কালো রেব - হিংস্র ফ্রাংকেস্টাইন
লিখেছেন লিখেছেন আহমেদ রিজভী ০৯ মে, ২০১৪, ০৯:৩৫:৩১ রাত
চমকের কথা মনে আছে আপনাদের !
সিলেট ছাত্রদলের সমর্থক ছেলেটা ছোটখাট অপরাধী হলেও খুনি ছিলনা । আর্মির এক অফিসারকে থাপ্পর মারার অপরাধে ছেলটিকে রেব হত্যা করেছিল ।
এরকম বহু চমক হারিয়ে গেছে এই দানবের প্রতিহিংসার হিংস্রতায় ।
সাময়িক বাহবা কামানোর আশায় আর্মির চাপে চার দলীয় জোট সরকারই এই দানবের জন্ম দেয় এবং বিচার বহির্ভূতভাবে আদম সন্তানদের হত্যার লাইসেন্স দিয়েছিল ।
সে সময় হুজুগে বাংগালরা সাময়িক সুখে আনন্দে বগল বাজিয়েছিল এখন এর ফল এমন হইছে যে এটি একটি ফ্রাংকেস্টাইনে পরিণত হয়েছে ।
এটাই আল্লাহর বিচার ।
সমগ্র বিশ্বে সামরিক বাহিনীকে যতটা সম্ভব বেসামরিক সংশ্লিষ্টতা ও কার্যক্রম থেকে দূরে রাখা হয় ।
কেননা অত্যন্ত কঠোর ও নিয়ন্ত্রিত জীবনে অভ্যস্ত মিলিটারিরা সিভিলের সংস্পর্ষে আসা মাত্র তার পেশাদারীত্ব হারাতে থাকে ।
পাশাপাশি দূর্নীতি ও গণবিরুধি কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ে ।
বাঘ যেমন নর মাংসের স্বাদ পেলে জংগল ছেড়ে বার বার জনপদে হানা দেয় ঠিক তেমনিভাবে মিলিটারীরা গণ সংস্পর্ষে আসা মাত্র একটি মুক্ত পরিবেশ পেয়ে খেই হারিয়ে ফেলে ফলে পরবর্তীতে পূর্বাবস্থায় ফিরে যাওয়া তাদের পক্ষে দূরহ হয়ে উঠে ।
মিলিটারীদের দিয়ে বেসামরিক কার্যক্রম পরিচালনার ফল কতটা তীক্ত আর বেদনা-বিধুর হতে পারে তার জ্বজল্যমান উদাহরণ হচ্ছে বিডিয়ার বিদ্রোহ । অপারেশন ডাল ভাত কর্মসূচীকে উপলক্ষ্য করে যার সূচনা ।
বর্তমানে সামরিক বাহিনীর সদস্যদের জন্য রেব একটি লাভজনক প্রতিষ্টান ।
কেননা তাদের জন্য এটি দ্রুত অর্থ কামানোর ও ক্ষমতা চর্চার একটি অন্যতম উপলক্ষ্যে পরিণত হয়েছে ।
তাই সরকারের ইচ্ছা থাকলেও এই বাহিনীটির বিলুপ্তি অথবা একে মিলিটারী মুক্ত করা অসম্ভব ।
একটা কথা আমরা বরাবর ভুলে যাই যে যেখানে যার স্থান তাকে সেখানেই রাখতে হয় অন্যথায় ইম্বেলেন্স সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক
বিষয়: বিবিধ
১৮০৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন