অপেক্ষা
লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ২৩ জুন, ২০১৫, ০৯:০১:৩৪ রাত
সে আমার দরজায় কড়া নাড়বে বলে
কত রাত আমি জেগেছিলাম,
তন্দ্রা আসতে দেইনি দুচোখের কোনে।
সে আসবে বলে এখনো রাত জাগি।
এখনো মনের উঠানে স্বপ্ন আঁকি।
এখনো গান গাই তাহার সুরে।
হারিয়ে যেতে চাই তাহার মোহনায়।
সে আসবে আসবে বলে আজও আসেনি।
দুই হাত বাড়িয়ে ডাকি তারে,
শুনেই যায়, বলেনিতো আজও কিছু।
তাহার অপেক্ষার শেষ প্রান্তে দাঁড়িয়ে
আমার চেয়ে থাকা তাহার পথে,
সে আসবে আসবে বলে আজও আসেনি।
বিষয়: সাহিত্য
১২৮৬ বার পঠিত, ৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
তবে আপনার কবিতাটা খুব ভাল লেগেছে।
মন্তব্য করতে লগইন করুন