূরাটি বার বার অর্থ জেনে পাঠ করলে মনে শান্তি আসে। আমি দেখেছি।
@মামা - যাজাকাল্লাহু খাইর সুন্দর রিমাইন্ডারের জন্য।
হাবিবের মুখে একটা গান আপনার জন্য উতসর্গ করলাম, "বল কেন এমন হয়, না পাওয়ার অর্থটাকে কি ঈদের আনন্দ কয়, বল বল কেন এমন হয়!"।
এসব গানের মধ্যে কোন স্থায়ী শান্তি নেই।
ধন্যবাদ কমেন্ট করার জন্য।
শান্তি স্বস্হিহীন কষ্টের অজানা আগুনে ঝলসে যাওয়া হ্রদয়ে শান্ত স্নিগ্ধ আনন্দ-সুখের বারবার নরম প্রলেপে ভরে উঠুক আপনার জীবন,করুণময় মহান আল্লাহ তায়ালার কাছে এই মিনতি......
ধন্যবাদ আপনার মন্তব্যে;র জন্য।
হারিকেনের মন ভালো করতে আমি এক গ্যালন কেরোসিন দিয়ে গেলাম
যথার্থ উপহার
এবার খুশী না হয়েই পারেনা
ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
ঈদ মোবারক ভাইয়া। হারিকেন মশাই যেন আবার নতুন উদ্যমে জ্বলে উঠতে পারেন তাই কেরোসিন দিয়েছি।
@আবু সাইফ ভাইয়া- ওয়া-আলাইকুমাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. আপনাকেও ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
আমার তো মনে হয় এই সমাজের অসহাদের থিম নিয়ে আপনি কবিতার প্রাণ দিয়েছেন ?
কোনটি সঠিক জানাবেন আশা রাখছি
দেশে তো এখনও ঈদ চলছে। ঈদ মুবারাক!!
আপু, আপনাকেও লেইট ঈদ মুবারাক।
মনে করেছিলাম লেখাগুলো দেখে আপনার মন খারাপটা কিছু কমবে, কিন্তু...
কারো মন ভালো হয় এমন এক্টা সুন্দর কমেন্টও করতে জানি নাহ্!
সরি আপ্পি, ঈদ মোবারক জানাতে ভুলে গিয়েছিলাম প্রথম প্রতিমন্তব্যে। এখন বলছি লেইট ঈদ মোবারক। আপনাদের জীবনে.... সুখ, শান্তি, সফলতা বয়ে আনুক এই ঈদ। @পবিত্রপুনি
প্রকৃত কথা এই যে, সংকীর্ণতার সাথে প্রশস্ততাও রয়েছে৷
﴿إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا﴾
৬) আসলে সংকীর্ণতার সাথে আছে প্রশস্ততাও
﴿فَإِذَا فَرَغْتَ فَانصَبْ﴾
৭) কাজেই যখনই অবসর পাও ইবাদাতের কঠোর শ্রমে লেগে যাও
﴿وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب﴾
৮) এবং নিজের রবেরই প্রতি মনোযোগ দাও৷
নিশ্চয়ই আল্লাহ আমাদের উত্তম অভিভাবক এবং উত্তম হিফাজত কারী! অনেক অনেক দোআ রইলো!
যাজাকিল্লাহু খাইর প্রিয় রাইয়ানমণি। আপনাদের জন্যও অনেক দোআ রইলো আপুনি।
দুঃখ কি উপলব্ধি করো। দুঃখকে হাসিতে রুপান্তর করার চিন্তা করো। ভেঙ্গনা। ঝড় আসছে। পরিপূর্ণ রুপে আসেনি। প্রস্তুতি নাও।
ভেঙ্গনা। ঝড় আসছে। পরিপূর্ণ রুপে আসেনি। প্রস্তুতি নাও।
ধন্যবাদ সুন্দর কমেন্ট এর জন্য।
মন্তব্য করতে লগইন করুন