তোকে দেখার জন্য . .
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:৩২:৫০ সকাল
তোকে দেখার জন্য,
দশমাস করেছি অপেক্ষা,
কত কষ্ট সয়েছি,
একা দোয়া করেছি ভিক্ষা।।
দিনে দিনে কত বড় তুই হলি,
মন বাগানে ফুটল ফুল-কলি।।
আমার পাশে হাতটি ধরে
হাটছিস তুই
একটু একটু করে,
উড়ো মেঘের ডানায় মেলে
খেলছিস তুই
আমার মনের ঘরে।
কত আশার স্বপ্ন বুনে চলি,
দিনে দিনে কত বড় তুই হলি,
মন বাগানে ফুটল ফুল-কলি।।
আমায় দেখে মুচকি হেসে
ঘেসছিস তুই
এইতো আরো কাছে,
যাসনা কভু আমায় ছেড়ে
ভয় হয় যদি
হারিয়ে ফেলি পাছে।
আয় কাছে তোর কানে কানে বলি,
দিনে দিনে কত বড় তুই হলি,
মন বাগানে ফুটল ফুল-কলি।।
কুমিল্লা/ ১৭.০২.১৬
বিষয়: বিবিধ
১৫৬৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন