নিঃশব্দে !

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:১৯:০৫ রাত



শিশির ঝরবে কি ?

পেরোবে কি নিঝুম নিশি ?

ছড়ানো মুক্তো পাথরের গহীন কুঠুরি বেয়ে

দেবে কি আলোর ফল্গুধারা ?

তেপান্তরের ধুলিঝড় থামবে কি সহসাই ?

নেশার ঘোর কেটে পাবো কি ফিরে

চেতনার ঝলকানি ?

দুর হতে দুরে শোনা যায়

মৃদু পদধ্বনি !

আকাশের লুকানো কোণে নক্ষত্রের

মৃদু আলো !

পাহাড়ের ঘন গভীর বনের কিনারায়

ঝরনার আভাস !

এসবই ডাকে ঝিঝির গানে প্রতিনিয়ত !

পথ চলি তাই ; নিঃশব্দে !

বিষয়: বিবিধ

১৩৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File