নৈতিক শিক্ষার অভাব-ই ঐশীর বখে যাওয়ার কারন...
লিখেছেন লিখেছেন স্বাধীন কন্ঠ ১৯ আগস্ট, ২০১৩, ০১:১৩:৫৫ দুপুর
ইতিহাস থেকে জেনেছিলাম ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের জাহিল মানুষেরা সামাজিক বাধ্যবাধকতার কারনে লোকলজ্জার ভয়ে মেয়েদেরকে জন্মের পরেই জীবন্ত পুতে ফেলতো । অপসংস্কৃতি গ্রাস করে ফেলেছিল গুটা সমাজকে। তাইতো সেই সেই সময়কে বলা হতো আইয়্যামে জাহিলিয়াতে । তাঁর পর আসলো ইসলাম। রাসুল (স.) দিক নির্দেশনা ও আল-কুরআনের স্পর্শে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে সেই জাহিল মানুষগুলো পরিনত হল সোনার মানুষে। নারীরা পেল মা, স্ত্রী ও বোনের মর্যাদা। রাসুল (সঃ) বললেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাঁর পর দীর্ঘ সময় পেরিয়ে গেল। ধীরে ধীরে মানুষ ইসলামের আলো থেকে দূর সরে যেতে লাগলো । কুরআনের শিক্ষা ভুলে গিয়ে আধুনিকতার নামে প্রাশ্চাত্য শিক্ষার ও আস্লিলতার দিকে ধাবিত হতে লাগলো। শুরু হল সামাজিক বিপর্যয়। দেশীয় সংস্কৃতির গণ্ডি পেরিয়ে পশ্চিমা সংস্কৃতিতে মেয়েকে মানুষ করতে বাবা-মা অনেক স্বপ্ন নিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছিলেন ঐশী কে । কিন্তু সে মানুষ হয়নি, হয়েছে খুনি। অল্প বয়সেই উচ্ছৃঙ্খল হয়ে পড়ে সে। পিতার অফুরন্ত টাকা আর উচ্চবিত্ত পরিবারের বখে যাওয়া ছেলে-মেয়েদের সঙ্গে অবাধ মেলামেশা ওকে সর্বনাশের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। একপর্যায়ে ঐশী হয়ে উঠে বেপরোয়া। পিতা-মাতার শাসন- বারণ কোনো কিছুকেই সে তোয়াক্কা করতো না।
ইয়াবায় আসক্ত ঐশী এ বয়সেই একাধিক ছেলে বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। রাত করে বাড়ি ফেরা, মায়ের নিষেধ সত্ত্বেও বাসায় ছেলে বন্ধুদের নিয়ে সময় কাটানো নিয়মিত হয়ে উঠেছিল। তাঁর এই উচ্ছৃঙ্খল জীবনে বাবা –মা বাঁধা হয়ে দাঁড়ালে নিজের বন্ধু – বান্ধবদের নিয়ে গর্ভধারিণী মা ও জন্মদাতা পিতাকে খুন করলো । সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিল সাড়ে চৌদ্দশত বছর পূর্বে মেয়েদেরকে জীবন্ত পুতে দিয়ে সেই যুগ যদি হয় আইয়ামে জাহেলিয়াত তবে পিতা মাতাকে নিজ হাতে হত্যা করার মাধ্যমে প্রমাণিত হলো বর্তমান চলছে আধুনিক জাহেলিয়াত। ঐশীতো এই সমাজের একটি সিম্বল মাত্র। আরও কতো ঐশী ছড়িয়ে আছে সমাজে আনাচে –কানাচে। এই প্রেক্ষাপটে সামাজিক বিপর্যয় রুধ করতে হলে কুরআন – হাদিসের আলোকে আমাদের শিক্ষা- ব্যাবস্তাকে ঢেলে সাজানো ছাড়া কোন বিকল্প নেই। সমাজের সবখানে ছড়িয়ে দিতে হবে নৈতিক শিক্ষা। এর অন্যতা হলে আরও অনেক করুন পরিণতি দেখার অপেক্ষা করা ছাড়া কোন পথ খোলা নেই।
বিষয়: বিবিধ
১৫৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন