একথাগুলো যদি প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়া বলতেন তাহলে চূচীল সমাজ ও মিড়িয়ার ভুমিকা কি হত?
লিখেছেন লিখেছেন ভবের চর ২৭ এপ্রিল, ২০১৩, ১২:০৭:০৯ দুপুর
০১."আমরা আগে থেকেই সচেতন ছিলাম। আমরা জানতাম বলে সব লোক সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু মূল্যবান জিনিস সরিয়ে নিতে সকালে লোকজন সেখানে গিয়েছিল।"
০২.আমি টেলিভিশনে, নিউজে দেখেছি অনেকেই বলেছেন এই রানা প্লাজার মালিক যুবলীগের। আমি সাভার যুবলীগের কমিটি নিয়ে এসেছি, সেখানে তার কোনো নাম নেই।
০৩.বিরোধীদলীয় নেতা সেখানে গেছেন। উনি যতক্ষণ সেখানে ছিলেন, ততক্ষণ উদ্ধার কাজ বন্ধ ছিল। ভিআইপি মুভমেন্ট হলে প্রসাশন ব্যস্ত হয়ে পড়ে। হাজার হাজার মানুষ জড়ো হয়ে পড়ে।
০৪.যারা টক শোয় গিয়ে গরম গরম কথা বলেন, উদ্ধারকাজের সমালোচনা করেন, আমি তাদের বলব, একটা মানুষ উদ্ধারে হাত লাগান। শ্রমিকনেতা ও স্বনামধন্যদের এই সময় ‘টক শো’য় থাকার কথা নয়। আপনাদের তো সাভারে থাকার কথা।
বিষয়: বিবিধ
১৩৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন