এক যে ছিলো রাণী!!
লিখেছেন লিখেছেন বিশ্বাসী হৃদয় ২০ ডিসেম্বর, ২০১৩, ১০:৩১:৫১ রাত
কোন এক রাজ্যে এক রাণী ছিল।রাজ্যের কোথাও কোন শান্তি নেই।প্রজাদের এত অশান্তি দেখে রাণীর আর ভালো লাগেনা।তাই সে তার পাইক-পেয়াদাদের জিজ্ঞেস করলো, “আমার প্রজাদের এত কিসের দুঃখ?” তারা উত্তর দিলো, “প্রজারা ঠিকমত ভাত খেতে পাচ্ছেনা।তাই এত অশান্তি”। তো রাণী তখন বলল “ ভাত পাচ্ছেনাতো কি হয়েছে,তাদের কেক খেতে বল”!!
আজ আমার দেশের অবস্থা হয়েছে তাই।দশম সংসদ নির্বাচন ঠিক মত হচ্ছেনা এ নিয়ে জনগন উৎকণ্ঠিত আর রাণী বলছেন, “তো কি হয়েছে,আসেন একাদশ নির্বাচন নিয়ে আলোচনা করি”।
বিষয়: বিবিধ
১২৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন