রাসূলের কথিত আশেকানদের মুখের ভাষা ! ছি !
লিখেছেন লিখেছেন আহমেদ রিজভী ২৭ এপ্রিল, ২০১৩, ১২:১৩:৩৭ দুপুর
কথিত সুন্নীদের ব্যপারে আমার ইতিপূর্বে তেমন কোন ধারণা ছিলনা । গতকাল রাতে সুন্নী নামধারীদের এইপেইজের কয়েকটা পোষ্টে কিছু মন্তব্য করেছিলাম কিন্তু প্রতিমন্তব্যে এদের প্রত্যেকের মুখের যে ভাষা দেখলাম তাতে এদের সম্পর্কে জানার আর কিছু বাকী থাকল না । পাশাপাশি কারা সত্যের পথে ও কারা তাগুতের পথে তাও বুঝার বাকী নাই । মানুষের মুখের ভাষা যে এতটা বিশ্রী, কুরুচীপূর্ণ হতে পারে এই প্রথম তার অভিজ্ঞতা হল । তাও কাদের কাছ থেকে ? যারা নিজেদেরক আল্লাহর রাসূলের আশেকান দাবী করে ! এরুপ অশ্লীল, কুত্সীত ও কুরুচীপূর্ণ ভাষা যে মানুষ ব্যবহার করতে পারে তা কল্পনারও অতীত তাও আবার সামাজিক একটা মাধ্যমে ! উক্ত পেজের প্রতিটা পোষ্টের বিপরীতে বস্তুনিষ্ঠ আলোচনা সমালোচনার কপালে পদাঘাত করে কথিত সুন্নী নামধারীরা প্রতিপক্ষকে লক্ষ্য করে শুধু গালাগালিই উদগীরণ করছে আর কিছুই না ।
আমার রাসূল তাজদারে মদিনা রাহমাতুল্লিল আল-আমীন হযরত মোহাম্মদ (সঃ) চরমতম শত্রুর সাথেও সামান্য পরিমাণ অশ্লীল ভাষায় কথা বলেননি অথচ রাসূলের কথিত আশেকান দাবীদারদের মুখের ভাষা শুনে ইবলীসেরও বমি আসবে আমি নিশ্চিত ।
বিষয়: বিবিধ
১২২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন