জনগণ বুঝিয়ে দেবে কত গমে কত আটা!!

লিখেছেন লিখেছেন স্বাধীন কন্ঠ ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ০১:০৩:৫৬ রাত

বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের মাথা এতোটাই খারাপ হয়ে গেছে যে, তারা আগামী নির্বাচন নিয়ে সংবিধানের দোহাই দিয়ে বলছে , প্রধান মন্ত্রী স্ব-পদে বহাল থাকবেন, মন্ত্রিগন মন্ত্রী হিসেবে থাকবেন ,এম পি গণ এম পির পদে থাকবেন ,সংসন বহাল থাকবে এই অবস্থায় আগামী নির্বাচন অনুষ্টিত হবে । দুনিয়ার কোথায়ও এরকম আজগুবি কল্পনা প্রসুত তত্তে নির্বাচন হয়েছে কি না তা আমার জানা নেই। তারা ক্ষমতার নেশায় বোদ হয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে ,তাদের সেই পাতানো নির্বাচনে সব দল আংশ গ্রহন করবে , কারসাজীর মাধ্যমে আবার তারা ক্ষমতায় আসবে এবং দেশ বিদেশে গ্রহনযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে জনগণ স্বীকৃতি দেবে। ১৯ ৭২ আর ২০১৩ সাল যে এক নয় তা হয়তো তারা ভুলে গেছে। জনগণকে আগডুম -বাগডুম দিয়ে যে আর প্রতারিত করা যাবে না সেটা তারা বুঝতেই চাচ্ছে না । তারা মনে করে জনগণ কিছুই বুঝে না আবার জনগণ যে এখন সব বুঝে অইতা আবার আওয়ামীলিগাররা বুঝেন না। সুজুগ পেলেই জনগণ বুঝিয়ে দেবে কত গমে কত আটা । আমরা সেই দিনের অপেক্ষায় আছি।

বিষয়: বিবিধ

১৪৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File