ঘুষ খাওয়া অবৈধ নয়!
লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ১২ নভেম্বর, ২০১৪, ০১:১৪:৩৭ দুপুর
স্যার, আমার ফাইলটা সাইন করে দিন। একটা ফাইল সাইন করার জন্য আর কত মাস অপেক্ষা করব? প্লিজ স্যার, আর ঘুরাইয়েন না।
আপনি বুঝেন না কেন ঘুরাইতেছি, টাকা দেওয়া ছাড়া সাইন হবে না!
স্যার, আমি তো জানি আপনি অবৈধ কাজ করতেন না। তাই ঘুষের বিষয়ে আপনার সাথে আলোচনা করিনি।
ঘুস খাওয়া এখন আর অবৈধ না!
কি বলেন স্যার!? ঘুষ খাওয়া বৈধ মানে?!!
একটি পত্রিকা হতে নিয়ে, এই দেখেন...
খবরের শিরোনাম: ‘ঘুষ খাওয়া অবৈধ নয়!’ -অর্থমন্ত্রী
স্যার, বিস্তারিত খবরে এটা চেতনাবিধানের কত ধারায় বৈধ সেটাতো বলা হয়নি।
বিষয়: বিবিধ
১৩০৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন