রাজপথে রক্তের স্রুত
লিখেছেন লিখেছেন স্বাধীন কন্ঠ ১৫ আগস্ট, ২০১৩, ০১:৪০:৪১ রাত
মিশরের রাজপথে ছোপ ছোপ রক্তের দাগ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য লাশের সারি। হায়নাদের পৈশাচিক তাণ্ডবে রাজপথে বইছে রক্তের স্রুত। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করতে গিয়ে আজ নির্মম গণহত্যার শিকার মুসলিম ব্রাদারহুড নেতাকর্মীরা । গণতন্ত্র প্রতিষ্ঠা ও আদর্শের জন্য পুরুষের পাশাপাশি নারীদের ত্যাগ এবং হাসিমুখে জীবন দেয়ার দৃশ্য দেখে অবাক ! সারা পৃথিবী , স্তম্বিত গুটা বিশ্ব । কিন্তু তথাকথিত গণতন্ত্রের ফেরিওয়ালাদের মুখে কোন রা নেই, একদম চুপচাপ । মুসলিম নিদনের এই দৃশটি তারা উপভোগ করছে আড়াল থেকে। ধিক্কার জানাই গণতন্ত্রের লেবাসধারিদের আর মুসলিম দেশের ঐসব শাসকদের যারা নিজেদের গদি রাখার স্বার্থে ইসলাম ও মজলুমের পক্ষে মুখ খুলতে নারাজ। বাতিলের সাথে শুর মিলিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়ার পরিণতি একদিন আপনাদেরও ভোগ করতে হবে। ইতিহাস বলে, শহীদের রক্ত কখনও ব্যর্থ হয়নি। জালিম যত ক্ষমতাশালী হোক না কেন কেউ-ই তার পতন ঠেকাতে পারেনি। এক সময় অপমানজনক পরিনতির সাথে আলিঙ্গন করা ছাড়া তাদের আর কোন পথ খোলা থাকে না। এটা নিশ্চিত করে বলা যায়, মিশরে শত শত শহীদের রক্তের বিনিময়ে ইসলামের যে সুদৃঢ় বুনিয়াদ রচিত হচ্ছে তার স্তায়িত্ত হবে অনেক বেশি টেকসই। আর গুটা বিশ্ব শিক্ষা নেবে মিশরের এই চলমান আন্দোলন থেকে।
বিষয়: বিবিধ
১৩৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন