সবার নাগরিক অধিকার রক্ষায় ব্যর্থ রাষ্ট্রয্ন্ত্র পুলিশ, RAB বিজিবি, সেনা কেন আমাদের টাকায় বেতন-ভাতা পাবে? এদের কি রাখা হয়েছে সরকারি দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ?

লিখেছেন লিখেছেন শিশিরবাবু ২৮ ডিসেম্বর, ২০১৩, ০৭:৫২:১২ সন্ধ্যা

সরকারি দল যখন তাদের নেতা- কর্মীদের লাঠি হাতে রাস্তায় অবস্হান নিতে বলে, বাস, ট্রাক চলাচল বন্ধ করতে মালিক-শ্রমিকদের বাধ্য করে, ট্রেন চলাচল বাতিল করে, সাধারণ জনগণকে পাইকারী ভাবে পথে পথে আটকিয়ে তল্লাশী-হেনস্হা করে, দিন-রাত যখন ইচ্ছা নূন্যতম আইনী প্রক্রিয়া অনুসরণ না করে মানুষের বাসা-বাড়ি, প্রতিষ্ঠানে হানা দেয়, হোটেল-রেস্তোরার ব্যবসা জোরপূর্বক ব্ন্ধ রাখছে, প্রজাতন্ত্রের নাগরিকদের চলাচলের স্বাধীনতায় হামলা হচ্ছে, গণগ্রেফতার, হামলা-মামলা, গুম-খুনের মাধ্যমে বিরোধী রাজনৈতিক পক্ষকে নিশ্চিহ্ন করার প্রকাশ্য ঘোষণা বাস্তবায়ন করছে, সৃষ্টি হচ্ছে সংঘাত, জননিরাপত্তা বিপন্ন, তখন কোথায় রাষ্ট্রের পুলিশ, RAB, বিজিবি, সেনা ? অথচ এদেরই দেখি নাশকতা, সহিংসতার কারণ দেখিয়ে নিরস্ত্র বিরোধী দলের উপর ঝাপিয়ে পড়ছে। সবার নাগরিক অধিকার রক্ষায় ব্যর্থ হলে কেন আমাদের টাকায় এরা বেতন-ভাতা পাবে?

বিষয়: বিবিধ

১৪৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File