ஜ۩۞۩ஜ দাম্পত্য জীবনে টক-ঝাল-মিষ্টি ஜ۩۞۩ஜ
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:৫০:১১ সন্ধ্যা
স্বামী অফিস থেকে আসার সময় একটি শাট কিনে বাসায় ফিরেছে------------
♣ স্ত্রীঃ কত দিয়ে কিনেছ?
♣ স্বামীঃ মাত্র ৭০০ টাকা।
♣ স্ত্রীঃ আমার ভাল কোন ড্রেস নাই। আমাকে একটা ড্রেস কিনে দিবে?
♣ স্বামীঃ মাত্র এক মাস আগে ঈদের সময় তুমি দুটি ড্রেস নিয়েছিলে। এত তাড়াতাড়ি পুরাতন হয়ে গেছে?
♣ স্ত্রীঃ মাত্র দুটি ড্রেস নিয়েছি। তুমি আমাকে খোটা দিচ্ছ কেন?
♣ স্বামীঃ এমনি বলছি। আমি ঈদের সময় শাট কিনতে পারি নি বলে আজ কিনলাম। আগামী মাসে না হয় তোমাকে আরেকটা ড্রেস কিনে দিব।
♣ স্ত্রীঃ থাক। আর কিনে দিতে হবে না। ফরিকনীর মত চলাফেরা করব।
কি বুঝলেন পাঠক! এই রকম স্ত্রী যার কপালে জোটে তার দাম্পত্য জীবন কেমন কাটতে পারে?
╚► ╚► ╚► ╚► ╚► ╚► ╚► ╚► ╚► ╚►
۩۞۩ সু-খবর শুনাতে গিয়েও বিপত্তি ۩۞۩
জুমেরা বীচে একদিন রাতে এক বন্ধুকে নিয়ে অনেকক্ষন আড্ডা দিয়েছিলাম। তখন রাত ১০ টা। বন্ধূর পাশে বসে আমার কন্যার সাথে মোবাইলে কথা বলেছিলাম। আমার কথা বলা শেষ হবার পরপরই বন্ধুটিও তার স্ত্রীকে কল দেয়। তাদের কথাবার্তা এই রকম---------
♥ ♥ স্বামীঃ গতকাল একটি নতুন গাড়ী কিনেছি। এক বন্ধূকে নিয়ে জুমেরা বীচে ঘুরতে এসেছি। তুমি পাশে থাকলে ভাল লাগত। বাবুর পাসপোট রেডি করে চলে এস।
♥ ♥ স্ত্রীঃ এই খবরটি শুনাবার জন্য এত রাতে ফোন করার কোন দরকার ছিল না।
♥ ♥ স্বামীঃ সরি?
♥ ♥ স্ত্রীঃ গাড়ী নিয়েছ ভাল কথা। বন্ধূর সামনে আমাকে শুনাচ্ছ কেন? কতটুকু দায়িত্ব পালন করেছ?
বন্ধূটি স্ত্রীর এই কথা শুনে মন খারাপ করে কিছুক্ষণ চুপচাপ ছিল।
কয়েক মাস আগে বন্ধূটি ছুটি শেষ করে প্রবাসে কর্মস্থলে যোগদান করে । দুবাইতে আসার পরের দিন তার বউ বাচ্চা নিয়ে বাপের বাড়ীতে চলে যায়। বন্ধূটি কারন জানতে চাইলে বলে" তুমি দেশে আস তারপর সিন্ধান্ত হবে। আমি তোমাদের বাসায় থাকতে পারব না। দুবাইতেও যাব না।"
বন্ধূটি বর্তমানে খুব টেনশনে আছে। ফোন করে তার বর্তমান দিনকাল জানতে চাইলে উত্তর দেয়-----দোস্ত কিছুই ভাল লাগছে না----
ভাল লাগবেই বা কেমনে?
যে স্ত্রী তার স্বামীর অবাধ্য হয---
যে স্ত্রী তার স্বামীর সংসারকে মেনে নিতে পারেনা--
যে স্ত্রী তার স্বামীকে টাকা হিসেব দিতে রাজী নয়----
সে স্ত্রীর স্বামী কি করে ভাল থাকতে পারে?
বিষয়: বিবিধ
১৬৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন