রাজ্জাকরা নায়ক নাকি ভিলেন!

লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ২০ জুন, ২০১৫, ০৩:০৪:৩৫ দুপুর

খবর দেখছি এক চোখে অন্য চোখে মোবাইল। সাথে অন্য একজনও খবর দেখছে, হঠাং পাশের জন বলল, “নায়ক রাজ্জাককে মিয়ানমারের বাহিনী ধরে নিয়ে গেছে!”

- কি বললেন?

- নায়ক রাজ্জাককে নাকি মিয়ানমারের সিমান্তরক্ষী ধরে নিয়ে গেছে! এখনো ছাড়েনি, তার প্যান্ট খুলে লুঙ্গি ও হাতকড়া পরিয়ে রেখেছে তারা।!

-আপনাদের খবর শুনতে কয় কে! সারাদিন ছবি নিয়ে থাকেন তো তাই রাজ্জাকের নাম শুনেই নায়ক মনে হল!

- ওরা যে বলল বিজিবি সদস্য নায়ক রাজ্জাক..

-তারা নায়ক বলেনি, বলেছে নায়েক রাজ্জাক! ছবিতে কখনো দেখেছেন নায়কদের এরকম ধরাশায়ী হতে হয়! অন্তত বাংলা ছবিতে! এরকম ধরা খায় ভিলেন প্রজাতি!

আমরা তো তাদের ভিলেন চরিত্রে দেখতে চাই না। তাহলে কেন নিজেদের বারবার ভিলেন হিসেবে জাতীর কাছে উপস্থাপন?

নায়ক ভিলেনের হিসেব মিলাতে গিয়ে কয়েকদিন আগের বিজিবি বাহিনী প্রধানের বক্তব্য মনে পড়ে গেল!

মেজর জেনারেল আজিজ আহমেদ: ”বিজিবির সকল অস্ত্র প্রাণগাতি! প্রয়োজনে অস্ত্র চালাবে বিজিবি”

এরপর তারা অস্ত্র চালিয়েছেন, তাদের অস্ত্রের আগাতে কয়েক জন হতাহতও হয়েছিল।

প্রশ্ন: তাহলে কি এই অস্ত্র শুধু এদেশের নাগরিকদের উপর চালানোর জন্য? যাদের ট্যাক্সের টাকায় অস্ত্র কেনা হয় তাদের বুব ফুটো করার জন্য?

বিষয়: বিবিধ

১৫০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326888
২০ জুন ২০১৫ দুপুর ০৩:১২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আ. ল. ম. ফজলুর রহমানের মত বিডিআর এখন কি আছে? ধন্যবাদ..
২০ জুন ২০১৫ দুপুর ০৩:১৮
269132
মোঃ আবদুর রহিম লিখেছেন : বিডিআর তো এখন বিলুপ্ত। যারা আছে তাদের বিজিবি বলা হয়!!!
326895
২০ জুন ২০১৫ বিকাল ০৪:০৩
অনেক পথ বাকি লিখেছেন : নতজানু কূটনীতির কারণেই এসব হচ্ছে।
২০ জুন ২০১৫ বিকাল ০৪:৩৬
269136
মোঃ আবদুর রহিম লিখেছেন : কুটনীতি শব্দটা কি এখনো জীবিত আছে!সেটা তো ভারতে সমাধিস্ত হয়েছে জানি!
326934
২০ জুন ২০১৫ রাত ০৯:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওরা আগে ছিল দেশের নায়ক। বড়াইবাড়ির কথা স্মরন করুন। আর এখন তারা হয়েছে ভিলেন!!
ছবিতে কিন্তু দেখা যাচ্ছে নায়েক নয় নায়েব সুবেদার!!
326935
২০ জুন ২০১৫ রাত ১০:০৬
আবু জান্নাত লিখেছেন : বিডিআর থেকে বিজিবি হয়ে ওদের নৈতিক অধঃপতন হয়েছে। যেমন বাঘ থেকে ছাগল হয়েছে, তেমনি আদর্শ চরিত্রবান থেকে চোরাকারবারী হয়েছে।
326945
২০ জুন ২০১৫ রাত ১১:০২
দ্য স্লেভ লিখেছেন : রাষ্ট্র হযবরল চিন্তার বাহক হলে এর বাহিনীর মধ্যে মনোবল,শক্তিমত্তা,আদর্শ ঘাটতি থাকে। এতে একটি পেশাদার বাহিনী অন্ত:স্বার শুন্য হতে পারে। গায়ে শক্তি আছে ,অস্ত্রও আছে কিন্তু সেটা দিয়ে কিভাবে কি করতে হয় তার নির্দেশনায় ঘাপলা আছে। তাহলে এতকিছু থাকার পরও কিছুই নেই...
২২ জুন ২০১৫ দুপুর ০৩:০৪
269343
মোঃ আবদুর রহিম লিখেছেন : যথার্ত বলেছেন। ভাল লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File