মিছিলে গেলাম

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ আগস্ট, ২০১৩, ০২:৪০:৩৭ রাত



মা'গো মিছিলে গেলাম আমি

জানি আমি জানি

তোমার ছেলে তোমার কাছে

সবার চাইতে দামী

Rose

অপেক্ষায় থেকনা মা

যদি না ফিরি

বাকশালীদের বুলেট যদি

প্রাণটা নেই কাড়ি

Rose

কেঁদনা মা দোহায় তোমার

চেপে রেখো বুকে

তোমার ছেলে শহীদ হয়ে

বাকশাল দেবে রুখে

Rose

এখনই সময় জিহাদে যাবার

বাকশাল রুখে দেবার

তাইতো আমি মিছিলে গেলাম

অপেক্ষায় থেকনা আর

Rose

ঢাকা মহানগর ইসলামী ছাত্রশিবিরের (দক্ষিণ) ৮৮ নম্বর ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান মলি্লক সহ সকল শহীদ ভাইদের স্মরণ করে উৎসর্গ করা হল এই কবিতা............

বিষয়: বিবিধ

১৪৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File