সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় ।
লিখেছেন লিখেছেন আহমেদ রিজভী ২৯ ডিসেম্বর, ২০১৩, ১০:৫৭:০৪ রাত
ইচ্ছায়, অনিচ্ছায় অথবা চক্রান্তের কারনেই হোক দীর্ঘদিন ক্ষমতা চর্চা করেও বিএনপি বাংলাদেশে জাতীয়তাবাদী ধারার প্রভাবশালী মিডিয়া বা বুদ্ধিজীবী তৈরী করেনি ।
পাশাপাশি সরকারী বেসরকারী গুরুতপূর্ণ পদ ও চাকরীতে অনেকটা খামখেয়ালী ও অজ্ঞতার বশে পরিকল্পিত আকারে বিএপিপন্থীদের নিয়োগ দেয়নি ।
জাতীয়তাবাদী মিডিয়া এবং কতেক বুদ্ধিজীবী যাও আছে এসবের উপযুক্ত পৃষ্টপোষকতায়ও নিদারুণ অবহেলার পরিচয় দিয়েছে ।
এর বিষফল এখন কেবল বিএনপিকেই নয় ষোল কোটি মানুষকে পাই পাই করে ভোগ করতে হচ্ছে ।
একটি প্রাণীর বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন ও আহার দরকার অনুরুপভাবে কোন রাজনৈতিক দলের টিকে থাকা, ক্ষমতায় আসা এবং ক্ষমতা ধরে রাখা অথবা পুণরায় ক্ষমতারুহনে উপরুক্ত দুটি কাজ সমান অপরিহার্য্য ।
কেননা মিডিয়া (প্রকৃত অথবা কৃত্রিম) জনসমর্থন সৃষ্টি এবং তা ধরে রাখার মাধ্যমে রাজনৈতিক দলে রক্ত সঞ্চালন করে আর প্রশাসনে থাকা দলীয় লোকজন সংশ্লিষ্ট রাজনৈতিক দলের জন্য অক্সিজেনের মত কাজ করে ।
যেমনটা বর্তমান গণধিকৃত আওয়ামী সরকারের সময়ে দেখা যাচ্ছে ।
সবাই জানে সাম্প্রতিক সময়ে শুন্য জনসমর্থন ও গণধিকৃত হওয়া সত্ত্বেও দলটি কেবলমাত্র মিডিয়া ও প্রশাসনের জোরে টিকে আছে ।
এবার একটা ঘটনা বলি !
২০০১ এ চারদলীয় জোট ক্ষমতায় আসলে মাহমুদুর রহমান তৎকালীন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মান্নান ভূইয়ার কাছে বাংলাদেশী জাতীয়তাবাদী ধারার মিডিয়া সৃষ্টির প্রয়োজনীয়তা এবং এব্যাপারে একটি পদক্ষেপ গ্রহনের অনুরুধ করেন ।
তখন মান্নান ভূইয়া মাহমুদুর রহমানকে বলেন "খালেদা জিয়ার মত মিডিয়া থাকতে আমাদের মিডিয়ার দরকার নেই" ।
উল্লেখ্য কট্টর বামপন্থী এই মান্নান ভূইয়া বিএনপির দূর্দীনে মীরজাফরের ভূমিকা পালন করেছিল ।
এরাই বিএনপিকে চিন্তা ও চেতনার জগতে বিকশিত না করে বন্ধা করে রেখেছে ।
তাই বিএনপিতে যতদিন কমিউনিষ্টদের অস্থিত্ব থাকবে ততদিন বিএনপিকে চিন্তার জগতে বন্ধা ও আটখোঢ়া হয়ে থাকতে হবে । খালেদা জিয়াদের ঘরছাড়া হতে হবে, তারেক জিয়াদের হতে হবে নির্যাতীত ও দেশ ছাড়া । দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হবে সংকাটাপন্ন ।
পরিশিষ্টঃ সময়ের কাজ সময়ে করতে হয় পরে আফসুস আর হাহুতাশ ছাড়া কিছুই করার থাকেনা ।
একটি রাজনৈতিক দলকে যেমন জাতীয় স্বার্থে দুরদর্শী হতে হয় তেমনি ভাবে দলীয় স্বার্থেও দুরদর্শী ভূমিকা নিতে হয় ।
বিষয়: বিবিধ
১৪০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন