কারো বুলি কারো গালি
লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:১৯:৪২ দুপুর
কথায় বলে “কারো বুলি আর কারো গালি”! তেমনই কিছু শব্দ নিয়ে ছোট্ট এই আয়োজন।
Bra (আন্ডার ওয়ার বিশেষ) ফ্রান্সে যার অর্থ হল arms (যুদ্ধাস্ত্র)
Pick (বাচাই করা) নরওয়েতে এই শব্দের অর্থ হল dick (পর্ণ)
Kiss (চুম্বন) সুইডেনে যার অর্থ হল pee (প্রস্রাব)
Fitter (মিস্ত্রি) নরওয়েতে এই শব্দের অর্থ হল woman’s genitals (নারীর গোপন অঙ্গ)
Preservative (সংরক্ষন করা) ফ্রান্সে যার অর্থ হল condom (কনডম)
Peach (জাম বিশেষ) তুরস্কে এই শব্দের অর্থ bastard (জারজ)
Gift (উপহার) জার্মানে এই শব্দের অর্থ হল poison (বিষ)
Latte (লাঠি) জার্মানে এই শব্দের অর্থ হল erect penis (খাড়া পেনিস্)
Salsa (সালসা) কুরিয়ায় এই শব্দের অর্থ হল diarrhoea (পাতলা পায়খানা)
Pay Day (বেতন দেবার দিবস) পুর্তগালে এই শব্দের অর্থ হল I farted (আমি পাদলাম)
Cookie (মিষ্টি বিস্কুট) হাঙ্গারীতে এই শব্দের অর্থ হল small penis (ছোট পেনিস্)
Bill (বিল) নেদারল্যান্ডে এই শব্দের অর্থ হল buttocks (নিতম্ব)
Cool (শীতল) স্পেনে এই শব্দের অর্থ হল bum (পাছা/নিতম্ব)
এসব দেশে ভ্রমনে গেলে উক্ত শব্দ গুলো ব্যাবহারের সচেতন থাকতে হবে। না হয় মারও খেতে পারেন।
বিষয়: বিবিধ
১৭০৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন