একজন বুদ্ধিমান নাস্তিকের লাভ-ক্ষতির হিসেব
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৮ নভেম্বর, ২০১৪, ১০:১৩:২০ সকাল
একজন বুদ্ধিমান নাস্তিক এভাবে লাভ-ক্ষতির হিসেব করবে—
০.O ধর্ম মানলে আমাকে প্রায় ৭০-৮০ বছর কিছু কষ্ট করতে হবে, কিছু ত্যাগ স্বীকার করতে হবে, কিছু আরাম-আয়েস ছেড়ে দিতে হবে। আর ধর্ম না মানলে, আমি ৭০-৮০ বছর আমোদ-ফুর্তি করে যাবো।
০.O ধরে নেই ধর্ম মিথ্যা। তাহলে মৃত্যুর পরে আমার অস্তিত্ব সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।
এক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারে—
O.০ যদি আমি ধর্ম মেনে চলি, আর ধর্ম মিথ্যা হয়, তাহলে আমি আসলে বুঝবোই না আমি দুনিয়াতে কী হারিয়েছি, বা কী কী করতে পারতাম, যা ধর্ম মানার কারণে করতে পারিনি। আমার কোনোই আফসোস থাকবে না, কারণ আফসোস করার জন্য অস্তিত্বই থাকবে না। সুতরাং ধর্ম মিথ্যা হলে আমি আসলে কিছুই হারাবো না। তার মানে ধর্ম মিথ্যা হলে এবং আমি ধর্ম মানলে লাভ শূন্য, ক্ষতি তুলনামূলকভাবে অল্প।
O.০ আর যদি আমি ধর্ম মেনে না চলি, আর ধর্ম মিথ্যা হয়, তাহলেও আমি কিছুই টের পাবো না। তবে আমি প্রায় ৭০-৮০ বছর কিছু আমোদ ফুর্তি করে যাবো। সুতরাং ধর্ম মিথ্যা হলে, আর আমি ধর্ম না মানলে লাভ কিছুটা, ক্ষতি শূন্য।
O.০ ধরে নেই ধর্ম সত্যি। তাহলে দুটো সম্ভাবনা—
O.০ আমি ধর্ম মানলে তুলনামূলকভাবে অল্প ত্যাগের বিনিময়ে বিরাট পুরস্কার পাবো। সুতরাং এক্ষেত্রে লাভ বিরাট, ক্ষতি অল্প।
O.০ আর যদি ধর্ম সত্যি হয়, আর আমি ধর্ম না মানি, তাহলে অল্প আমোদ-ফুর্তির জন্য আমি বিরাট শাস্তি পাবো। সুতরাং এক্ষেত্রে লাভ অল্প, ক্ষতি বিরাট।
দেখা যাচ্ছে, ধর্ম মিথ্যা হলে লাভের সম্ভাবনাও অল্প, ক্ষতির সম্ভাবনাও অল্প। কিন্তু ধর্ম সত্যি হলে লাভের সম্ভাবনাও বিরাট, ক্ষতির সম্ভাবনাও বিরাট। যাদের কিছুটা ব্যবসায়ী বুদ্ধি আছে, তাদের আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, তাদের এখন কীসে ঝুঁকি নেওয়া উচিত বিশেষ করে আমার নায়িকা মুক্তিযোদ্ধার
বিষয়: বিবিধ
১৬০৯ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবার মত আমিও দখলবাজ হয়ে যামু!
এখানেই দখল দিয়ে গেলাম! >- >-
সাথে ভাল লাগাও ছড়িয়ে গেলাম!!
নাহলে
হা এটা ঠিক এ যুক্তি নাস্তিকদের জন্যই প্রযোজ্য।
আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাম্মুস্তাকিম ইয়া রব।
ভালো লাগলো
এমন কি আপনার উনিও!!!!
কেবল পয়সার চিন্তাই করে।
মন্তব্য করতে লগইন করুন