রাজধানী ঢাকার সঙ্গে যানজটমুক্ত সহজ যোগাযোগের অন্যতম মাধ্যম জয়দেবপুর-ময়মনসিংহ সড়কের চার লেনের কাজ সমাপ্তির পথে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ জুন, ২০১৫, ০২:৫৮:৩৩ দুপুর



জয়দেবপুর-ময়মনসিংহ চার লেনের ৭৪ কিলোমিটার কাজ শেষ হয়েছে

ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ জেলাবাসীর আনন্দের শেষ নেই। কারণ রাজধানী ঢাকার সঙ্গে তাদের যানজটমুক্ত সহজ যোগাযোগের অন্যতম মাধ্যম জয়দেবপুর-ময়মনসিংহ সড়কের চার লেনের কাজ রয়েছে একেবারে শেষ পর্যায়ে। অত্যাধুনিক মানসম্পন্ন ৮৭ কিলোমিটার এ সড়কের মধ্যে ৭৪ কিলোমিটারের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন চলছে শেষ পর্যায়ের ফিনিশিং (বিটুমিনাস ওয়ারিং কোর্স), সড়ক বিভাজক মিডিয়ান নির্মাণ, নিরাপত্তার পিলার স্থাপনসহ আনুষঙ্গিক কার্যক্রম। মহাসড়ক দৃষ্টিনন্দন করতে সৌন্দর্যবর্ধনের কার্যক্রমও দ্রুতগতিতে এগিয়ে চলছে। ব্রিজ ও কালভার্টের অংশ ছাড়া বাকি ১২ কিলোমিটার সড়কে দুই লেনের কাজ শেষ হয়েছে। এখন চলছে চার লেনে উন্নীত করার কাজ। তাই যানজট ও সময়ের ব্যবধানও অর্ধেকে নেমে এসেছে। আর জুনেই শেষ হচ্ছে বাকি কাজ। মহাসড়কের প্রশস্ততা বেড়ে যাওয়ায় যাতায়াতে আগের তুলনায় সময় কম লাগছে। যাত্রীরা জয়দেবপুর থেকে সোয়া এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টায় ময়মনসিংহ যেতে পারছেন। আগে একই সমপরিমাণ পথ যেতে আড়াই ঘণ্টা থেকে তিন ঘণ্টা সময় লাগতো। তাই এ পাঁচ জেলার উদ্দেশে এবার ঈদে যারা ঢাকা ছাড়বেন, তাদের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন ও আনন্দময়। চার লেন সড়ক সুবিধা থাকায় ঈদে ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কে কোনো ধরনের যানজট হবে না। যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যেতে পারবেন।

বিষয়: বিবিধ

৮৫৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326958
২১ জুন ২০১৫ রাত ০১:২৬
আব্দুল গাফফার লিখেছেন : খুশির খবর শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File