জয় মিডিয়ার জয়, জয় মিথ্যার জয়।

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৬ ডিসেম্বর, ২০১৩, ০৮:০২:১৯ রাত



আমাকে তোমরা ১০ টা টিভি চ্যানেল আর ১০ টা সংবাদপত্র দাও- আমি প্রমান করে দিব ১৯৭১ এ শেখ মুজিব ছিল পাক বাহিনীর দালাল, ঐ সময় মানুষ তাকে ভয়ঙ্কর রাজাকার "তামুক মুজিব" নামে চিনতো, আমি প্রমান করে দেব- বিএনপির

প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিল শান্তি কমিটির চেয়ারম্যান, প্রমান করে দেব বঙ্গবীর কাদের সিদ্দিকী ছিল রাজাকার বাহিনীর কমান্ডার-.....

১০ টা টিভি চ্যানেল আর ১০ টা সংবাদপত্র দিয়ে আমি প্রতিদিন মিথ্যাকে এত

বিশ্বাসযোগ্যভাব উপস্থাপন করবো যে, নতুন প্রজন্ম তাদেরকে রাজাকার ছাড়া অন্যকিছু ভাবার কথা চিন্তাও করবে না। শিশু- কিশোররা এটা জানতে জানতে বড় হবে যে, শেখ মুজিব ছিল ভয়ঙ্কর রাজাকার 'তামুক মুজিব'।

মিডিয়া দিয়ে আমি দেশের সাধারন মানুষের মাইন্ড একদম ওয়াশ করে দিব...

একটা মিথ্যাকে একশো বার জপলেও সেটা কখনো সত্য হয়ে যায় না, কিন্তু সাধারন মানুষ ঠিকই সেই মিথ্যাকে সত্য হিসেবে মেনে নেয়। বিশেষ করে হুজুগে বাঙালীদেরকে বোকা বানানো তো পানির মতই সোজা। এরা নিজের জ্ঞান-বুদ্ধি খরচ

করতে রাজি নয়- হুজুগে বাঙালী ভাবে নিজের জ্ঞান-বুদ্ধি থেকে খরচ করলে তো সেটা কমে যাবে, তারচেয়ে থাক দেখি সুশিল সমাজ কি বলে। এভাবেই তারা নিজের বিবেকটাকে ডিপফ্রিজে ঢুকিয়ে রেখে মিডিয়ার কথা গিলতে থাকে।

আর নিরপরাধ কাদের মোল্লা, সাঈদীরা তাদের চোখে হয়ে যায় ভয়ঙ্কর একেকটা রাজাকার... যাদের বিরুদ্ধে গত ৪০ বছরে একটা পয়সা দুর্নীতির অভিযোগ নেই, যাদের বিরুদ্ধে গত ৪০ বছরে একটা নারী ধর্ষনের অভিযোগ নেই, যাদেরকে গত ৪০ বছরে কেউ একটা বেআইনী কাজের জন্য অভিযুক্ত করতে পারেনি, একটি প্রতিষ্ঠিত

রাজনৈতিক দলের শীর্ষনেতা হয়েও যাদের মধ্যে আভিজাত্যের লেশমাত্রও ছিল না, তারাই আমাদের চোখে হয়ে যায় বড় বড় মানবতাবিরোধী অপরাধী। আর যারা চোখের

সামনে পুরো দেশটা লুটে পুটে খাচ্ছে, ধর্ষনে সেঞ্চুরী করছে, সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়ছে মিডিয়ার কল্যানে তারা আজ আমাদের চোখে বড় বড় মুক্তিযুদ্ধা, তারা দেশপ্রেমিক, তারা প্রগতিশীল।

হায়রে বাঙলার জনগন!! তোরা বাঙালী হয়েছিস ঠিকই, কিন্তু মানুষ হতে পারিসনি।

আবার তোরা মানুষ হ"।

বিষয়: বিবিধ

১৯৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File