আহা বেশ বেশ বেশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:০৩:০৫ রাত
গায়ে মানেনা আপনি মোড়ল
কঠিন তো নয় অংক সরল
পাচ্ছি গন্ধ লগী বৈঠার রেশ
আহা বেশ বেশ বেশ
মন যা চাই সবই কর
এক এগার আনতে পার
মইন ফখরু ফিরবে আবার দেশ
আহা বেশ বেশ বেশ
গদি তোমার আর ছেড়না
যদি কেহ কয় ছলনা
বলবে তুমি আমার বাবার দেশ
আহা বেশ বেশ বেশ
প্রয়োজনে উড়িয়ে দেবে
দেশটা পুরো গুড়িয়ে দেবে
তবুও তুমি করবে বসে এ্যাশ
আহা বেশ বেশ বেশ
আহা বেশ বেশ বেশ
আহা বেশ বেশ বেশ
বুবু তোমার গুণের নেই শেষ
আহা বেশ বেশ বেশ
বিষয়: বিবিধ
১৬৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন