পরাধীনতার রেশ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৫ আগস্ট, ২০১৩, ০৩:০৬:০৩ রাত
দেশের মানুষ জীবণ দিল
স্বাধীন করলো দেশটা
স্বাধীন হয়েও পরাধীনতার
কাটেনি তো আজ রেশটা।
তাবেদার রাষ্ট্ট বানায়
তৎকালীন ঐ শাসকটা
পনের আগষ্ট ধ্বংশ হয়
শাসক নামের ঐ নাশকটা।
আস্তে আস্তে ফটক মেলে
বিষধর এক সাপরুপে
সেই সাপের চ্যলারা আজ
ত্রাস চালায় দেশ জুড়ে।
সাড়ে চার বছর দেশটা
ঐ সাপের কবজায়
শাসন-শোষন- অত্যাচারের
সকল রের্কড ছাড়িয়ে যায়।
বিষয়: বিবিধ
৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন