রানা নিয়ে যত টাল বাহানা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ এপ্রিল, ২০১৩, ১২:০৯:৩১ দুপুর



পৌর যুবলীগএর সাভার থানা

সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা

@

প্রধান মন্ত্রীর এক কথা, না না না

কখ্খনো না, হতেই পারেনা

@

এই নামে কাউকে চিনিনা

এই নামে কেউ নেই এবং ছিলনা

@

এই যে দিখুন লিষ্ট এনেছি নামতো পেলামনা

আমি কি তবে মিথ্যেবাদী শেখ হাসিনা!

@

বিশ্বাস না হলে নিজের চোখেই দেখুননা

প্রমাণ করতে পারলে প্রধান মন্ত্রীই থাকবনা

@

প্রয়োজনে রাষ্ট্রপতি হব তবুও তত্ত্বাবধায়ক দিবনা

মখারে বলে দিয়েছি ভয় পাবেনা

@

যা বলেছ অটল থাকবা, আমি আছিনা!

যা হবার হয়ে গেছে রাজনীতি চলবেনা

@

যে প্রাণ গেছে আর তো ফিরে আসবেনা

লাশের সংখ্যা কত তা কিন্তু বলা যাবেনা

@

পাবলিকে যাহাই বলুক কান দিওনা

পারলে কিছু গুম করে দাও কেউ জানবেনা

@

আমাদের কিন্তু অনেক কাজ বসে থাকা চলবেনা

বাংগালীর ভুলো মন এটা কোন ব্যাপার না

@

রানা ভবনও ভুলে যাবে দুইটা দিন যাকনা

নতুন কি ইস্যু আনব এখন, কেউতো জানেনা

@

গোলাম আযম এর রায়টা দিয়ে দিলে মন্দ হয়না

আলোচনার নতুন ইস্যু হবে রানা আর থাকবেনা

@

মিছল হবে মিটিং হবে হরতাল হবে ওসবতো ব্যাপারনা

ভাংচুর হবে, পুলিষের গুলি হবে আমাদের কিছু যায় আসেনা

@

তানা ধিন তাক তাক তা না না না না

যতদিন রানারা চিহ্নিত হবেনা বাংগালীর শান্তি হবেনা

বিষয়: বিবিধ

১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File