===***মেয়েদের জীবনের শ্রেষ্ট বন্ধু শ্রেষ্ট সম্পদ তার স্বামী***====

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:৩২:১৯ বিকাল



পৃথিবীটা গোল !

না কমলা লেবুর মত চেপ্টা ।

দূরত, পৃথিবী যেমন ইচ্ছা তেমন হক তা নিয়ে আমার কথা নয় ।

আমার কথা হল ঃ

মানুষ বয়স হয়ে বুড়া হওয়া শুরু করলে কি আবার জীবনের প্রথম দিকে যাওয়া শুরু করে নাকি ?

দাম্পত্য জীবনের শুরু তে না হয় বউ এর মন জয় করার জন্য বাসায় আসার সময় বউ এর প্রিয় কি ?

তা হাতে নিয়ে এসে লুকায়ে রেখে সারপ্রাইজ দিত ।

মাঝে দিয়ে সংসার সন্তান সব কিছু সাজায়ে গুছায়ে জীবন টা সুন্দর করতে গেলে দুই জনের অনেক ত্যাগ আর কষ্ট সইতে হয় ।

এই সময় ভালবাসার উপর মনে হয় শৈত্য প্রবাহ বয়ে যায় তাই তখন ভালবাসার গাছ শীতের পাতা ঝরা গাছের মত হয়ে যায় ।

ছেলে মেয়ে বড় হয়ে গেলে দাম্পত্য জীবনের শেষে এসে আবার বসন্তের কিছু টা নাতিশীতুঞ্চ হাওয়া বয়ে যাওয়া শুরু হয়ে যায় ।

আবার ভালবাসার প্রথম দিকের মত নতুন সবুজ পাতা গজায়ে নতুন ভাবে সেজে উঠে ।

সারাক্ষন জীবন সঙ্গী নিয়ে সময় কাটাতে চায় ।

মনে হয় ,

একটি নীড়ে দুই টি Lovebird ।

আসুক না নীড় ভাঙ্গা মরুঝড় ।তাতে কি !

একে অন্যকে শক্ত ভাবে আকড়িয়ে ধরে রেখেছেন ।

কেউ যেন কাউকে ছেড়ে হারিয়ে না যায় ।



প্রতি দিনের মতই উনি নাম ধরে ডাকতে ডাকতে ঘরে ডুকে দেখেন আমি নামাজে ।

ছোট ছেলে বলে উঠলো ,

"আব্বু আপনি কি জানি এনে লুকাচ্ছেন ? আমাকে দেন ।"

ছেলের বাবা উত্তর দিলেন ,

আরে ছেলে তেমন কিছু না ।

আর তোদের জন্য আনি নাই ।

আমি এনেছি তোর আম্মুর জন্য ।

তোর আম্মু তো চকলেট খুব পছন্দ করে ।

তাই একটা চকলেট আনলাম।

নামাজ শেষে চকলেটের খোসা খুলে নিজের হাতেই মুখে দিয়ে দিলেন ।যেন আমি আর কাউকে ভাগ করে দিতে না পারি । লজ্জা পেলাম ছেলেদের সামনে দেওয়াতে ।

সাথে সাথে বললাম আলহামদুলিল্লাহ ।

কারন এর চেয়ে জান্নাতী সুখ অন্য কিছুতে আছে বলে আমি মনে করি না ।

দুনিয়া কোথায়ও সারা জনম খুজলেও এত সুন্দর জান্নাতী সুখের মুহুর্ত পাব বলে আমার মনে হয় না ।

আমি মনে করি ,

মেয়েদের জীবনের শ্রেষ্ট বন্ধু শ্রেষ্ট সম্পদ তার স্বামী ।

আমি অনেক এর চাওয়া পাওয়ার হিসাব দেখে অবাক হয়ে যাই । মাঝে মাঝে ভাবতে থাকি , আমার প্রান প্রিয় জ্ঞানী মেয়ে বা বোনেরা কেন বুঝতে পারে না যে সত্যি সুখ কোথায় ।বোনেরা কেন সুখ নামের সোনার পাখিটা ধরার জন্য সোনা গয়না , দামী শাড়ি গাড়ির মাঝে খুজতে গিয়ে দুনিয়াবী জান্নাতী সুখ টা জলাঞ্চলী দেয় । যার সাথে আমি জীবন সঙ্গী হিসাবে সংসার করতে এসেছি তাকে কেন আমি দুনিয়াবী স্বার্থের জন্য বিক্রি করে দেব ।

আমি তাকে নিয়ে শুধু দুনিয়াতে নয় আখিরাতেও জান্নাতী শুখে থাকব ইনশাল্লাহ ।

আল্লাহ উনাকে এর বিনিময়ে দুনিয়া ও আখিরাতে জান্নাতী সুখ দান করুন । আমিন । ইয়া রাহমানুর রাহিম ।

বিষয়: বিবিধ

৪৪৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File