রক্তের প্রত্যাঘাত
লিখেছেন লিখেছেন চক্রবাক ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:৪৯:৩৩ বিকাল
শুষ্কতায় নেতিয়ে গেছে বিবেকের স্নিগ্ধতা ।
স্নেহশীল হাত আজ বিবর্তিত,
লৌহ মানবের লোহা আজ বন্দুর ।
শকুনের হাতের মশাল,
দাম্ভিকের হুঙ্কার...পরাজয়ের গ্লানি আজ ঐক্যবদ্ধ ।
রন্দ্রকুটীরের কান্না,তপ্ত অগ্নিশীলা
স্বতন্ত্রতা হারিয়ে শৃঙ্খল।
বাজ আজ মাছ দ্বারা শোষিত,
রক্ত শুধা পান করছে পানকৌড়ি,
শকুনের অন্ন আজ পিঁপড়ার দখলে ।
লোভাতুর দৃষ্টি ক্ষমতার লোভে বিভোর
ক্ষমতা আজ কেদারা গেঁড়ে বসেছে ।
মানবিক চোখ,প্রিপার স্প্রেতে প্রজ্বলিত
গর্ভের শিশু প্রস্তুতি নিচ্ছে জীবন যুদ্ধের।
রক্ত কবে..বদলা নিবে ??
আশাতুর রক্ত চায়... ভ্রাতৃরক্তের সাধ নিতে,
রক্তের-সাগরে ডুবিয়ে মারতে রক্ত-পিপাসুদের ।
প্রত্যাঘাত চায়... রক্তিমতা ।
(চক্রবাক)
তারিখঃ২০-২-২০১৩
মিরপুর,১২ পল্লবী-ঢাকা।
বিষয়: সাহিত্য
১৪৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন