ইনডেমনিটি (সাইকো গল্প)

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৪ জুলাই, ২০১৬, ০৮:৫৬:০২ রাত

'একটা কথা তোমাকে বলে রাখা প্রয়োজন!'

বলে খুক-খুক করে বিব্রত ভংগীতে কাশে আশফাক।

মিলির হাসি আসে। নিশ্চিত ছেলেটা বলবে তার আরেকটা মেয়ের সংগে এই সেই ছিল। বেশিরভাগ ছেলেই বিয়ের পরপর এরকম একটা কনফেশন করে। মেয়েদের অবশ্য পেটে বোমা পড়লেও মনের কথা বের হয় না।

-কি হয়েছে তোমার?

-হয়নি , তবে হবে !

-কি হবে ?

-আমাকে পুড়িয়ে মারা হবে!

-কেন ?

-না মানে, প্রায়ই স্বপ্নে দেখি আমাকে পুড়িয়ে মারা হবে।

-স্বপ্নতো স্বপ্নই। এত ভাবছো কেন ?

-না সত্যিই আমাকে পুড়িয়ে মারা হবে।

বলে কি? পাগল নাকি ? ইশ ! বাবা মা শেষ পর্যন্ত একটা পাগলের সংগে বিয়ে ঠিক করল ! বাসর রাতে মানুষ ইনিয়ে বিনিয়ে কত কথা বলে। আর ইনি কিনা তার মৃত্যুর কথা বলতে এসেছেন। হাহ !

***

চেম্বারে বসে আছি দুই ঘন্টা হল। একটা রোগীও নেই। বসে বসে মাছি মারা ছাড়া আর কোন কাজ নেই।

কিছুক্ষন ঝিমানোর পর মনে হল বাসায় গিয়ে একটু ঘুমিয়ে আসি। কম্পাউন্ডার চা নিয়ে এসেছিল। চা খেয়ে ঘুম নষ্ট করার মানে হয় না। বাইরে ঝিম ঝিম করে বৃষ্টি হচ্ছে । ভিজতে ভিজতে বাসায় চলে আসলাম।

অসময়ে বাসায় ফিরতে দেখে নীলু বেশ খুশি হল। কিছু কিছু মানুষের একটুতেই খুশি হওয়ার রোগ আছে। আমার বউ নীলুও এরকম। এরকম খুশি-রোগীকে জীবন সংগী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হয়।

বৃষ্টির দিনে চাল ভাজা ঝাল করে মেখে খেতে দারুন লাগে। ছোটবেলায় সর্দি হলে মা মাঝে মাঝে চাল ভাজতেন। ভাজা চাল গুড়া করে মরিচ দিয়ে খুব ঝাল একটা পাউডারের মত বানাতেন। এরপর একটা শক্ত কাগজ ভাজ করে আমাকে ধরিয়ে দিতেন। কায়দামত কাগজটা ধরে চালের গুড়া খেতাম। খেয়ে ঝালের ঝাজে সর্দি কোথায় পালাতো!

নীলুকে চাল ভাজার ব্যাপারে বললাম। সে আইডিয়াটা গ্রহন করলো। আমি পাশে দাড়িয়ে থেকে দর্শক হয়ে তাকে সাহায্য করলাম। কিছুক্ষনের মধ্যে সব তৈরি হয়ে গেল। সরিষার তেল দিয়ে পেয়াজ, মরিচ আর ছোট ছোট আদাকুচি সহ চাল ভাজা মাখানো হতে লাগল। এসময় কম্পাউন্ডার ফোন দিল, 'স্যার, আশফাক স্যার আইছে।'

আবার চেম্বারে যেতে হবে। নীলুর জন্য মন খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই।

আশফাক আমার পুরনো রোগী। তার বাবা আবরার চৌধুরী দেশের হাতেগোনা কয়েকজন ভিভিআইপির মধ্যে একজন। সে ডাকলে দেশের মন্ত্রী এমপিকেও দৌড়ে আসতে হবে আর আমিতো সামান্য এক সাইকিয়াটৃস্ট।

আশফাক ছেলেটা চমৎকার। আর সব বড়লোকের ছেলের মত আশফাক উচ্ছন্নে যায়নি। প্রচন্ড মেধাবী আর প্রানোচ্ছল এই তরুনের দেশ ঘোরার বাতিক আছে। তার কেস স্টাডিটা হলো , বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বান্দরবানের জাদিপাই ঝর্না দেখতে যাওয়ার সময় বন্ধুদের সংগে নিয়ে একটা পাহাড়ী সাপকে পুড়িয়ে মারে সে। সেই থেকে মাঝে মাঝে স্বপ্নে নিজেকে পুড়ে মরতে দেখে সে। তার আশঙ্কা পুড়েই মৃত্যু হবে তার। যে রাতেই সে ওরকম স্বপ্ন দেখে তার পরদিন একটা ডাইরীতে স্বপ্নটার আদ্যোপান্ত লিখে আমার কাছে আসে ও। আর আমার কাজ হচ্ছে তার স্বপ্নের গল্পটা হাসিমুখে শোনা। গল্পগুলোতে বেশ বৈচিত্র আছে। শুনতে খারাপ লাগে না।

যেমন তার গত সপ্তাহের স্বপ্নটা এমন-

. . চলন্ত বাস থেকে বাইরের দৃশ্য বেশ সুন্দর। ছোটখাট দোকানগুলো আর কিছু মানুষের আড্ডা। কিছু আম-কাঠালের বাগান কিংবা তারই ফাক গলে দাড়িয়ে থাকা কিছু টিনের বাড়ী। কোথাও যাচ্ছি আমি। পাশের সিটে মিলি ঘুমাচ্ছে। ঘুমের ঘোরেই আমার হাতটা চেপে ধরে আছে। মমতা মাখানো পরশ। ভাল লাগে খুব। বাইরের দৃশ্যটাও মমতা মাখানো। সেই পুরনো পাহাড় আর ঘন বন। যেন বহুদিনের চেনা। তবে ঠিক মনে পড়ছে না। ঝরনাটা চোখে পড়ল হঠাৎ। তখনই বুঝতে পারলাম, কোথায় দেখেছি। পাশের সিটে মিলির ঘুম ভেঙেছে। কেন যেন সে চেচাচ্ছে। কিছু বুঝতে পারছি না। বুঝতে পারলাম যখন হাতে আগুনের আচ লাগল . .

. . ঘুম ভাঙতেই দেখি খুব ঘামছি। অথচ ঘরটা এসিতে প্রচন্ড ঠান্ডা।

আজকের গল্পটাও ভালো। হাসি মুখে শুনলাম। কাউন্সেলিং , সামান্য কিছু ওষুধ আর এককাপ চা খাইয়ে বিদায় করলাম ওকে। এত ভাল আর কর্মঠ একটা ছেলে। বাবার ব্যবসায় পুরোদমে লেগে আছে। বাবার মত সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে শুরু করেছে অথচ ভেতরে ভেতরে এত দুঃশ্চিন্তায় ভোগে ভাবাই যায়না।

***

অস্ট্রেলিয়া থেকে একটা সেমিনার করে রাতের ফ্লাইটে ফিরেছি। রাতে একদমই ঘুম হয়নি। সবে ঘুম চোখে লেগে এসেছে এসময় ফোন করল আশফাক এর পি এ । গতরাতে বাসায় আগুন লেগে পুড়ে মারা গেছেন আশফাক । কতক্ষন সময় লাগল কথাটা বুঝতে। ঝিম মেরে বসে রইলাম।

বিষয়: সাহিত্য

২৪৭১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374655
১৫ জুলাই ২০১৬ রাত ০৪:১৫
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ জুলাই ২০১৬ সকাল ১০:৫১
310807
তরিকুল হাসান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
374660
১৫ জুলাই ২০১৬ সকাল ০৫:৩৭
শেখের পোলা লিখেছেন : গল্পটা ভালই। ধন্যবাদ।
১৫ জুলাই ২০১৬ সকাল ১০:৫১
310808
তরিকুল হাসান লিখেছেন : ধন্যবাদ।
374667
১৫ জুলাই ২০১৬ সকাল ১০:৩৩
হতভাগা লিখেছেন :
মেয়েদের অবশ্য পেটে বোমা পড়লেও মনের কথা বের হয় না।


০ এতে বরং লাভই আছে । গাছেরও খাওয়া যাবে আবার তলারও কুড়ানো যাবে ।

গতরাতে বাসায় আগুন লেগে পুড়ে মারা গেছেন আশফাক ।


০ বিশাল ব্যবসায়ী + দাপুটে বাবার ছেলে নিজেও ব্যবসায়ী । এক্সিডেন্ট নাকি মার্ডার সেটা বিরাট প্রশ্ন (কারণ আশফাক আশংকা করছিল যে তাকে পুড়িয়ে মেরে ফেলা হবে )।

তবে এখানে সাইকিয়াট্রিস্টের আর কোন খাওয়া নেই ।
১৫ জুলাই ২০১৬ সকাল ১০:৫২
310809
তরিকুল হাসান লিখেছেন : সুন্দর বিশ্লেষন। ধন্যবাদ।
374671
১৫ জুলাই ২০১৬ সকাল ১১:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার হয়েছে।
বিশেষ করে সাসপেন্স এবং ভাষা।
২৫ জুলাই ২০১৬ দুপুর ০৩:২০
311157
তরিকুল হাসান লিখেছেন : ধন্যবাদ।
374683
১৫ জুলাই ২০১৬ বিকাল ০৫:৫৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ জুলাই ২০১৬ দুপুর ০৩:২০
311158
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ।
375286
২৬ জুলাই ২০১৬ সকাল ০৬:১৬
রাইয়ান লিখেছেন : আপনি তো আসলেই অসাধারণ লেখেন !
২৭ আগস্ট ২০১৬ সকাল ০৯:৩৫
312422
তরিকুল হাসান লিখেছেন : ধন্যবাদ।
375375
২৭ জুলাই ২০১৬ দুপুর ০৩:৩৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনার গল্পের হাত দারুণ!
২৭ আগস্ট ২০১৬ সকাল ০৯:৩৬
312423
তরিকুল হাসান লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File