ত্রিকবির একফালি চাঁদ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:৪৭:৩৯ বিকাল
অফিসে কাজের ফাঁকে লিখি প্রতিদিন, অভ্যাস হয়ে গেছে, আজকে চারটা লাইন লিখার পর ভাবলাম বাকীটা অন্য কেউ লিখুক, দেখা যাক কি হয়,
হঠাৎ আমার কি'যে হল
লাগছে সব এলো মেলো
ধূক ধূক কাঁপছে বুক
কি-জানি কি হয়ে গেল
ফেইসবুকে আবেদন করলাম বাকী অংশ জোড়া লাগাতে কে কে আছেন হাত লাগান, পেয়ে গেলাম ব্লগার তেপান্তরকেClick this link, খুব সুন্দর করে মিলিয়ে দিলেন, পরের প্যারাটা
হচ্ছে মনে আচমকা এক
বৈশাখী ঝড় হানছে আঘাত
বাড়ছে ঝড়ের বেগ গতিবেগ
ঠিক যেন এক বজ্রাঘাত
বাকী রইল চার লাইন, ব্লগার নেহায়েৎClick this link এর কথা মনে হল, অফ লাইনে ছিলেন, তাকিয়ে ছিলাম কবে আসেন, হুম আসলেন আর কিছুক্ষণ পর দেখলাম সত্যি সত্যি শেষ অংশটা জুড়িয়ে দিলেন, সব মিলে নিশ্চয় কিছু একটা হয়ে গেছে, কি দেয়া যায় শিরোনাম! ত্রিকবির একফালি চাঁদ দিলে কেমন হয়?
হঠাৎ আমার কি'যে হল
লাগছে সব এলো মেলো
ধূক ধূক কাঁপছে বুক
কি-জানি কি হয়ে গেল
হচ্ছে মনে আচমকা এক
বৈশাখী ঝড় হানছে আঘাত
বাড়ছে ঝড়ের বেগ গতিবেগ
ঠিক যেন এক বজ্রাঘাত
দীর্ঘ দিনের জমানো কথা
আজ তাকে ঠিক বলব,
তুষের আগুন বুকের ভেতর
আর কত কাল জ্বলব!?
বিষয়: বিবিধ
১৮৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন