জরুরী ভিত্তিতে কয়েক ট্রাক ছাই দরকার

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২০ ডিসেম্বর, ২০১৩, ১০:২৮:০৪ রাত

বাইং মাছেরা প্রমোশন হয়েছে, এখন ওরা সাপের মত উভচর হয়েছে। তাই পদ্মা-মেঘনা-যমুনা শুকিয়ে গেলেও ওদের কিছু যায় আসে না। বাংলাদেশ হেরে গেছে (বাংলাদেশীরাও হেরেছে) বাঙালীরা জিতেছে। বিশাল সে বিজয়ে না চাইতেই অমৃত এবং অমরত্ব! অমরত্ব পেয়ে মনসা-দেবী শিকারে নেমেছেন; কয়েকটা ইঁদুরকে ফাঁসি দিতে হবে, কিছু ইঁদুরকে যাবজ্জীবন, আর যেগুলো বাইরে থাকবে সেগুলোকে গুম করে ফেলতে হবে, বিষটোপ দিলেও কাজ হবে মনে হয়!

কিন্তু প্রশ্ন হলো, বাইং মাছেরা প্রমোশন পেলেও ওদের মোশন তো আগের মতই থাকার কথা! খালি পিছলাবে আর পিছলাবে- ছাই দিয়ে ধরতে হবে। জরুরী ভিত্তিতে কয়েক ট্রাক ছাই দরকার !

বিষয়: বিবিধ

১২১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File