রাজ্জাকরা নায়ক নাকি ভিলেন!
লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ২০ জুন, ২০১৫, ০৩:০৪:৩৫ দুপুর
খবর দেখছি এক চোখে অন্য চোখে মোবাইল। সাথে অন্য একজনও খবর দেখছে, হঠাং পাশের জন বলল, “নায়ক রাজ্জাককে মিয়ানমারের বাহিনী ধরে নিয়ে গেছে!”
- কি বললেন?
- নায়ক রাজ্জাককে নাকি মিয়ানমারের সিমান্তরক্ষী ধরে নিয়ে গেছে! এখনো ছাড়েনি, তার প্যান্ট খুলে লুঙ্গি ও হাতকড়া পরিয়ে রেখেছে তারা।!
-আপনাদের খবর শুনতে কয় কে! সারাদিন ছবি নিয়ে থাকেন তো তাই রাজ্জাকের নাম শুনেই নায়ক মনে হল!
- ওরা যে বলল বিজিবি সদস্য নায়ক রাজ্জাক..
-তারা নায়ক বলেনি, বলেছে নায়েক রাজ্জাক! ছবিতে কখনো দেখেছেন নায়কদের এরকম ধরাশায়ী হতে হয়! অন্তত বাংলা ছবিতে! এরকম ধরা খায় ভিলেন প্রজাতি!
আমরা তো তাদের ভিলেন চরিত্রে দেখতে চাই না। তাহলে কেন নিজেদের বারবার ভিলেন হিসেবে জাতীর কাছে উপস্থাপন?
নায়ক ভিলেনের হিসেব মিলাতে গিয়ে কয়েকদিন আগের বিজিবি বাহিনী প্রধানের বক্তব্য মনে পড়ে গেল!
মেজর জেনারেল আজিজ আহমেদ: ”বিজিবির সকল অস্ত্র প্রাণগাতি! প্রয়োজনে অস্ত্র চালাবে বিজিবি”
এরপর তারা অস্ত্র চালিয়েছেন, তাদের অস্ত্রের আগাতে কয়েক জন হতাহতও হয়েছিল।
প্রশ্ন: তাহলে কি এই অস্ত্র শুধু এদেশের নাগরিকদের উপর চালানোর জন্য? যাদের ট্যাক্সের টাকায় অস্ত্র কেনা হয় তাদের বুব ফুটো করার জন্য?
বিষয়: বিবিধ
১৫০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছবিতে কিন্তু দেখা যাচ্ছে নায়েক নয় নায়েব সুবেদার!!
মন্তব্য করতে লগইন করুন